নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

জাগ্রত হোক মনুষ্যত্ব, ফিরে আসুক সুস্থ মেহেদী

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪১











আপডেট : আমাদের কাঁদিয়ে মেহেদী মারা গেছে! সবাই তার বিদেহী আত্বার জন্য দোয়া করবেন।



আপডেটঃ মেহেদীকে সাহায্য করার ফান্ডে এখন পর্যন্ত কালেক্ট হয়েছে ৫ লক্ষ টাকার মতো , ভারতের টাটা মেমোরিয়ালে নিয়ে যাবার জন্য দেরী হচ্ছে ভিসা জটিলতার জন্য । এই ব্যাপারে কেউ সাহায্য করতে চাইলে মেহেদীর বন্ধু শাহীনের নাম্বার পোষ্টে দেয়া আছে , তার সাথে যোগাযোগ করতে পারেন , সে এই ব্যাপারে কাজ করছে । সবার সার্বিক সহযোগীতা কাম্য



আপডেটঃ

মেহেদীকে আগামী বুধবার ভারতের মুম্বাইতে টাটা মেমোরিয়ালে নিয়ে যাওয়া হবে ,ভিসা পাওয়া সাপেক্ষে। এখন পর্যন্ত মেহেদীর বন্ধুদের প্রচেষ্টায় ২ লাখ ৮৫ হাজার টাকার মতো কালেক্ট করা হয়েছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল । আনুমানিক ৩০ লাখ টাকার মতো লাগবে সবার ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য পারে মেহেদীকে বাচাতে ।



আমাদের সবার প্রিয় ব্লগার আমিনুর রহমান ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে ছোট্ট বাচ্চা রুশানের হেল্প ক্যাম্পে কাজ করতে গিয়ে । তারপর থেকে বিভিন্ন সময় মানুষটা আপনাদের কাছে নানা আবদার নিয়ে এসেছেন , কখনো শীতার্ত মানুষের সাহায্যার্তে , কখনো কোন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া সৈনিকের পাশে দাড়ানোর আকুতি নিয়ে । এই ব্লগের ব্লগাররা ও সানন্দে এসে পাশে দাড়িয়েছেন । সর্বশেষ আমার মনে পড়ে ব্লগার আলম দীপ্রের দৃষ্টি আকর্ষন পোষ্টে আমরা জানতে পারি চট্ট্রগ্রামের সেতু ভাই এর কথা , পরে আমিনুর ভাই এর উদ্যোগে তার বই বিক্রি করে তাকে বাঁচানোর লড়াইয়ে নামি আমরা । ব্লগাররা অনেক বই কিনেছেন , আমাদের সবাইকে কাঁদিয়ে সেতু ভাই চলে গেছেন অনেক দূরে ।

আমার বন্ধুপ্রতীম ছোট ভাই মেহেদী হাসান (মৃদুল) মৃত্যুর সাথে লড়ছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে । এই খবরটা যখন আমি পাই , সাথে সাথে ভাবলাম আমিন ভাই সুস্থ থাকলে আমিন ভাইকে বললে উনি কিছু একটা করতে পারতেন । কিন্তু উনি নিজেই তো এখন আই সি ইউতে । তবে কি আমি থেমে যাবো ? তাই এবার আমি নিজেই দাবী নিয়ে এসেছি , মেহেদীকে বাঁচানোর দাবী ।

তার বন্ধুদের লড়াইয়ে আমরা ও সামিল হতে পারি । নিচের অংশ টুকু তাদেরই আকুতি ।



মেহেদী হাসান (মৃদুল)



.. একজন যোদ্ধার নাম! একাকী যোদ্ধা।



যে যুদ্ধ করে, সেই তো যোদ্ধা। সে যুদ্ধ করছে ধেয়ে আসা নীরবতার সাথে, সে যুদ্ধ করছে ধেয়ে আসা শীতলতার সাথে। কি ভয়াবহ একা সে!



আগে কখনো বুঝিনি ক্যান্সার রুগীর অনুভূতিগুলো কেমন হয়। বন্ধুর অনুভূতিগুলো চিনি বলেই এখন একটু একটু বুঝতে পারি। বুঝতে পারি যে, প্রতি মুহূর্তে সে একটু একটু করে ভাঙছে। ভাঙতে চাইছে না, যুদ্ধ করে যাচ্ছে। কিন্তু ভাঙছে।



বুকে জড়িয়ে বলতে চাই ভেঙে যাস না রে। আমরা আছি না !



