নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

যত ভ্রান্তি সব !

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৪



শপথ, আনমনা নদীর!
অনিরাময়যোগ্য আর অপ্রিয় অসুখ সব ভাসিয়ে দিয়ে এসেছি শুশুক এর পিঠে।
ক্লান্ত আকাশের নীলে যখন কাজল মিশেছে, তখনই কে জানি এসে চুমু খেয়ে গেলো বলে, গোধূলীর রং হয়েছে অদ্ভূত লাল!

শপথ, নিঝুম অরন্যের অন্ধ দোয়েলের!
এই যে অন্ধকারে ক্যানভাস বসিয়েছি,
চুপিচুপি সবুজ অরণ্যচারী
পাখি সব ফিরে ফিরে আসে, ওরা স্মৃতির পাখি!
সমস্ত রাতকে ওরা মরুভূমি ভেবে আমার ক্যানভাস ছেড়ে পালায় ...
যাবার বেলায় নিয়ে যায় নীলাভ জলে শায়িত শঙ্খ!

শপথ, নক্ষত্রের যত ভ্রান্তির!
হিমশীতল সুরসন্ধ্যায় ভুলে যাওয়া স্বপ্নদলের নির্মিত প্যারাডক্সে, তোমার ছবি এঁকেছি যত্ন করে!
পথ হারিয়ে, দীর্ঘাকায় মায়া - দৃশ্যের নীরবতা ভেঙ্গেছি দুর্বোধ্য তোমায় ভেবে!
তবুও মেঘে মেঘে ভ্রমণকালে জেনেছি,
মৃতদের চোখে ও গল্প থাকে, এমনি অনেক অনেক গল্পেই ওরা ঘুমিয়ে থাকে! আমি বেচেঁ থাকি, শতবর্ষ পুরোনো বৃষ্টিদগ্ধ ছাই হয়ে ...

শপথ, প্রিয়তম নীলকন্ঠীর!
জল মাতাল চোখের দৃষ্টি রেখা ধরে, একদিন তুমি মেঘ ছুয়ে দেবে ...
তারপর ও তুমি জানবেনা , যতোবার স্বপ্ন দেখেছি ঠিক ততোবার তুমি রাত্রি হয়েছিলে! যতবার স্বপ্ন ভেঙ্গেছে ততোবার তুমি নক্ষত্র হয়ে আমায় ডেকেছো!

শপথ, সহস্র বছর ধরে লালন করা সমস্ত আবেগের!
আমার বুকের ভিতরে ছিন্ন সুতোর ঘুড়ি উড়ে
ঘুড়ির গায়ে বিশটি বিকেল আঁকা !
লুকিয়ে তোমায় দেখা বিশটি বিকেল ....
আমার ঘুড়িটি আজ বিকেলে আকাশ ছুঁয়ে এসেছে,
আমি নিশ্চিত তুমি তা কোনদিন জানবেনা !

মন্তব্য ৪৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাসি পোস্ট দিয়ে আবার ব্লগ যাত্রা শুরু হলো। আশা করি আবার নিয়মিত দেখা যাবে!!!

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ফেসবুকে বাসি হইছে , ব্লগে না :)
ধন্যবাদ ভাই :)

২| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৪

স্বপ্ন সতীর্থ বলেছেন: ভালো লেগেছে

১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ স্বপ্ন- সতীর্থ !
আমার ব্লগে স্বাগতম !

৩| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৭

সুমন কর বলেছেন: ফেবুতে পড়েছিলাম। এখন আবার পড়লাম।

বেশ হয়েছে। আশা করি, ব্লগে নিয়মিত হবে।

১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুমন দা , ইনশাল্লাহ নিয়মিত হবো :)

৪| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১০

Tuhin Hasan বলেছেন: অসাধারণ হয়েছে।

১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !
আমার ব্লগে স্বাগতম :)

৫| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !

৬| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সুজন !
আমার ব্লগে স্বাগতম !

৭| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৪

কলমের কালি শেষ বলেছেন: লেখাটা ডাবল দেখাচ্ছে ।

মৌহগ্রস্থ হয়ে যেতে হয়েছে কাব্যিক ছন্দে । অসাধারণ ।

ভাল থাকবেন । :)

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা কবি !
ঠিক করে নিয়েছি :)

৮| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৬

তারছেড়া লিমন বলেছেন: শপথ, প্রিয়তম নীলকন্ঠীর!
জল মাতাল চোখের দৃষ্টি রেখা ধরে, একদিন তুমি মেঘ ছুয়ে দেবে ...
তারপর ও তুমি জানবেনা , যতোবার স্বপ্ন দেখেছি ঠিক ততোবার তুমি রাত্রি হয়েছিলে! যতবার স্বপ্ন ভেঙ্গেছে ততোবার তুমি নক্ষত্র হয়ে আমায় ডেকেছো!
'চরম বাস্তব এই পংক্তি টুকু................ আবার কবে পাব এমন লেখা?

