নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

একগুচ্ছ বৃষ্টিরাত !

২১ শে আগস্ট, ২০১৫ রাত ২:৫৪


এখনো রাত নামে
এখনো আমার বুকের ভিতরে নক্ষত্রেরা লুকোচুরি খেলে, রাত নামলেই!
এখনো মাঝরাতে ধোঁয়ার দল কুন্ডুলিবেধে ঝড় তুলে আমায় ঘিরে, রাত নামলেই!
এখনো গভীর রাতে আমি হেটে বেড়াই প্রিয়তমার দুঃখকোঠর, এখনো রাত নামে!
এখনো রাতের গায়ে শূন্যতার বাশি বাজে, আমি শুনতে পাই সে সুর, অদ্ভূত মায়াবী বিষাদ বাজে সে সুরে, ক্লান্ত আকাশ থমকে থাকে অন্ধকারে আধঝুলা হয়ে, এখনো রাত নামে ...
এখনো রাতের গায়ে মাতাল ঝড় উঠে, সবুজেরা আতঙ্কিত হয়ে রাতের কাছে নত হয়ে থাকে, এখনো রাত চোখে ভোর করে নগরীর সব চোখে ... এখনো রাতে চোখ ভিজে, এখনো রাতে হাসিমুখে ঝংকার উঠে, এখনো রাতে গানে গানে মেতে উঠা হয়, এখনো রাতে অভিলাষী স্বপ্ন দেখা হয়!
এখন রাত তাই,
আমি এখনো বেচেঁ আছি!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


বৃষ্টির শব্দে যে ছন্দ থাকে, ওটার গোড়াপত্তন হয় অন্য কোন গ্রহের গভীর অরণ্যে ... পতিত হবার বেলায় মোড়ে মোড়ে নান্দনিক সব সুরের মুর্ছনা গায়ে মেখে নেয়, আমাদের পৃথিবীতে যখন এসে পৌঁছে তখন পৃথিবীর বুকে তৃষ্ণা জাগে, ক্লান্ত পৃথিবী তৃষ্ণা মেটাতে গিয়ে বেমালুম ভুলে যায় বৃষ্টিপাতের আদি রহস্য! বেমালুম ভুলে যায় এ জলে কান্না মেশানো থাকে, গলার গোড়ালী অব্দি ভিজিয়ে সুখের টানেল খুজেঁ পাওয়া যায়!
পৃথিবীর বুকে বিচরণ করা, রহস্য পাগল মানুষ সব জানেইনা এ ছন্দের নেশাতেও রহস্যের গন্ধ মাখা আছে, কখনো বুঝতে চায়নি স্বয়ং আফ্রোদিতিকে মুগ্ধ করে পৃথিবীর লাইসেন্স পাওয়া অমোঘ এই বৃষ্টিধারা কাদের জন্য পতিত হয়!

এ পতন থমকে থাকেনা, দ্বিধাগ্রস্থ থাকেনা, শ্রান্ত হয়ে পড়েনা, ওরা মাতাল!

আধাঁর বেধ করে, বিষাক্ত সব দুঃখ ছুঁয়ে দিয়ে বৃষ্টিরা যখন আসে ,
তখন আমি ঝুল বারান্দায় পা ঝুলিয়ে হাত বাড়িয়ে দেই, পৃথিবীর ইতিহাসের সমস্ত দুঃখ আমি ধারণ্ করতে চাই, আমি চাই আধাঁর হয়ে যেতে ... আদতে আমি চাই বৃষ্টি হতে!

আমি বৃষ্টি হতে চাই কারণ তোমার বাড়ির সামনে যে শিমুলগাছ আছে, ওটাকে শুদ্ধস্নান করাতে ... শুদ্ধস্বরের গান শুনিয়ে দিয়ে আসতে, ঐ গাছেই নাকি তোমার সব দুঃখ রাখা? ঐ গাছই নাকি তোমার সব কষ্টের নীরব শ্রোতা? আমি সব ধুয়ে দিতে চাই বলেই, আমি বৃষ্টি হতে চাই!