মেহেদী এখন ঢাকার মহাখালীতে ‘ক্যান্সার হসপিট্যালে’ চিকিৎসারত অবস্থায় আছে। তার চিকিৎসার জন্য মোটামুটিভাবে ৩০ লক্ষ টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকে কোনভাবেই এই চিকিৎসাভার বহন করা সম্ভব নয়। কিন্তু একের বোঝা দশের লাঠি।



কিছুদিন আগেই ধরা পড়ে রোগটি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। কুষ্টিয়ার বেশ কিছু কোচিং সেন্টারেও মেহেদী ইংলিশ ক্লাস নিতো। অনেকেই ওকে বেশ ভালোভাবেই চেনে। বেশ হাস্যজ্জ্বল একটা মুখ। চোখ বন্ধ করলেই যেন দেখি মেহেদী আমাদের চায়ের আড্ডায় হাসির রোল বইয়ে দিচ্ছে।



মেহেদী আমাদেরই কারোর বন্ধু, কারোর বড় ভাই আবার কারোর ছোট ভাই। আপনজনের এমন বিপদে ভেতরে আসলেই একটা চিনচিন ব্যাথা আসে। আমরা সমস্যায় পড়লে সৃষ্টিকর্তাকে ডাকি আর এমন কারোর কাছেই যাই, যার কাছে হয়ত আমরা সাহায্য পেতেও পারি। ঠিক এমনই অবস্থায়.. মৃদুলের বাবা আমাদের কাছেই এসেছিলেন। কারণ তিনি জানেন, তার পরিবার এই চিকিৎসাভার বহন করতে অক্ষম। কিন্তু নিজে বাঁচতে আর নিজের কাছের মানুষদের বাঁচাতে কি মানুষ চায় না?



... অবশ্যই চায়; আমরাও চাইই!



মেহেদীর মেডিকেল রিপোর্টের স্ক্যান কপিঃ











সাহায্য পাঠানোর মাধ্যম;

bKash: 01722-636417 (শিশির, মেহেদীর বিশ্ববিদ্যালয়ের বন্ধু)।



ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নাম্বার: 01722-636417-9 (শিশির)



যোগাযোগের জন্য: 01722-636417(শিশির) এবং 01677-138838 (শাহিন, মেহেদীর বিশ্ববিদ্যালয়ের বন্ধু)।



#মেহেদীর বাবার ব্যাংক এ্যাকাউন্ট নং:-



মোঃ রওশন আলী (মেহেদী ভাইয়ের বাবা)

সঞ্চয়ী হিসাব নং- ৮৯৫৯

অগ্রণী বাংক

আলমডাঙ্গা শাখা

আলমডাঙ্গা

চূয়াডাঙ্গা ।



DBBL Account :-

Md. Eaqub Ali

Account No:- 168.101.15860

Kushtia Branch, DBBL..



অনলাইন পত্রিকায় প্রকাশিত:-

"ইবির মেধাবী ছাত্র মেহেদী বাচতে চাই"

http://lekhapora24.com/?p=22021





ইবির মেধাবী ছাত্র মেহেদীকে বাঁচাতে এগিয়ে আসুন

Click This Link

http://www.timesnews24.com/07/01/2015/688631

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

http://www.priyo.com/2015/01/08/127401.html



পিসি থেকে দেখেন



Click This Link



ফেসবুকে খোলা ইভেন্ট

মন্তব্য ১২৩ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১২৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

সোহেল মাহমুদ বলেছেন:

মেহেদির সু্স্থ্যতায় সহযোগীতার জন্য সকল ব্লগারদের সহযোগীতা কামনা করছি।

একজন মানুষকে বাঁচাতে যার যতটুকু সামর্থ ততটুকু সাহায্য করুণ।

ধন্যবাদ অভি ভাইকে বিষয়টি দৃষ্টিগোচরে আনার জন্য।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে ।

২| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

অপ্রতীয়মান বলেছেন: সাথে আছি..

