নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

আমি বরং নৈঃশব্দে হারাই ..

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩

চার বছর ! চার চারটে বছর নাকি পার হয়ে গেছে ? বছর পূর্তির জন্য আগে এক দিন দুই দিন করে দিন গুনতাম , পোষ্ট তৈরী করাই থাকতো । অনিয়মিত হবার অভিশাপে এবার খেয়াল ই করিনি , চারটি বছর পার হয়ে গেলো , গতো চার বছরে আমার জীবনে কতো সুবিশাল পরিবর্তন , প্রভাব এসেছে তা কেবল আমি জানি ! সামহোয়্যার ইন দীর্ঘজিবী হোক , আবার একদিন নিয়মিত হবো এই আশাবাদ ব্যাক্ত করে নৈঃশব্দের কবিতা নিয়ে এসেছিলাম সেটাতে যাই !

নৈঃশব্দের অন্তরালে হলুদ প্রজাপতিদের ক্লান্তিছায়ায় যেদিন হাটি...

দিগন্তে শূন্যতাকে ভাসিয়ে,
ভ্রান্ত অন্ধকারে এক আকাশ মেঘ ছড়িয়ে দিয়ে,
হেমন্ত আর বসন্ত একাকার করে,
পৃথিবীর হিসেব নিকেশ এলোমেলো করে দিয়ে আমি হেটে বেড়াই!

পথজুড়ে বিষন্ন কাকতাড়ুয়া আর লক্ষীপ্যাচা সব আগুন জ্বেলে বসে থাকে চোখের কোঠরে, নৈশব্দিক সংবিধান এর ধারা উপধারায় নিশ্চুপ নীরবতায় প্রতিবাদ করে চোখের আগুনে ...
ওরা চাইলেই বলে দিতে পারতো, তোমাদের কোন অধিকার নেই এই পথে হাঁটার, এ পথজুড়ে থাকবে কেবল শঙ্খচিল আর মায়াহরিণের দল ...
তোমরা যারা শ্রান্ত করো মায়ার খেলায় তারা অভিশপ্ত, এই ভয়ানক কোমল অন্ধকার তোমাদের জন্য নয়!
আমার চোখে চোখ রেখে ঠিক বলে দিয়েছে ওরা ...

লজ্জ্বা আর অনুশোচনাবোধ এর মিথ্যে ছায়ায় আমি মাথা নিচু করে চোখ ভেজাই কেবল, কক্ষপথ ফিরে পাবার চেষ্টায় অনুভব করি একজোড়া ডানা থাকতো যদি উড়ে উড়ে চলে যেতাম ছায়াপথে!
আকাশচুরি করে বলে দিতাম, এতোটা বিশালতা ধারণ করতে পারিনা বলেই ব্যার্থ ...
এতোটা বিশালতা অনুভব করতে পারিনা বলেই ভ্রান্তিতে বিষাদ পান করি!
এতোটা বিশালতা ছুয়ে দেখিনি বলেই, ভালোবাসা বুঝিনা!
আমি বরং নৈঃশব্দে হারাই ..

মন্তব্য ৭২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫

আমিনুর রহমান বলেছেন:


প্রথম লাইক আমার দেখি কমেন্টও হয় কিনা :)

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আমারে এখন কেউ চিনেনা !
প্রথম হওয়া সহজ :)

২| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৮

আমিনুর রহমান বলেছেন:


তুইও তাইলে বুইড়া ব্লগার হয়ে গেলি :P
বর্ষপুর্তি'র শুভেচ্ছা।
এই উপলক্ষ্যে কি পার্টি দিবি ;) !:#P

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি তিন বছর আগে ফেরত যেতে চাই , ব্যাবস্থা করেন :)
তাইলে ট্রিট আছে !

৩| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১০

আমিনুর রহমান বলেছেন:



স্বপ্নবাজ অভিকে কেউ চিনে কথাটা পুরাই ভুল আসলে স্বপ্নবাজ অভি'র মতো একজন ব্লগারকে পোষ্টে নতুনরা হয়ত সাহস পায় ঢুকতে এই ভয়ে কি কমেন্ট করবে !!

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: লুল !

