নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

তুমি ঐকান্তিক।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮



একটা দৃশ্যকল্প চোখের সামনে ভেসে উঠে , যেন এক আকাশ মেঘ , মেঘ ছুঁয়ে ফুল ঝড়ে ...
মেঘ ছুঁয়ে নিঃশ্বাস কুড়াই ...
পুস্পবতীর চোখে কাজল হাসে , দৃষ্টিপথে ভ্রান্তির অলীক হাওয়া হাসে ।
কল্পনায় একটা লাল রঙের টিপ এঁকে দেই , তারপর হয়ে যায় প্রজাপতি ।
প্রজাপতির ডানায় অলৌকিক অন্ধকার , ছুঁতে গেলেই মনে হয় অচেনা ...
অথচ আঁধারের কোলে গোলাপ ফোটে ...
হলুদ রঙের বসন্তে লাল গোলাপ ।

ভাবি , তুমি যদি নীল প্রজাপতি হয়ে যাও কেমন লাগবে ?
অজস্র মেঘফুলে যদি জ্যোৎস্না বিলাস হয় , কপালে যদি রক্তলাল গোলাপ ফোটে ?
যদি , হেসে উঠে কাজলদানি ?

শুভ্র
রঙ্গিন
ক্লান্ত
নিঝুম
আনমনা
নৈঃশব্দের ভ্রান্তির মতো
তুমি ... ঐকান্তিক ।





মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৯

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আরণ্যক ! সুন্দর থাকুন

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৪

গেম চেঞ্জার বলেছেন: অনেক ভাললাগার++++++

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জানবেন !

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৯

কাজী মেহেদী হাসান। বলেছেন: প্রজাপতির ডানায় অলৌকিক অন্ধকার , ছুঁতে গেলেই মনে হয় অচেনা ...
অথচ আঁধারের কোলে গোলাপ ফোটে ...
হলুদ রঙের বসন্তে লাল গোলাপ ।
সুন্দরতম

নৈঃশব্দের ভ্রান্তির মতো
তুমি ... ঐকান্তিক ।
শেষটাও দারুন

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)
শুভেচ্ছা রইলো

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: শুরু থেকে শেষ পর্যন্ত লেখাটায় একটা মুগ্ধতা ছেয়ে আছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)
শুভেচ্ছা জানবেন

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৭

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য কাব্য।দারুণ ভালো লাগলো
+++

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)
শুভেচ্ছা জানবেন

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


ওকে,

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা জানবেন

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

লেখোয়াড়. বলেছেন:
শুভ সকাল অভি!!

সকালেই মুগ্ধতার পরশ পেলাম!! আপনার অনবদ্য লেখাটি, আহা!
আজ দিনটি ভাল কাঠবে আমার!

অনেক দিন পর আপনার লেখাতে আসলাম।
সেই অসাধারণ টেস্টিং কবিতা!!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখোয়াড় :)
অনেক দিন হলো নিয়মিত না , পুরোনো মুখদের দেখলে ভালো লাগে !

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ কথামালা।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)
শুভেচ্ছা জানবেন

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

হাসান মাহবুব বলেছেন: উজার করা ভালোবাসার মধ্যেও অবচেতনে লুকিয়ে থাকা একটা অন্ধকার, প্রজাপতির ডানায় মেঘফুল আর তমসা নদীর দ্বান্দ্বিক অবস্থান। খুব ভালো করে দেখলে হয়তো এরকমটাই দৃষ্টিগোচর হবার কথা।

ভালো লাগলো। শুভেচ্ছা।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ঠিক ধরেছেন হামা ভাই , এরকমই অনেকটা ।
শুভেচ্ছা জানবেন , সবসময়ের :)

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

অগ্নি সারথি বলেছেন: শুভ্র
রঙ্গিন
ক্লান্ত
নিঝুম
আনমনা
নৈঃশব্দের ভ্রান্তির মতো
তুমি ... ঐকান্তিক ।
- সুন্দর

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)
শুভেচ্ছা জানবেন

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

সুমন কর বলেছেন: ভাবি , তুমি যদি নীল প্রজাপতি হয়ে যাও কেমন লাগবে ?
অজস্র মেঘফুলে যদি জ্যোৎস্না বিলাস হয় , কপালে যদি রক্তলাল গোলাপ ফোটে ?
যদি , হেসে উঠে কাজলদানি ?


সুন্দর হয়েছে।


অ.ট.: তোমার কবিতায় নৈঃশব্দ শব্দটি প্রায়ই থাকে। !:#P

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দাদা :)
নৈঃশব্দ ভালো লাগে , শব্দটাও , তাই হয়তো চলে আসে বারবার !
দেখি এড়ানো যায় কিনা , নৈঃশব্দকে ছুটি দেয়া যায় কিনা :)

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: তুমি যদি নীল প্রজাপতি হয়ে যাও কেমন লাগবে ?
অজস্র মেঘফুলে যদি জ্যোৎস্না বিলাস হয় , কপালে যদি রক্তলাল গোলাপ ফোটে ?
যদি , হেসে উঠে কাজলদানি ?

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: তাহলে উন্মাদনায় মেতে উঠবে মন!
তাহলে কেপে কেপে উঠবে স্বত্বা !
তাহলে বেঁচে থাকতে ইচ্ছে করবে আরো কিছুদিন !
শুভেচ্ছা জানবেন :)

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৭

চৌধুরী ইপ্তি বলেছেন: অসাধারণ!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)
শুভেচ্ছা জানবেন

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৫

বৃতি বলেছেন: ঐকান্তিক কথকতায় অনেক ভালো লাগা, অভি।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু :)
শুভেচ্ছা জানবেন সব সময়ের !

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১২

অভ্রনীল হৃদয় বলেছেন: মুগ্ধপাঠ! অসাধারণ!

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)
শুভেচ্ছা জানবেন

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই :)
ভালো আছেন নিশ্চয়ই ।

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২

ডি মুন বলেছেন: শুভ্র
রঙ্গিন
ক্লান্ত
নিঝুম
আনমনা
নৈঃশব্দের ভ্রান্তির মতো
তুমি ... ঐকান্তিক ।


---- এটুকুই আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে। অনেক কথা জমা ছোট্ট-সুন্দর-শব্দাবলী।

শুভেচ্ছা অভি ভাই :)

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.