অভি ভাইয়াকে ধন্যবাদ বিষয়টি সকলের সামনে নিয়ে আসার জন্যে।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে ।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আশা করি সহ ব্লগাররা বরাবরের মতই মানবিক এই কার্যক্রমে এগিয়ে আসবেন। পাশপাশি আমিনুর ভাইয়ের সুস্থতার জন্য প্রার্থনা করছি।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে ।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

ডি মুন বলেছেন:
আমাদের সকলের সহযোগীতায়
মেহেদী ভাই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০

নেক্সাস বলেছেন: ব্লগারেরা এগিয়ে আসবে এই প্রত্যাশায়।

আমিন ভাই সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি।

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

কলমের কালি শেষ বলেছেন: দোয়া এবং শুভ কামনা করি আমরা সবার সার্বিক সহযোগীতায় মেহেদী ভাই সুস্থ জীবনে ফিরবেন ।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: মেহেদী সবার সার্বিক সহযোগীতায় সুস্থ জীবনে ফিরে আসুক তাই কামনা করি ।।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: অামাদের সকলের চেষ্টা অার সহযোগিতায়, অাশা করি মেহেদী সুস্থ হয়ে উঠবে।

বিষয়টি সামনে নিয়ে অাসার জন্য তোমাকে সাধুবাদ।



অ.ট.: শোভনের কাছ থেকে অামিনুল ভাইয়ের খবর নিয়েছিলাম। অাশা করি, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: সহব্লগার আমিনুর এবং মেহেদী হাসান (মৃদুলঈ এর সুস্থ জীবন কামনা করছি। বিশেষ করে সহব্লগার মৃদুল এর ব্যাপারে সহযোগিতার হাস বাড়িয়ে দেবে সবাই এমন প্রত্যাশাই রইলো।
সেতু ভাইয়ের রহের মাগফেরাত কামনা করছি। মৃদুল এর ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য ধন্যবাদধন্যবাদ স্বপ্নবাজ অভি।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০০

দীপংকর চন্দ বলেছেন: শুরু হোক যুদ্ধ।

সবাই কাঁধে কাঁঁধ মিলিয়ে লড়লে কোন যুদ্ধ জেতা অসম্ভব কিছু নয়।

শুভকামনা। অনিঃশেষ। সবসময়।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

হামিদ আহসান বলেছেন: সবাই পাশে থাকব ..........................

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১

পার্থ তালুকদার বলেছেন: সবার সহায়তায় উনি সুস্থ হয়ে উঠবেন- এই কামনা করছি।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

এমএম মিন্টু বলেছেন: সবাই
পাশে থাকব ................/

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৯

প্রবাসী পাঠক বলেছেন: জাগ্রত হোক মনুষ্যত্ব, ফিরে আসুক সুস্থ মেহেদী

যথাসাধ্য চেষ্টা থাকবে সাহায্যে এগিয়ে আসার।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৫

থার্ড পার্সন প্লুরাল বলেছেন: সাথে আছি ।আশা করি সহ
ব্লগাররা বরাবরের মতই সবাই এগিয়ে আসবে ।
পাশপাশি আমিনুর ভাইয়ের সুস্থতা কামনা করছি ।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্ট স্টিকি করার জন্য সামহ্যোয়ারইন মডারেশান প্যানেলকে অসংখ্য ধন্যবাদ । এতে করে অধিক সংখ্যক ব্লগাররা দেখবে । এবং এগিয়ে আসবে ।
সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব মৃদুল এর বেচে উঠা ।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৮

জাফরুল মবীন বলেছেন: দোয়া করি আল্লাহ যেন মেহেদী হাসান (মৃদুল) কে পূর্ণ শেফা প্রদান করেন।

ভাই গোলাপ ভাল আছে যেনে বেশ আশ্বস্ত হয়েছি।আলহামদুলিল্লাহ।

প্রার্থনা করি আল্লাহ যেন কাউকে এ ধরণের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে না দেন।

ধন্যবাদ অভিকে বিষয়টি সবার নজরে আনার জন্য।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুস্থতা কামনা করছি---ফেবুতে বন্ধুদেরকে ট্যাগ করে দেয়া উচিত ----
দোয়া রইল

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: জাগ্রত হোক মনুষ্যত্ব, ফিরে আসুক সুস্থ মেহেদী

যথাসাধ্য চেষ্টা থাকবে সাহায্যে এগিয়ে আসার।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

২০| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১০

আবু শাকিল বলেছেন: আল্লাহ যেন মেহেদি ভাইকে সুস্থতা দান করেন।
আমীন।
পাশে আছি।

পোষ্টের জন্য অভি ভাইকে ধন্যবাদ।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১