৪| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২০

আমিনুর রহমান বলেছেন:


স্বপ্নবাজ অভিকে কেউ চিনে না কথাটা পুরাই ভুল আসলে স্বপ্নবাজ অভি'র মতো একজন ব্লগারকে পোষ্টে নতুনরা হয়ত সাহস পায় না ঢুকতে এই ভয়ে কি কমেন্ট করবে !! - দুইটা না মিস হয়ে গেছাল ...


তিন বছর আগে যেমন ছিলি ! যে পোষ্টে কমেন্ট নাই সে পোষ্ট কমেন্ট আছে মামুন রশিদ, স্বপ্নবাজ অভি, কাল্পনিক ভালোবাসা, কান্ডারি অথর্ব, একজন আরমান অথবা আমিনুর রহমান সহ সবার কিংবা মিনিমাম এখান থেকে ৩ জনের

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সেটাও ইস্যু না , এই তিন বছরে জীবন যেভাবে চলেছে সেটা ঠিক কিনা জানিনা। ইমোশনাল এটাচমেন্ট টাও প্রচন্ড , টাইম লাইন দিয়ে তিন বছর আগে গেলে বদলে দিতাম কিছু ধ্রুবক :)
যাদের নাম বলেছেন তারা তো আছেই , জড়িয়ে গেছে জীবনের সাথে ! কমেন্টে কি আসে যায় :)

৫| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৮

আবু শাকিল বলেছেন:  বর্ষপুর্তি'র শুভেচ্ছা ভাই :)

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)

৬| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন স্বপ্নবাজ অভি। বর্তমান সময়ের প্রেক্ষিতে ব্লগে চার বছর কাটিয়ে ফেলা একটি দীর্ঘ প্রচেষ্টা, ভালোবাসা এবং অধ্যবসায়ের ফসল। নতুন ব্লগারদের কাছে যে কয়টি নাম অনুসরনীয় প্রেক্ষাপট থেকে উদহারন হতে পারে তার মধ্যে স্বপ্নবাজ অভি একটি।

লেখা নিয়ে নতুন কিছু বলার নেই, 'একঘেয়ে' চমৎকার এবং উপভোগ্য।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাইয়া !
একইসাথেই একঘেয়ে চমৎকার আর উপভোগ্য লিখা লিখতে পারাটাও একটা ব্যাপার মনে হয় , একঘেয়েমি টা বারবার ফিরে আসে যে !

৭| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: বর্ষপুর্তি'র শুভেচ্ছা , অভিনন্দন , ভালবাসা ।
আপনাকে আমরা সবাই মিস করি । সময় করে আবার নিয়মিত হবেন - এই আশায় রইলাম ।
আগের মতই চমৎকার কবিতা ।
ভাল থাকবেন ভাই ।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাল্লাহ ভাই :)
সাথে থাকার কৃতজ্ঞতা জানবেন !

৮| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
স্বপ্নবাজ অভির নেই নৈঃশব্দ আবার শুনতে পেয়ে ভালো লাগলো ! একজোড়া ডানা থাকলে চেষ্টা করতেম এই বিশালতা ছুঁয়ে সকল ভ্রান্তির অন্তরালে লিখে দিতে-- ব্যার্থ নই ! অনেক অনেক শুভ কামনা রইলো।

কোথায় কত বছর পার হয়ে গেলো। হিসেব করি নে। চলছি ...

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আমিও চলছি , চলা যাতে না থামে !
শুভেচ্ছা সব সময়ের !

৯| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

কলমের কালি শেষ বলেছেন: এক হালির অনেক অনেক শুভেচ্ছা । আপনার ব্লগ বাড়ির দীর্ঘ জীবন কামনা করছি । :)

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)
শুভেচ্ছা রইলো

১০| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

সুমন কর বলেছেন: ৪র্থ বর্ষপুর্তি'র অনেক অনেক শুভেচ্ছা রইলো..... !:#P !:#P

কেমন আছো?

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: এইতো দাদা আছি :)
শুভেচ্ছা জানবেন !

১১| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বর্ষপূর্তির অভিনন্দন নিন... স্বপ্নবাজ অভি :)

কবিরা অভিমান করতেই পারেন.... কিন্তু
নৈঃশব্দে হারাবেন না... :)


//আকাশচুরি করে বলে দিতাম, এতোটা বিশালতা ধারণ করতে পারিনা বলেই ব্যার্থ ...
এতোটা বিশালতা অনুভব করতে পারিনা বলেই ভ্রান্তিতে বিষাদ পান করি!
এতোটা বিশালতা ছুয়ে দেখিনি বলেই, ভালোবাসা বুঝিনা!
আমি বরং নৈঃশব্দে হারাই .. //

-সেইরাম কবিতায় অভিরাম ভালোলাগা....