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

এই বিষাক্ত নগরীর রাজপথ গুলো আজকাল কুঁকড়ে থাকে, আমি হাঁটি ... মাঝে মাঝে হাটতে হাটতে হঠাৎ করেই থমকে গিয়ে হেসে ফেলি .. ভাবি এই তো তুমি!

রাজপথের বুকের উপর দিয়ে উড়ে যাওয়া পাখিসব আমার হাসি দেখে ডানা ঝাপটায়, ষষ্ট ইন্দ্রিয় প্রখরতম বলেই কিনা পাখিরা নাকি বুঝতে পারে এই হাসিতে বিষাদের জলচাপ আঁকা আছে!
তারপর আবার যখন পথচলা শুরু করি, একঝাক শব্দ আমার গলায় এসে আটকে থাকে, মদ খেয়ে বমি করে দিতে ইচ্ছে করে, কথাগুলো সব নীল হয়ে উড়ে যায়না কেন? পাখিদের ডানা ঝাপটানো দেখে আমার মায়া হয়, আমি গিলে ফেলি কথাসব! কথাগুলো আমার থাকুক, আকাশের না হোক ...

কি অদ্ভুত বোকা আমি, ভেবেছিলাম এইতো তুমি ... হাসতে হাসতে গড়াগড়ি দেয়া ঐ রুদ্দুর মেয়েটাই বুঝি তুমি, এমন ঝলমলে প্রাণ তো তোমার একান্ত অধিকার! বোকা আমি আরেকবার হেসে ফেলি, ও তুমি নও, ও তুমি হতেই পারোনা! তুমি তো আমার নাকের ডগায় হাসো, দূরের তুমি মৃত তুমি ... তোমাকে লাশ ভেবে আমি আরেকবার দাড়িয়ে যাই মেঘের মধ্যখানে!

তারপর ও স্বার্থপর আমি পথচলাকে নিষিদ্ধ ঘোষণা করিনা, অথচ শ্রাবণের বিকেলে কথা ছিলো আমি ঠিক নির্বাসনে যাবো, এ রাজপথের ছায়া মাড়াবোনা! আমি পারিনা, কথা রাখতে ... আমি স্বার্থপর! আমি রাজপথে ভ্রান্তি ছড়াই, আমি স্বার্থপর!

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২০

ফুলফোটে বলেছেন: অনেক সুন্দর লিখনি..ধন্যবাদ

২১ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জানবেন , আমার ব্লগে স্বাগতম !

২| ২১ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:১১

ফুলফোটে বলেছেন: আপনাকেও

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: :)

৩| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৩

বৃতি বলেছেন: চমৎকার কথাগুচ্ছ, অভি :) অনেকদিন পর আপনার লিখা পড়লাম মনে হচ্ছে।

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: পোস্টে আসার জন্য আর পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু !

৪| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৬

লেখোয়াড়. বলেছেন:
অভি অনেকদিন পর আপনার লেখা।
ভাললাগা জানিয়ে গেলাম।

পরে কথা হবে।

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ! সুন্দর থাকুন !

৫| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,



দারুন লিখেছেন ।
রাত..... বৃষ্টি ......আর বিষাক্ত নগরীর কথা বলেছেন । এই অন্ধকার রাত , দৃষ্টি ঝাপসা করে দেয়া বৃষ্টি আর নগরীর বিষাক্ত বাতাস
সবই আসলে স্বার্থপর ।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলেই।
অনেক ধন্যবাদ ভাইয়া :)
সুন্দর থাকুন !

