নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

বস্তুত কেউ জানে না

১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫


বিস্মিত কিন্তু অনাশ্রিত হাতের রেখাগুলোকে রাস্তা ভেবে হারিয়ে যাই দুবির্নীত, ক্ষতবিক্ষত, দিকচিহ্নহীন দিগন্তের সূচনায়। আঙ্গুলের ভাঁজে আগুনমাখা অভিমান গাঢ় হয়ে যায়, অপেক্ষারত দেবদূত দেবদারুটির কম্পন উপেক্ষা করে তাকিয়ে থাকে অভিমানের নীল চোখে!

তারপর ও আমি হারাই সমুদ্রের অতলে , আমি হারাই নক্ষত্রে, আমি হারাই নিঝুম অরণ্যের পাখিদের ঠোঁটে ... দেখা মেলে বিষন্ন বালিয়ারি হাসের ডানায়, বিন্দু বিন্দু জলে ভালোবাসা! বুকের ভিতরে এভাবেই থাকে কেউ, অগোছালো নীলপদ্মেরা দীর্ঘ হতে হতে সন্ধ্যায় গিয়ে হারায় তবুও আনকোরা প্রান্তরে হলদেটে বিভ্রাট তখনো নি:শ্বাস নেয় ক্ষণে ক্ষণে!

জন্মান্ধরূপে প্রাচীনতম তৃষ্ণার অনুভবে কবেকার অনুরণনে হেসে উঠে প্রজাপতি, কারো চোখের ভিতরে ছিন্নসুতোর ঘুড়ি উড়ে, ঘুড়ির পিঠে ছায়ামাখা মেঘসব ধাতবনৃত্যে মাতাল। সেইসব উড়ন্ত মেঘসব কেঁদে কেঁদে বৃষ্টি হয়ে নোনাজলে চোখ ভেজায়, ক্লান্তিতে!
কারো মৃন্ময় চুলের ভিতরে ঢেউ উঠে আকাশে ভাসতে থাকা বিস্তৃত হাওয়ার আদলে, সেইসব আলোড়নে আমি ডুবে গিয়ে অবশ হয়েছিলাম নীরব আখ্যানের ভিতরে!

নৈঃশব্দের ভাষায় চিরহরিৎ সন্ধ্যা নেমে আসে, সে সব জানে, জানে সন্ধ্যার লালচে আলোয় গোলাপের রক্তে বাধাগ্রস্ত আমার অমরত্ব ...
বস্তুত কেউ জানে না, যার জানার কথা সে অনুভবে অবশ কিংবা ক্ষতবিক্ষত।

নীলিমার নীল সব আমার ছুড়ে দেয়া আগুনের উত্তাপে গলে গলে পড়ুক, পৃথিবী নীল হয়ে যাক, আকাশটা রংহীন!

মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দীর্ঘদিন পর!! প্রত্যাবর্তন!

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: :| :| :|ধন্যবাদ ভাই :)

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: বস্তুত কেউ জানেনা - এটাই তো ব্যাপক ভাবনার বিষয় । যার জানার কথা সে অনুভবে অবশ কিংবা ক্ষতবিক্ষত, পৃথিবী নীল হয়ে যাক, আকাশটা রংহীন । লেখার প্রকাশভঙ্গি সুন্দর । ভাল লেগেছে অনেক ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

অন্ধবিন্দু বলেছেন:
স্বপ্নবাজ অভি,
আপনার সব লেখাতেই সেই হাহাকার, নৈঃশব্দ, ক্ষতবিক্ষত, ডুবে যাওয়া আর রংহীনতার কথা ফিরে ফিরে আসে। এ বয়স কি অতো বিভ্রাট ও বেদনায় বাঁচতে পারে ? উল্লাস-প্রফুল্লতা-পরিতৃপ্তির কথাও বলুন! গলে গলে পড়ুক চাইনে, চাই গড়ে গড়ে উঠুক...

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: :)
কৃতজ্ঞতা জানবেন অন্ধবিন্দু !

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

আবু শাকিল বলেছেন: শুভ প্রত্যাবর্তন অভি ভাই।
শব্দের এত মন খারাপ :) শুধু দীর্ঘশ্বাস বেরোয় :)
"
নীলিমার নীল সব আমার ছুড়ে দেয়া আগুনের উত্তাপে গলে গলে পড়ুক, পৃথিবী নীল হয়ে যাক, আকাশটা রংহীন!"

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সব শব্দের ই আজকাল মন খারাপ থাকে , শব্দদের মন খারাপ করে দিলে আমার মন ভালো হয়ে যায় তাই :)
শুভেচ্ছা জানবেন কিন্তু !

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আকাশটা রংহীন

অসাধারণ লাগলো কবিতা।
শুভকামনা।

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র :)

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: বিস্মিত,দিগন্তের, অনুরণন, কেঁদে কেঁদে ইত্যাদি।

এই যুগের পোলাপাইনদের ভিতর এত হতাশা ক্যানরে ভাই?