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: :) মইনুল ভাই কেমন আছেন ?
হারাবোনা তো

১২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১০

ঢাকাবাসী বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

১৩| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯

তারছেড়া লিমন বলেছেন: শংকর েমাড়ের চা, ডালপুরী,আর বিড়ি এখনও মিছায়.................আবার বুড়োরা ফিরে আসুক আবার জম্পেশ আড্ডা দিব........... সেই দিন কি আর ফিরে পাব!!!

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ইনশাল্লাহ :)

১৪| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২

সাহসী সন্তান বলেছেন: ব্লগে চার বছর পূর্তি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন!

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

১৫| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: চারবছর পূর্তিতে অভিনন্দন আর শুভেচ্ছা ।নিরন্তর শুভকামনা ।হ্যাপি ব্লগিং ।

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যাপি ব্লগিং সেলিম ভাই :)

১৬| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫

ক্যান্সারযোদ্ধা বলেছেন: আপনার চারটে বছর আর আমার চারটে দিন সবে পাড়ি দেয়া হয়েছে..

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: দেখতে দেখতে যুগ পার হয়ে যাক :)
শুভেচ্ছা জানবেন !

১৭| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

মামুন রশিদ বলেছেন: স্বপ্নবাজ হয়েই থাকুন, স্বপ্নটাকে কখনো হারিয়ে ফেলবেন না। সময়ের সারথী হয়ে উঠুন স্বপ্নের সিড়ি বেয়ে।

শুভেচ্ছা সতত।

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই :)

১৮| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২

কামরুন নাহার বীথি বলেছেন:
অভিনন্দন স্বপ্নবাজ অভি ভাই !
চার বছর পূর্তি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন!!!

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু :)
শুভেচ্ছা জানবেন !

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ অভি ,



নৈঃশব্দ নিয়েই দিন পার হয় । দিন যায় ,দিন আসে । হারিয়ে যায় বছরের জঠরে ।
আবার সূর্য্য ওঠে নতুন বছরের , প্রথম সূর্য্য । নিঃশব্দেই ছড়িয়ে যায় তার আলো । তেমনি আরো হাযারটা সূর্য্য উঠুক আপনার বিশাল আকাশে । আবার হারিয়ে গিয়ে নতুন করে , বারে বারে ...... যাতে তার স্পর্শে ধীরে ধীরে নিঃশব্দতা ১০৪ ডিগ্রী জ্বর নিয়ে
ফেঁটে পড়ে স্বশব্দে ।

বর্ষপূর্তি বয়ে যাক পঞ্চম বছরে ।

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া !

২০| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫

বাংলার হাসান বলেছেন: বাহ বেশ তো

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ

২১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
বর্ষফূর্তির শুভেচ্ছা ।

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

২২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
লজ্জা আর অনুশোচনাবোধের মিথ্যে ছায়ায় আমি মাথা নীচু করে চোখ ভেজাই কেবল, কক্ষপথ ফিরে পাবার চেষ্টায় অনুভব করি একজোড়া ডানা থাকতো যদি উড়ে উড়ে চলে যেতাম ছায়াপথে!
আকাশ চুরি করে বলে দিতাম, এতোটা বিশালতা ধারণ করতে পারি না বলেই ব্যর্থ ...
এতোটা বিশালতা অনুভব করতে পারি না বলেই ভ্রান্তিতে বিষাদ পান করি!
এতোটা বিশালতা ছুঁয়ে দেখি নি বলেই, ভালোবাসা বুঝি না!
আমি বরং নৈঃশব্দ্যে হারাই ..