কাবিল বলেছেন: দ্বিধা না করে কম বেশি সাহায্যে সবাই এগিয়ে আসুন

সবার সহায়তায় সুস্থ হয়ে উঠবেন-

এই কামনা করছি।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , সবাই উপরের নাম্বার গুলোতে যোগাযোগ করে একটি প্রান বাঁচতে সাহায্য করবে । সবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহন পারে মেহেদীকে বাঁচাতে ।

২২| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

জুন বলেছেন: সবার সহায়তায় সুস্থ হয়ে উঠবেন মেহেদী

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , আমরা সবাই মিলে চাইলে কিছুটা হলেও উপকারে আসতে পারি ।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

ইছামতির তী্রে বলেছেন: মহান রাব্বুল আলামিনের নিকট মেহেদী ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করি।

পাশাপাশি সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ , আমাদের সবার ক্ষুদ্র অংশ নেয়া পারে বিশাল এমাউন্ট কে ছোট করে দিতে , জানেন তো দশের লাঠি একের বোঝা ।

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মেহেদি সুস্থ হয়ে উঠুক। দোয়া সর্বশক্তিমানের কােছ।

আমিনুর ভাইয়ের কথা জেনে স্তব্ধ! আমার মোবাইল সেট চেঞ্জ হওয়াতে উনার নম্বারও পাচ্ছি না। কপি করে নতুন সেটে নেবার পরও কিছু কিছু নাম্বার মিসিং দেখাচ্ছে!

আপনি কি জানাতে পারবেন উনি কোন হাসপাতালে আছেন?

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাল্লাহ সবার দোয়া এবং চেষ্টায় মেহেদী ভালো হয়ে ফিরে আসবেন। আমিনুর ভাই সুস্থ আছেন , বাসায় এসেছেন । নীচে কমেন্ট ও করেছেন ।

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা থাকলো এই উদ্যোগে ।+

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই , আপনার অংশ গ্রহন কামনা করছি ।

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: দোয়া করি আল্লাহ যেন মেহেদী হাসান (মৃদুল) কে পূর্ণ শেফা প্রদান করেন।


কিন্তু আমিন ভাই আই.সি.ইউ তে কেন? বিস্তারিত কোখায় জানতে পারবো ?

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই , সবার সহযোগীতাই পারে মেহেদীকে ফিরিয়ে আনতে
আমিনুর ভাই একটা হার্ট এটাকের স্বীকার হয়েছিলেন , সবার দোয়ায় উনি আজকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ।

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

রাবেয়া রাবু বলেছেন: আল্লাহ ওনাকে সুস্থ করে দিন

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিন । সবার সহযোগীতা প্রত্যাশা করছি ।

২৮| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ইনশাল্লাহ্‌ উনি সুস্থ হয়ে ফিরবেন। আমার আর্থিক সামর্থ্য নেই, কিন্তু ছোট ভাইয়ের জন্য অনন্ত দোয়া রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাল্লাহ !

২৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

তুষার কাব্য বলেছেন: সবার সহায়তায় সুস্থ হয়ে উঠবেন মেহেদী । শুভকামনা থাকলো

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই , আমাদের সবার চেষ্টায় মেহেদী বেচে থাকবে ইনশাল্লাহ

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৭

অনন্ত৪২ বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভিকে।


ইবি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ।


আপনারা সবাই মেহেদী ভাইয়ের পাশে দাড়ান প্লিজ প্লিজ

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করি , এই ব্লগের ব্লগাররা বরাবরের মতো এগিয়ে আসবে

৩১| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১৫

অনন্ত৪২ বলেছেন: যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন সকলের ভালোবাসার সুস্হ মেহেদী ভাই আমাদের মাঝে ্রফিরে আসবেই ....


জয় হবে মানবতার .....

৩২| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২১

মাহমুদ০০৭ বলেছেন: সবাই পাশে এসে দাঁড়াক ।
পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ অভি ভাই ।

জয় হোক মানবতার ।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: মেহেদি ফিরে আসবেই

৩৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০

আমিনুর রহমান বলেছেন:



মেহেদী সুস্থ জীবনে ফিরে আসবে ইনশাআল্লাহ্‌।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি আসছেন , এবার একটু খেয়াল কইরা চলাফেরা কইরেন । মেহেদীদের আপনাকে দরকার আছে , আপনি এসেছেন একটু সাহস পাচ্ছি ।

৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

আমি তুমি আমরা বলেছেন: সাথে আছি। আশা করছি মেহেদী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাল্লাহ ভাই , সবাই মিলে চাইলে ত্রিশ লাখ টাকা কিছুই না । আমাদের ভরসায় মেহেদির বন্ধুরা তাকে নিয়ে ভারত যাবার প্রস্তুতি নিচ্ছে ।

৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

সোহানী বলেছেন: সাথে আছি সবসময়..... কেউ যেন আমাদের ছেড়ে না চলে যায় এ প্রত্যাশায়........