উঁকি দিতে আসছ নাকি নিয়মিত হইবা এই নিয়তে আসছ ?

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: বানান ঠিক করছি!
আর হতাশা নাতো , প্রেম প্রেম :)
নিয়মিত হবার আশায় উঁকি দিতে আসছি :)
আপনার ব্লগর ব্লগর পড়ছি , কিন্তু কমেন্ট দিতে পারি নাই !

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: কমেন্ট করন লাগব না। বস্তুত কেউ জানে না -- হবে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: না অবশ্যই কমেন্ট করা লাগবো :)
জানে না , ওকে !

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কবি! আপনার কবিতার ভাবের সাথে মানুষের স্বাভাবিক মেজাজের মিল আছে। মানুষ আসলে বিষাদ-বিলাসী...

প্রত্যাবর্তনে খুশি হলাম...

১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সবাই কি ?
শুভেচ্ছা জানবেন প্রিয় ব্লগার :)

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সবার কথা কি বলা যায়!
তবে অনেকেই... কেউ একে নিজেই নির্ধারণ করে... কেউ এ দ্বারা নির্ধারিত হয়।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , ঠিক বলেছেন :)

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

ডি মুন বলেছেন: কারো চোখের ভিতরে ছিন্নসুতোর ঘুড়ি উড়ে, ঘুড়ির পিঠে ছায়ামাখা মেঘসব ধাতবনৃত্যে মাতাল। ------ কতশত দৃশ্যকল্প ভাসে মনের মুকুরে।
কিন্তু সেসব বস্তুত কেউ জানে না, যার জানার কথা সে অনুভবে অবশ কিংবা ক্ষতবিক্ষত।

+++

খুব ভালো লাগল অভি ভাই।

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ মুন ভাই :)
ভালো আছেন শুনলাম :)

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই !

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

প্রবাসী পাঠক বলেছেন: এত দুঃখ বিলাসী হইলে কেম্নে হইব!!

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: সেইটাই তো বুঝতেছিনা ভাই ;)

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

বৃতি বলেছেন: কিছু দুঃখ থাকুক কবিদের মনে, নাহলে এতো সুন্দর সুন্দর ভাবনার দেখা কিভাবে পাবো? :)
খুব ভালো লাগলো, অভি।

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু :)

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০

অভ্রনীল হৃদয় বলেছেন: শব্দ বিন্যাস ও উপমা প্রশংসনীয়।

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধনব্যাদ অভ্রনীল !
সুন্দর থাকুন ।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

আরজু পনি বলেছেন:
শুভ প্রত্যাবর্তন।
খুব সুন্দর প্রকাশ, অভি ।

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু :)

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

রুদ্র জাহেদ বলেছেন:
বস্তুত কেউ জানে না, যার জানার কথা সে অনুভবে অবশ কিংবা ক্ষতবিক্ষত।
দারুণ হয়েছে।খুব ভালো লাগল
+++

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ রুদ্র !
সুন্দর থাকুন !

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল কথামালা। ধন্যবাদ

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য !

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ছাই চাপা আগুন হোক, সাহিত্যের সম্বল!
ভালোলাগা রইল অভি । +++

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কবি !
ভালো থাকা হোক !

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: কবিতাটি আগে দেখে গিয়েছিলাম, পড়তে পারিনি !!

আজ পড়লাম, ভালো হয়েছে।


অ.ট.: নৈঃশব্দ শব্দটি তোমার প্রায় প্রতিটি কবিতায় থাকে।

১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দাদা :)
থেকেই যায় :(

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪১

মৃদুল শ্রাবন বলেছেন: এই বছরে পড়া প্রথম কবিতা।

ভাল লাগা রইলো।

১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ ভাই :)
শুভকামনা সব সময়ের !

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। বিশেষ করে দ্বিতীয় স্তবকটা। দুঃখবিলাস ঠিকাছে। দুঃখ বিশ্বস্ত প্রেমিকার মতো। সুখ হলো দ্বিচারিণী। তারে বিশ্বাস করন যায় না।

১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: অবশ্যই হাসান ভাই :)
সমর্থনের জন্য কৃতজ্ঞতা !

২২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

অশ্রুত প্রহর বলেছেন: ভয়ংকর কথাবার্তা। ভাল লাগল। :)

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ অশ্রুত প্রহর :)

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৯

রেজওয়ান তানিম বলেছেন: প্রথম লাইনটা বিশেষণর ভাঁড়ে ভারাক্রান্ত লাগল।

পরের অংশ বেটার।

ফিরে আসা হোক, সামুপারায়

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: একটু একটু করে ফিরছি তানিম ভাই!
শুভকামনা জানবেন :)

২৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

সুফিয়া বলেছেন: ভাল লাগল। অনেকটা কাবতার আদলে লেখা।

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে । তেমনটাই চেষ্টা করেছি ।

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার :)

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ :)

২৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩

বিজন রয় বলেছেন: চমৎকার গদ্যকাব্য।
+++++

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ বিজন রয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.