কমেন্টের উত্তরগুলো পড়ে আপনার ইমোশনটা ধরতে পারলাম। আর সেজন্যই মনে হলো বিগত দিনগুলোতে জমা হওয়া অনেক অভিমান আর ক্ষোভ ঝরে পড়েছে লাস্ট স্টেনজায়।
ব্লগ বা ফেইসবুক, ফর দ্যট ম্যাটার যে-কোনো মাধ্যমই শুধু সময়কে ধারণ ও প্রকাশ করে। আজ থেকে ৮-১০ বছর আগের ব্লগারদের এখন আমরা চিনবো না, বা মনেই রাখি নি তাদের। পুরোনো কেউ উঠে এলে শুধু পুরোনোরাই তাদের চিনবেন; নতুনদের সাথে তাঁকে একেবারে নতুনের মতোই আচরণ করা ছাড়া তেমন ভালো পথ দেখি না।

গত ১০ বছরের ব্লগারদের ব্লগে উপস্থিতির পরিমাণ বিশ্লেষণ করলে দেখা যাবে, যে-কোনো নতুন ব্লগারই খুব আগ্রহ আর উত্তেজনা নিয়ে ব্লগিং শুরু করেন; একটা সময় পরে তিনি একঘেঁয়েমিতে আক্রান্ত হোন। এটা ফেইসবুকের ক্ষেত্রেও প্রযোজ্য।

চিরকালই ‘বর্তমানটা’ খুব অস্থির। এজন্য কোথায় আমাদের প্রকৃত সুখ অনেক সময় তা স্থির করতে পারি না; এটা স্থির করা দুরূহও।

‘আমারে এখন কেউ চিনে না’- এটা পুরোনো সব ব্লগারের জন্যই খাঁটে, যারা ব্লগে অনিয়মিত হয়ে গেছেন। ব্লগ বা ফেইসবুকে নিয়মিত থাকতে পারার চেয়ে অনিয়মিত হতে পারাই আমার কাছে অধিক স্বস্তিদায়ক মনে হয়। পরিবার ও কর্মক্ষেত্রে মনোযোগ নষ্ট হয়। ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য আপনার কিছু পারসোনাল স্টাডির দরকার আছে, সেটাতেও ব্যাঘাত ঘটে। তবে সবদিক ব্যালেন্স করে ব্লগিং করতে পারাটাই হলো সবচেয়ে বেশি আনন্দের।

লেখা ভালো লাগলো।

৪ বছর পূর্তিতে শুভেচ্ছা ও আভিনন্দন প্রিয় অভি ভাই।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ! আপনার কমেন্ট এর রিপ্লাই টা জরুরী মনে করে স্কিপ করেই রিপ্লাই দিচ্ছি !
কবিতার লাইনের আবেগ গুলো ব্যাক্তিগত , আর ব্লগ যেহেতু আমার জীবনের সাথে জড়িয়ে গেছে , বাস্তব জীবনের অনেক মানুষ ব্লগ থেকে পেয়েছি , সেখানে একটা কানেকশান থাকতে পারে ।

আর অনিয়মিত ব্লগারদের ব্যাপারে যা বললেন তাঁর সাথে আমি তীব্রভাবে একমত , এটা নিয়ে আমার বিন্দুমাত্র অভিমান কিংবা ভাবনাও নেই , যাষ্ট বাস্তবতা উপলদ্ধি করে মজা করেই আমিনুর ভাইকে উত্তর দিয়েছি ।
চার বছরের ব্লগিং লাইফে এটা অন্তত জানা গেছে যে ব্লগে ইন্ট্যারেকশান কিংবা পারস্পরিক মত বিনিময় কতোটা জরুরী , নিয়মিত থাকার সময় অনিয়মিতদের এসে ব্লগ আর আগের মতো নেই , কমেন্ট পাওয়া যায়না এই বক্তব্যের বিরোধী পক্ষে ছিলাম , এখনো আমার একই অবস্থান রয়েছে ভাইয়া :) ব্লগ অবশ্যোই আগের মতো আছে !

কেউ চিনেনা , এটা নিয়ে আমার আফসোস নেই :) আমি চাইলেই সবাই আমাকে চিনবে , আবার আপনার সাথে একমত সব দিক ব্যালান্স করে ব্লগিং চালিয়ে যাওয়াটাই বেটার , সে চেষ্টাই করছি আপাতত !

সব সময় সাথে থাকার কৃতজ্ঞতা জানবেন !

২৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:০২

প্রবাসী পাঠক বলেছেন: চতুর্থ বর্ষ পূর্তির শুভেচ্ছা জানবেন অভি ভাই।

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)

২৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৯

ডি মুন বলেছেন: তোমরা যারা শ্রান্ত করো মায়ার খেলায় তারা অভিশপ্ত, এই ভয়ানক কোমল অন্ধকার তোমাদের জন্য নয়!