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: সবাই নিজ নিজ জায়গা থেকে চাইলে , সামর্থ্য অনুযায়ী পাশে এসে দাড়ালে মেহেদী আমাদের ছেরে যেতে পারবেনা ইনশাল্লাহ ।

৩৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮

মুহমমদ েশখ সাদী বলেছেন: আশা করছি মেহেদী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সবাই নিজ নিজ জায়গা থেকে চাইলে , সামর্থ্য অনুযায়ী পাশে এসে দাড়ালে মেহেদী আমাদের ছেড়ে যেতে পারবেনা ইনশাল্লাহ ।

৩৭| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

সাঈফ ইবনে রফিকের কবিতা বলেছেন: শুভ কামনা

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ

৩৮| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

সুপ্ত আহমেদ বলেছেন: ভিসা পাওয়া সাপেক্ষে মানে টা বুঝলাম না ? ভিসা কি করতে পারছে না? ভিসা নিয়ে প্রবলেম হলে আমকে বলতে পারেন চেষ্টা করবো ওনার ভিসার হেল্প করতে। কারন এখন ভিসাতে প্রব্লেম হলো এম্বাসি ডেট নিয়ে। সো এই প্রব্লেমের সমাধান আমি করতে পারি। দোয়া করি মেহেদি ভাইয়ের জন্য । ধন্যবাদ অভি ভাইয়া।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বুধবার ভিসা পাওয়া যেতে পারে , আপনি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারবেন ? তাহলে দরকার হলে আমি আপনাকে নক করতে পারবো ।

ফেসবুকে আমার নিক নেমেই আছি ।

৩৯| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: মেহেদী ভাইয়ের সুস্থতা কামনা করি।
সকলের সহায়তায় সুস্থ হয়ে উঠুক।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই , সবাই চাইলে সম্ভব ।

৪০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৭

অনন্ত৪২ বলেছেন: আপনারা সাধ্যমতো মেহেদী ভাই পাশে দাড়ান। সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় ইনশাল্লাহ মেহেদী ভাই সুস্থ হয়ে উঠবেন।

জাগ্রত হোক মনুষ্যত্ব, ফিরে আসুক সুস্থ
মেহেদী

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাল্লাহ !

৪১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬

এহসান সাবির বলেছেন:
মেহেদী ভাই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।


ধন্যবাদ অভি ভাই শেয়ারের জন্য।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: পাশে দাড়ানোর দায়িত্ব আমাদের সবার। শুভেচ্ছা জানবেন সাবির ভাই :)

৪২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




বেশ আন্তরিক আহ্বান।

মেহেদির সুস্থতা কামনা করছি।

এসব পরিস্থিতিতে সামহোয়্যারইনের ব্লগাররা বরবারই কিছু-না-কিছু সহযোগিতা করেছেন।

আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না।



আর সুস্থতা কামনা করছি সামু'র সমাজকল্যাণমন্ত্রী আমিনুর রহমানের :)



ধন্যবাদ, কবি স্বপ্নবাজ অভি............

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এসব পরিস্থিতিতে সামহোয়্যারইনের ব্লগাররা বরবারই কিছু-না-কিছু সহযোগিতা করেছেন।

আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না।

আমিও তাই প্রত্যাশা করছি মইনুল ভাই । ব্যাস্ততার কারণে , ল্যাপটপের কারিগরি সমস্যার আপনার আলাপনে অংশ নিতে পারিনি , প্রশ্ন একটা রেডি আছে অবশ্য , শীঘ্রই যাচ্ছি :)

৪৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫

কিবর বলেছেন: Click This Link

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সবার সহযোগীতাই পারে মেহেদিকে বাচাতে

৪৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

নাসরীন খান বলেছেন: মেহেদী ভাল হোক অাল্লার কাছে প্রার্থনা থাকল।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ

৪৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২২

মুহাম্মাদ শরিফ হোসাইন বলেছেন: আল্লাহ্‌ হেফাজত করুন।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিন !

