নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

আয়না বন্দী!

১২ ই জুন, ২০১৫ রাত ২:২০

ঘোরগ্রস্থ হয়ে থাকাটা প্রচন্ড বিশ্রীভাবে আমাকে জ্বালাতন করে
বৃষ্টি রাতের ঘোরগ্রস্থতা নয়,
নিজেকে ক্রমশই শ্রান্ত করে দেয়াটা, থমথমে আকাশের ক্লান্ত হয়ে একদমই হঠাৎ করে ঝরে যাওয়ার মতো করে শেষ হয়ে যায়না কেন?

আয়নার ওপাশ থেকে বের হয়ে আরেকটা আয়না, তারপর আরেকটা আয়না, তারপর আরেকটা ...

আয়নাবন্দী হয়ে থাকাটা সাময়িকভাবে বেশ উপভোগ্য, রোজ ভোরে সেই দিনটাকে উপভোগ করতে পারলেই যেন আয়নার এপাশের মানুষ টা তৃপ্তি পেয়ে যাচ্ছে, কখনো এই বন্দীশালা ভেঙ্গে ফেলার ফন্দি করেনি ...

ডেকেছে কেউ কেউ সুর তুলে হয়তো ভুল সময়ে নয়তো এ বন্দীশালা ভাঙ্গার নয় বলে সুর থমকে গেছে ...

এই ঘোরগ্রস্থতার আপাত একটা সমাধান হচ্ছে হারিয়ে যাওয়া, চাব্বিশ টা বছর বুঝি লাগে নিজের সাথে সুবিচার করতে?

সময়ের অংক কষে

হয়না ... হয়না ... হয়না!

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৫ রাত ২:৫৪

কলমের কালি শেষ বলেছেন: হয়না ... হয়না ... হয়না! :(

ভাবনা বাড়িয়ে দিলো । কবিতা ভাল লেগেছে ।

১৫ ই জুন, ২০১৫ রাত ২:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই! ভাবনা জীবনের উপহার, প্রতিনিয়ত আসে ....

২| ১২ ই জুন, ২০১৫ সকাল ৮:২০

আরণ্যক রাখাল বলেছেন: ঠিকমত বুঝতে পারিনি

১৫ ই জুন, ২০১৫ রাত ২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক মতো বুঝাতে পারিনি যে .... আত্বকথন! নিজের ভেতরেই এলোমেলো বলে হয়তো! শুভেচ্ছা রইলো!

৩| ১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:২৫

অর্বাচীন পথিক বলেছেন: আয়নার ওপাশ থেকে বের হয়ে আরেকটা আয়না, তারপর আরেকটা আয়না, তারপর আরেকটা
---- কোন কিছুর অন্ত নেই :)

ভাল লাগলো

১৫ ই জুন, ২০১৫ রাত ২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অন্তহীন বলেই জীবন এতো রহস্যময়, থ্রিলিং, সুন্দর!!
বেশ তো না আপু? শুভেচ্ছা সব সময়ের!

৪| ১৩ ই জুন, ২০১৫ রাত ১২:২৬

দীপংকর চন্দ বলেছেন: ভিন্নরকম শব্দাবলীতে শ্রদ্ধা কবি।

আয়নার ওপাশ থেকে বের হয়ে আরেকটা আয়না, তারপর আরেকটা আয়না, তারপর আরেকটা ...

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৫ ই জুন, ২০১৫ রাত ২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ কবি! শুভেচ্ছা নিরন্তর ...

৫| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এটা কবিতা বা কোন অভিব্যাক্তির পঙক্তিমালা বলে মনে হয় নাই। মনে হল এটা যেন কারো হৃদয়ের গভীরে চলমান এক আত্মকথন, কেমন এক চাপা বেদনা মিশ্রিত। আয়না'র বৃত্ত ভেঙ্গে গেলেই কি অধরা ধরা দিবে?

ভালো থাকুন প্রিয় কবি, শুভকামনা রইল।

১৫ ই জুন, ২০১৫ রাত ২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ভেংগে যাক না তবে!!
শুভেচ্ছা রইলো সুপ্রিয় ব্লগার!

৬| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:১৬

হাসান মাহবুব বলেছেন: বরাবরের মতই ভালো।

১৫ ই জুন, ২০১৫ রাত ২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই! আপনারা আসেন বলেই, পড়েন বলেই লিখার দুঃসাহস করি!

৭| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩২

লাবনী আক্তার বলেছেন: ভালো লিখেছ অভি।

৮| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু! সুন্দর থাকুন

৯| ১৫ ই জুন, ২০১৫ রাত ১০:৪৬

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম । ভালো লাগলো ।

১৬ ই জুন, ২০১৫ রাত ১২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ! ভালো থাকুন :)

১০| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১:০৪

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,




....চাব্বিশ টা বছর বুঝি লাগে নিজের সাথে সুবিচার করতে ?
চব্বিশটা বছর কেন, চারশ বছরেও নিজের প্রতি সুবিচার করা হয়ে ওঠেনা ।

২০ শে জুন, ২০১৫ রাত ১১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: :( কখনোই হয়না? সবচেয়ে সফল মানুষটিও কি পারেনা ভাইয়া?

১১| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৫:০৭

মশিকুর বলেছেন:
অনেক দিন আগে একবার সেলুনে বসে ছিলাম। সামনে এবং পেছনে আয়না ছিল। আমি সামনের আয়নার রিফ্লেকশনে দেখি, "আয়নার ওপাশ থেকে বের হয়ে আরেকটা আয়না, তারপর আরেকটা আয়না, তারপর আরেকটা ... :) "

যাহোক লেখার বিষয়বস্তু কি 'অন্তহীন হতাশা বন্ধ' সম্পর্কিত?

নতুন ভোরের শুভেচ্ছা।।

২৬ শে জুন, ২০১৫ রাত ১২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: হাহহা! হ্যাঁ ভাই, তেমন কিছু একটাই ...
শুভেচ্ছা জানবেন :)

১২| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৬

এহসান সাবির বলেছেন: অনেক শুভ কামনা রইল।

চেহারাই তো ভুলে গেছি........

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: চলে আসেন একদিন , আপনারেও অনেক দিন দেখিনা :)

১৩| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:১৩

ইনকগনিটো বলেছেন: দি গ্লাস প্রিজন :)

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: হু :)
শুভেচ্ছা প্রিয় কবি

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: জীবনের ভাবনায় ভাবনাবন্দি!

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক তাই :)
শুভেচ্ছা সব সময়ের !

১৫| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কথামালা +

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ , সেলিম ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.