--- খুব সুন্দর লাগল এই লাইনটা। আর শেষের চারটা লাইন তো অসাধারণ।

আপনার কবিতায় থমথমে নির্জনতা থাকে, কোলাহলের মধ্যে কেমন হঠাৎ চুপ করে বসে পড়ার মত। ভালো লাগে।

সামুতে গ্রাজুয়েট হওয়ার জন্যে অভিনন্দন। :)
অনেক অনেক ভালো থাকেন অভি ভাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই, ডাবল ধন্যবাদ হবে আসলে !

২৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩০

হামিদ আহসান বলেছেন: ৪ বছর পূর্তিতে শুভেচ্ছা ও আভিনন্দন.......ভাল থাকুন ..।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ , আপনিও ভালো থাকুন !

২৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ব্লগে ৪র্থ জন্মবার্ষিকীর অযুত শুভেচ্ছা রইলো ভাই। ভালো থাকবেন। :)

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৭

জুন বলেছেন: লজ্জ্বা আর অনুশোচনাবোধ এর মিথ্যে ছায়ায় আমি মাথা নিচু করে চোখ ভেজাই কেবল, কক্ষপথ ফিরে পাবার চেষ্টায় অনুভব করি একজোড়া ডানা থাকতো যদি উড়ে উড়ে চলে যেতাম ছায়াপথে!
অনেক অনেক বাস্তব সম্মত আক্ষেপ স্বপ্নবাজ অভি , অনেক ভালোলাগা ।
+
ব্লগ বা ফেইসবুকে নিয়মিত থাকতে পারার চেয়ে অনিয়মিত হতে পারাই আমার কাছে অধিক স্বস্তিদায়ক মনে হয়। পরিবার ও @সোনাবীজ কর্মক্ষেত্রে মনোযোগ নষ্ট হয়। ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য আপনার কিছু পারসোনাল স্টাডির দরকার আছে, সেটাতেও ব্যাঘাত ঘটে। তবে সবদিক ব্যালেন্স করে ব্লগিং করতে পারাটাই হলো সবচেয়ে বেশি আনন্দের।
আপনার সাথে তীব্রভাবে সহমত জানাই ছাই ভাই তবে অনেক সময় কারো প্ররোচনাতেও বা অসম প্রতিযোগীতাতেও আপনার যেটুকু মেধা আছে তার বিকাশেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বা করে ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু , আপনার সাথে এবং সোনাবীজ ভাই দুজনের সাথেই সহমত !

২৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২২

ইউসুফ আলী রিংকূ বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা অভি ভাই :)

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)

২৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা। কবিতায় অনেক ভালো লাগা রইলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হামা ভাই !

৩০| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০

নেক্সাস বলেছেন: হেমন্ত আর বসন্ত একাকার করে,
পৃথিবীর হিসেব নিকেশ এলোমেলো করে দিয়ে আমি হেটে বেড়াই!



কথাগুলো অনেক টানছে

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই !

৩১| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯

বর্ণিল হিমু বলেছেন: কি শোনাইলা ভাই....... ঘোরের মধ্যে পরলাম, চোখে যে জল এসে গেলো.......!

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: দুঃখিত ভাই :)

৩২| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩

কাবিল বলেছেন: ৪র্থ বর্ষপুর্তি'র অনেক অনেক শুভেচ্ছা রইলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ !

৩৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৯

পার্থ তালুকদার বলেছেন: চার চারটে বছর তো কমই হলো। অাপনার পথ অারো সুদীর্ঘ হোক ।
কবিতা বেশ লাগলো ।
শুভকামনা জানবেন ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)

৩৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

আলম দীপ্র বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা । :D

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দীপ্র !

৩৫| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

রুদ্র জাহেদ বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
বলেছেন:
লজ্জা আর অনুশোচনাবোধের
মিথ্যে ছায়ায় আমি মাথা নীচু করে
চোখ ভেজাই কেবল, কক্ষপথ
ফিরে পাবার চেষ্টায় অনুভব করি একজোড়া ডানা
থাকতো যদি উড়ে উড়ে চলে যেতাম ছায়াপথে!
আকাশ চুরি করে বলে দিতাম, এতোটা বিশালতা ধারণ
করতে পারি না বলেই ব্যর্থ ...
এতোটা বিশালতা অনুভব করতে পারি না বলেই
ভ্রান্তিতে বিষাদ পান করি!
এতোটা বিশালতা ছুঁয়ে দেখি নি বলেই, ভালোবাসা বুঝি
না!
আমি বরং নৈঃশব্দ্যে হারাই ..