৪৬| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: মেহেদী সুস্থ হয়ে ফিরে আসুক সেই দোয়া রইল

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই , আমাদের সবার সহযোগীতা মেহেদীর লাগবে ।

৪৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

ফ্‌জলূল করিম বলেছেন: ---------অবশ্যই উনাদের সুস্থতা কামনা করছি।

সাধ্যানুযায়ী আত্মচেষ্টার কমতি থাকবেনা ।

=====ইনশা-আল্লাহ====

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । মানুষ মানুষের জন্য ।

৪৮| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

আরজু পনি বলেছেন:

টাকার পরিমাণটা বেশি হলেও অসম্ভব কিছু নয়...সবার সহযোগিতাতেই সম্ভব একটি উজ্জ্বল প্রাণের হাসি মুখে ফিরে আসা ।

সাথে আছি... মেহেদীর জন্যে দোয়া রইল...ফিআমানিল্লাহ ।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু । এটাই কথা , সবাই মিলেই সম্ভব ।

৪৯| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনার সহায় হোন

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিন !

৫০| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬

অপ্রকাশিত কাব্য বলেছেন: ব্লগারেরা এগিয়ে আসবে এই প্রত্যাশায়।
মেহেদী আবার আগের মত হাস্যজ্জল ভাবে চলা ফেরা করবে এই প্রত্যাশাটুকু রাখি

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সবার সহযোগীতায় মেহেদী ফিরে আসবে ।

৫১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অবশ্যই প্রতিবারের মতোই এবারও সবাই এগিয়ে আসবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাল্লাহ !

৫২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভকামনা থাকলো

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

৫৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

ইমরান হক সজীব বলেছেন: মাত্র বিশ হাজারটা ১০০ টাকা মানে বিশ লক্ষ টাকা । শুধু ১০০ টাকা করেও যদি এই ব্লগ, ফেসবুক, পত্রিকার খবর যারা পড়ছে সবাই পাঠাই তাহলেও অনেক টাকা হয়ে যাই । এই লেখাটা যারা পড়ছে তাদের সবার নুন্যতম ১০০ টাকা দেয়ার সামর্থ্য আছে । তাই কারো ফাঁকি দেয়ার সুযোগ নেই । দয়া করে আশে পাশের কোন দোকান থেকে এখনি ১০০ টাকা বিকাশ করে দিন( অথবা আপনার সুবিধা মত) । আর যারা পারবেন তারাতো অবশ্যই বেশী পাঠাবেন ।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সহমত প্রকাশ করছি ।

৫৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯

মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: সকলে মিলে একসাথে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। ইনসাল্লাহ্ আমি পাশে আছি মেহেদী ভাইয়ের আর সহ ব্লগারদের অনুরোধ করছি, প্লিজ আপনারাও একটু দয়া করে সাহায্যের হাতটা বাড়ান।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: আশা করছি অনেকেই এগিয়ে আসবেন

৫৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

কামরুল সাস বলেছেন: আল্লাহ্‌ যেন তাকে সুস্থতা দান করেন ।

http://pre-testbd.com/

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিন

৫৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৭

Shahrukh Parvez Shourov বলেছেন: একজন ক্যান্সার রুগীর মনের অবস্থা কী হতে পারে ভাবতেই শিউরে উঠি!!
আল্লাহ উবার সহায় হোক....

১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সবাই চাইলে উনি সুস্থ হয়ে ফিরে আসতে পারবে ।