৬| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: নিয়মিত হচ্ছো বলে, ভালো লাগল।

শেষ দু'টো বেশ লাগল।

ভালো লাগা রইলো।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দাদা !
সাথে থাকেন সব সময় ভালো লাগে ।

৭| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আধাঁর বেধ করে, বিষাক্ত সব দুঃখ ছুঁয়ে দিয়ে বৃষ্টিরা যখন আসে ,
তখন আমি ঝুল বারান্দায় পা ঝুলিয়ে হাত বাড়িয়ে দেই, পৃথিবীর ইতিহাসের সমস্ত দুঃখ আমি ধারণ্ করতে চাই, আমি চাই আধাঁর হয়ে যেতে ... আদতে আমি চাই বৃষ্টি হতে!

বেশ লিখেছেন অভি ।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !
ভালো থাকুন , সুন্দর থাকুন !

৮| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অসম্ভব ভালোলাগা আর সাথে ঘোর লাগা মুগ্ধতা। ++++++++++++

এখনো রাত নামে, কিন্তু কারো কারো চোখে ঘুম নামে না। নিদ্রাহীন রাতে নিউরনে ঝড় কখনো থামে না।

অনেক ভালো হয়েছে লেখাটি অভি, আরও বেশী বেশী এমন চমৎকার লেখা চাই।

ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইল।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ :)
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা !

৯| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১২

আমিনুর রহমান বলেছেন:


তোর আগে গদ্য কবিতাগুলো সবসময় ধরতে পারতাম না। কিন্তু এবারের গদ্যগুলো প্রতিটি লাইনই যেনো স্পষ্ট বুঝতে পারছি। আবেগগুলো অনুভবও করতে পারছি ...


বরাবরের মতো অসাধারণ ।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আমিন ভাই !
আর কি বলবো , থাক আর কিছু না বলি :)

১০| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৭

অর্বাচীন পথিক বলেছেন: এত ইনিক লেখা লেখেন কেমন করে অভি ভাই ?
সত্যি জবাব নেই !!!

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা জানবেন অর্বাচীন পথিক !

১১| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪০

জুন বলেছেন: ভাললাগা কবিতায়
+

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু ।
সুন্দর থাকুন :)

১২| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ।
ভালো থাকুন ।

১৩| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০১

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ ভাল লেগেছে । যেন সবকিছু বৃষ্টি ছোঁয়ে গিয়েছে । ++

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন !

১৪| ২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

প্রবাসী পাঠক বলেছেন: এত বিষাদের ছোঁয়া কেন লেখায় ভাই?

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: রাতে বিষাদ পান করেছিলাম তাই ভাই :)
দোয়া করবেন , যেভাবে সাথে আছেন এভাবেই থাইকেন :)

১৫| ২৮ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:৪৮

রাসেলহাসান বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভালো লেগেছে খুব। :)

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রাসেলহাসান। সুন্দর থাকুন

১৬| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮

কাবিল বলেছেন: অনেক অনেক ভাল লাগলো।

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ !

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৭

রেজওয়ান তানিম বলেছেন: ভালো লাগা রইল

জব কেমন চলছে ?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ তানিম ভাই , চলছে একরকম :)

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: বেশ সুন্দর কথামালা। পড়তে পড়তেই যেন দৃশ্যপটে ঘুরে এলাম!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে , আমার ব্লগে স্বাগতম :)

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৬

আমি তুমি আমরা বলেছেন: ব্লগে দেখি আপনার চার বছর হয়ে গেল। অভিনন্দন :)

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিও খেয়াল করিনি , অনেক লম্বা সময় বটে !! কতো কি হলো এর ভিতরে :)
ধন্যবাদ আপনাকে :)

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৭

উদাস কিশোর বলেছেন: নতুন করে বলবার কিছু নেই........।
অসাধারণ....

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর !

২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৭

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর লেখা। ভাল লাগলো।

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মহান অতন্দ্র !

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৩

রিপি বলেছেন: অনেক ভাল লাগলো। শুভেচ্ছা আপনাকে।

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ। সুন্দর থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.