কমেন্টের উত্তরগুলো পড়ে আপনার ইমোশনটা
ধরতে পারলাম। আর সেজন্যই মনে হলো বিগত
দিনগুলোতে জমা হওয়া অনেক অভিমান আর ক্ষোভ
ঝরে পড়েছে লাস্ট স্টেনজায়।
ব্লগ বা ফেইসবুক, ফর দ্যট ম্যাটার যে-কোনো
মাধ্যমই শুধু সময়কে ধারণ ও প্রকাশ করে। আজ
থেকে ৮-১০ বছর আগের ব্লগারদের এখন আমরা
চিনবো না, বা মনেই রাখি নি তাদের। পুরোনো
কেউ উঠে এলে শুধু পুরোনোরাই তাদের
চিনবেন; নতুনদের সাথে তাঁকে একেবারে
নতুনের মতোই আচরণ করা ছাড়া তেমন ভালো পথ
দেখি না।

গত ১০ বছরের ব্লগারদের ব্লগে উপস্থিতির পরিমাণ
বিশ্লেষণ করলে দেখা যাবে, যে-কোনো নতুন
ব্লগারই খুব আগ্রহ আর উত্তেজনা নিয়ে ব্লগিং শুরু
করেন; একটা সময় পরে তিনি একঘেঁয়েমিতে
আক্রান্ত হোন। এটা ফেইসবুকের ক্ষেত্রেও
প্রযোজ্য।

চিরকালই ‘বর্তমানটা’ খুব অস্থির। এজন্য কোথায়
আমাদের প্রকৃত সুখ অনেক সময় তা স্থির করতে
পারি না; এটা স্থির করা দুরূহও।

‘আমারে এখন কেউ চিনে না’- এটা পুরোনো সব
ব্লগারের জন্যই খাঁটে, যারা ব্লগে অনিয়মিত হয়ে
গেছেন। ব্লগ বা ফেইসবুকে নিয়মিত থাকতে পারার
চেয়ে অনিয়মিত হতে পারাই আমার কাছে অধিক
স্বস্তিদায়ক মনে হয়। পরিবার ও কর্মক্ষেত্রে
মনোযোগ নষ্ট হয়। ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য
আপনার কিছু পারসোনাল স্টাডির দরকার আছে,
সেটাতেও ব্যাঘাত ঘটে। তবে সবদিক ব্যালেন্স
করে ব্লগিং করতে পারাটাই হলো সবচেয়ে বেশি
আনন্দের।

লেখা ভালো লাগলো।
৪ বছর পূর্তিতে শুভেচ্ছা ও আভিনন্দন প্রিয় অভি ভাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই !

৩৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রথমেই চতুর্থ বর্ষপূর্তির শুভেচ্ছা।

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কবিরা অভিমান করতেই পারেন.... কিন্তু নৈঃশব্দে হারাবেন না... :) সহমত।

আমরা অনেকেই কিন্তু অভিমান করে বলতে পার, স্বপ্নবাজ অভি'কে আমরা মিস করি, কিন্তু ব্লগে নিয়মিত পাই না। তাই না? :-P

শেষে বলি, ভালো থাকুন সবসময়, অনেক অনেক ভাল, প্রতিদিন প্রতিক্ষণ। অনেক অনেক শুভকামনা আগত দিনগুলোতে।

দেরী করে শুভেচ্ছা জানাতে হল, আন্তরিকভাবে দুঃখিত। মাসখানেক অনিয়মিত ছিলাম ব্লগে। :) আপনি জানেন কিনা জানি না ভ্রাতা, বোকা মানুষের প্রথম ব্লগীয় বন্ধু (একান্ত আমার ব্যক্তিগত অনুভূতি)।

অটঃ রন্তু আপনাকে খোঁজ করেছে ;)

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: রন্তুকে বইলেন , আমিও রন্তুকে মিস করি , একদিন এসে সময় করে রন্তুর সাথে রাজ্যের সব গল্প করবো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.