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ লিমন ভাই !
আবার যখন কবিতায় পাবে , তখন :)

৯| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৬

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো অভি। লেখাটা দুইবার এসেছে। ঠিক করে নিও।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হামা ভাই !
ঠিক করে নিয়েছি , সাথে চোখে পড়া দুই একটা ছোট্ট টাইপো ও ।
শুভেচ্ছা সব সময়ের ।

১০| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধতা।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা দিশেহারা রাজপুত্র ।
সুন্দর থাকুন !

১১| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০১

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার কবিতা। অসাধারণ লেগেছে। শুভকামনা রইলো অনেক।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
সুন্দর থাকুন , আমার ব্লগে স্বাগতম ।

১২| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অসম্ভব রকমের ভালো হয়েছে। সুন্দর এক পরিভ্রমন করলাম।

১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জানবেন ।
সুন্দর থাকুন ।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৮

সুফিয়া বলেছেন: যতোবার স্বপ্ন দেখেছি ঠিক ততোবার তুমি রাত্রি হয়েছিলে! যতবার স্বপ্ন ভেঙ্গেছে
ততোবার তুমি নক্ষত্র হয়ে আমায় ডেকেছো!

খুব ভাল লেগেছে কথাগুলো।

ধন্যবাদ শেয়ার করার জন্য। ভাল থাকুন।

১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।
সুন্দর থাকুন !

১৪| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোবাইলে পরেছিলাম , এখন কমেন্ট করতে এলাম :D
অনেক দিন পর আপনার লিখা পরলাম । শুভ কামনা ।

১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)
সুন্দর থাকুন ।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৭

ইষ্টিকুটুম বলেছেন: অসাধারণ লিখেছেন। শেষ প্যারাটা মুগ্ধতায় ছেয়ে দিলো।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)
সুন্দর থাকুন !

১৬| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৮

লাবনী আক্তার বলেছেন: তারপর ও তুমি জানবেনা , যতোবার স্বপ্ন দেখেছি ঠিক ততোবার তুমি রাত্রি হয়েছিলে! যতবার স্বপ্ন ভেঙ্গেছে ততোবার তুমি নক্ষত্র হয়ে আমায় ডেকেছো!



চমৎকার লিখেছ অভি। একরাশ মুগ্ধতা রেখে গেলাম।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !
সুন্দর থাকুন ।

১৭| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার হইছে অভি ভাই।

নিয়মিত হবেন আশা করি।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)
আশা করি হবো :)

১৮| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৯

জুন বলেছেন: অনেকদিন পর কবিতা নিয়ে আগমন, ভালো লাগলো অনেক অভি ।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু !
সুন্দর থাকুন !

১৯| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি বেচেঁ থাকি, শতবর্ষ পুরোনো বৃষ্টিদগ্ধ ছাই হয়ে ...

দারুন !! অনেকদিন পর লেখা পেলাম । +++

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী !
সুন্দর থাকুন :)

২০| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৬

ভ্রমরের ডানা বলেছেন: কবি,
কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম। অসম্ভব সুন্দর কবিতা।

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জানবেন ভ্রমরের ডানা !
আমার ব্লগে স্বাগতম !

২১| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,



শপথ ,সহস্র বছর ধরে লালন করা সমস্ত আবেগের!
আমার বুকের ভিতরে ছিন্ন সুতোর ঘুড়ি উড়ে .....
এটুকুই যা বলার বলে গেছে কবিতায় ।

অনেক দিন পরে আবার নিঝুম অরন্যের কান্না ছলছল কথা নিয়ে এলেন ।
শুভেচ্ছান্তে ।

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া !
সুন্দর থাকুন !

২২| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩২

আমিনুর রহমান বলেছেন:



বেশ ছন্দময়। পাঠে মুগ্ধতা ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:০০

রাবেয়া রাহীম বলেছেন: শপথ, সহস্র বছর ধরে লালন করা সমস্ত আবেগের!
আমার বুকের ভিতরে ছিন্ন সুতোর ঘুড়ি উড়ে
ঘুড়ির গায়ে বিশটি বিকেল আঁকা ! [/sb

চমৎকার অনুভুতির কাব্যিক প্রকাশ । অনেক ভাল লেগেছে । অভিনন্দন কবি ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে !
আমার ব্লগে স্বাগতম!

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১০

রাবেয়া রাহীম বলেছেন: খুব ভাল কবিতা , সুন্দর লেখনি।

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.