৫৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫০

কালা_পিচ্চি বলেছেন: গুরুত্বপূর্ণ আপডেটঃ
============
মেহেদীর শরীরে এই মুহূর্তে প্লাটিলেট দিতে হবে। এক ব্যাগ প্লাটিলেট দিতে খরচ হয় ১৭ হাজার টাকা। এইমাত্র আমার অফিস (Samsung Research Institute) থেকে সংগ্রহ করা ২৫,০০০ টাকা হস্তান্তর করে দিলাম।
মেহেদীর শরীর খারাপের দিকে। রাতে হাত, পা এবং পিঠে প্রচন্ড ব্যাথা উঠছে। মানসিক ভাবেও বেশ দুর্বল হয়ে গেছে।
ডাক্তাররা Chemotherapy শুরু করতে চাচ্ছে। যেহেতু উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হবে তাই ঢাকাতে chemotherapy শুরু করতে আমরা ইচ্ছুক না। আবার Chemotherapy শুরু না করলে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিবে। এমতাবস্থায়, আজকে হয়ত হাসপাতাল ছেড়ে দিতে হতে পারে। সেক্ষেত্রে মেহেদীকে আজ রাতের ট্রেনে তার নিজের বাড়ি, আলমডাঙ্গাতে নিয়ে যাওয়া হবে। আগামী রবিবারের মধ্যে ব্যাংক এবং অন্যান্য আর্থিক লেনদেন শেষ করে যত দ্রুত সম্ভব ভারতের কলিকাতাতে অবস্থিত “টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে” নিয়ে যাওয়া হবে। বাকিটা সবার সহযোগিতা, ভালোবাসা এবং সৃষ্টিকর্তার ইচ্ছা।
পাসপোর্ট ইস্যু এবং ব্যাংক এন্ডোরস্‌মেন্ট আগেই শেষ। তবে গতকাল পর্যন্ত ভিসা হয় নায়। আজকে “ব্যাক ডোর” দিয়ে হলেও ভিসা ম্যানেজ করার সর্বোচ্চ চেস্টা করা হবে। পরম করুনাময় মেহেদী বাবুকে সুস্থ করে তুলুক।

৫৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২

কালা_পিচ্চি বলেছেন: মেহেদীর শরীর খারাপের দিকে। রাতে হাত, পা এবং পিঠে প্রচন্ড ব্যাথা উঠছে। মানসিক ভাবেও বেশ দুর্বল হয়ে গেছে।
ডাক্তাররা Chemotherapy শুরু করতে চাচ্ছে। যেহেতু উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হবে তাই ঢাকাতে chemotherapy শুরু করতে আমরা ইচ্ছুক না। আবার Chemotherapy শুরু না করলে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিবে। এমতাবস্থায়, আজকে হয়ত হাসপাতাল ছেড়ে দিতে হতে পারে। সেক্ষেত্রে মেহেদীকে আজ রাতের ট্রেনে তার নিজের বাড়ি, আলমডাঙ্গাতে নিয়ে যাওয়া হবে। আগামী রবিবারের মধ্যে ব্যাংক এবং অন্যান্য আর্থিক লেনদেন শেষ করে যত দ্রুত সম্ভব ভারতের কলিকাতাতে অবস্থিত “টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে” নিয়ে যাওয়া হবে। বাকিটা সবার সহযোগিতা, ভালোবাসা এবং সৃষ্টিকর্তার ইচ্ছা।
পাসপোর্ট ইস্যু এবং ব্যাংক এন্ডোরস্‌মেন্ট আগেই শেষ। তবে গতকাল পর্যন্ত ভিসা হয় নায়। আজকে “ব্যাক ডোর” দিয়ে হলেও ভিসা ম্যানেজ করার সর্বোচ্চ চেস্টা করা হবে। পরম করুনাময় মেহেদী বাবুকে সুস্থ করে তুলুক।

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আল্লাহ সহায় হোক

৫৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

দেবাশীষ বসু বলেছেন: মেহেদি সূস্থ হয়ে ফিরে আসুক

৬০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

ভোরের সূর্য বলেছেন: আমি কিছুক্ষন আগে মেহেদীর বন্ধু শাহীনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম ভিসার ব্যাপারে। শাহীন আমাকে মেহেদীর বাবার ফোন নাম্বার দিয়েছিল কথা বলার জন্য কিন্তু দেখলাম ফোন বন্ধ। পরে আবার শাহীন কে ফোন দিলাম সে বল্লো যে মেহেদীকে লাইফ সাপোর্টে দেয়া হয়ছে মাত্র।

এই অবস্থায় আসলে খুব বেশী কিছু আশা করার নাই একমাত্র মিরাকল ছাড়া। আসুন আমরা সবাই আল্লাহ্‌র কাছে দোয়া করি যাতে মেহেদীর ক্ষেত্রে সেই মিরাকল টা ঘটে।

ভিসার দেরি হবার বিষয়ে আমি জানতাম না। আজকে শুনেই আমি শাহীন কে ফোন দিয়েছিলাম।জানিনা ভিসা হয়েছে কিনা তবে যদি মেহেদী যাবার মত সুস্থ্য হয় এবং ভিসা না হয়ে থাকে তাহলে কিছু তথ্য দিই।

মেডিকেল ভিসার জন্য ডেট পাবার দরকার নাই। শুধু মেহেদীর জন্য মেডিকেল ভিসা এবং মেহেদীর সাথে জিনি যাবেন তার জন্য মেডিকেল এ্যাটেন্ডেন্ট ভিসার ফর্ম অনলাইনে পূরন করে গুলশানে ভিসা অফিসে মেডিকেল ইমারজেন্সী ডেস্কে জমা দিতে হবে। এছাড়া টাটা মেমোরিয়ালে যোগাযোগ করে ওদের কাছে মেইলে একটা ইনভাইটেশন লেটার নিতে হবে যেখানে মেহেদীর এবং মেহেদির সাথে যিনি যাবনে তার পাসপোর্ট নাম্বার থাকবে। সেই প্রিন্ট করা কাগজ টা পাসপোর্ট এর সাথে জমা দিতে হবে তাহলেই ভিসা পেয়ে যাবেন।

@কালা পিচ্চি ভাই বলেছেন কলকাতার টাটা মেমোরিয়ালের কথা কিন্তু আসলে টাটা মেমোরিয়াল মুম্বাইতে। কলকাতায় না নিয়ে বেটার মুম্বাইতে নেয়া আর কলকাতায় নিলে
Saroj Gupta Cancer Centre & Research Institute
অথবা
এ্যাপোলো কলকাতায় নিয়ে যাওয়া ভাল

ক্যান্সার রুগীকে বেশী মুভ করা ভাল নয় তাই যদি সম্ভব হয় তাহলে ঢাকা থেকে চুয়াডাঙ্গা আবার সেখান থেকে বেনাপোল হয়ে কলকাতা না নিয়ে অন্তত পক্ষে ঢাকা থেকে কলকাতা প্লেনে নেয়া ভাল।

পরিশেষে মেহেদীর সুসাস্থ কামনা করছি।

৬১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২

রাফসান জানি নয়ন বলেছেন: অনেক অনেক দোয়া থাকল মেহেদি ভাইয়ের জন্য।

৬২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬

ইলিয়াছ রিপন বলেছেন: আমাদের সবাইকে এগিয়ে আসা দরকার

৬৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

অশান্ত পৃথিবী বলেছেন: আমাদের সবাই কে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছে মেহেদি। তার আত্মার মাগফিরাত কামনা করছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক ।

৬৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাঁকে ফিরিয়ে আনা গেলো না কিছুতেই।


মৃতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

৬৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: আবেদন সস্ত্বেও মেহেদীর জন্য কিছুই করতে পারি নি।। কাল কিন্তু আমারও একই অবস্থা হতে পারে, এটা ভেবে দেখি নি আমরা।।
আপনার বন্ধুত্ব অমলিন থকুক এই কামনায়।। সে জীবিত অথবা মৃত।।
মনের অন্তঃস্থল থেকে সমবেদনা।।

৬৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

মোঃ ইসহাক খান বলেছেন: তাঁর আত্মা শান্তিতে থাকুক।

৬৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

শায়মা বলেছেন: ইন্ডিয়ায় কোনো রোগীকেই নিয়ে যাবার মত ডিসিশন কারো আর নেওয়া উচিৎ না। কারণ আজকাল ইন্ডিয়ার ভিসা পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া একি ব্যাপার। সবাইকেই এই ব্যাপারে সচেতন হতে হবে। নো মোর ইন্ডিয়া ট্রিটমেন্ট।:(

৬৮| ২৭ শে মে, ২০১৭ সকাল ৯:০৭

মানবী বলেছেন: আপনার আজকের পোস্ট অমবাশ্যার অন্যপ্রান্ত পড়তে শুরু করে কি মনে করে ব্লগের অন্য পোস্ট দেখা শুরু করি। এই পোস্টটি দেখে থমকে গিয়েছি।
ভীষণ ভীষণ মন খারাপ হয়েছে। মেহেদী হাসানার প্রনোচ্ছল চেহারা আর তার সাথে পোস্ট করার মাত্র ৬ দিন পর তাঁর মৃত্যু সংবাদ প্রচন্ড পীড়া দায়ক! সেসময় একটি দীর্ঘ সময় ব্লগ থেকে দূরে ছিলাম বলে কোন সাহায্য করতে পারিনি, যদিও তিনি হয়তো কারো সাহায্য না নিয়েই বিদায় নিয়েছেন।

মেহেদী হাসানের আত্মার শান্তি কামনা করছি।


বন্ধুর জন্য আপনাদের এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.