নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

চলচ্চিত্র দর্শনঃ আয়নাবাজি এবং প্রাসঙ্গিক ভাবনা।

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৪



দেশীয় চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট লোকজন সম্ভবত অনেক দিন ধরেই কিছুটা আস্থাহীনতা আর কিছুটা সন্দেহের ঘোরের ভিতরে ভুগছিলেন। ঠিক কি ধরনের ছায়াছবি বানানো যায়। লম্বা সময় ধরে দর্শকের ভিতরে একটা শ্রেনীবিন্যাস তৈরী হয়ে গেছে, বিনোদনের অন্যতম এই মাধ্যমটিতে কাদের জন্য সিনেমা বানানো হয় সেটা নিয়েও বিতর্ক হতে পারে। বেশীরভাগ সময়ে আমার কাছে মনে হয়েছে আমাদের চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত লোকজন ঠিক বুঝে উঠতে পারছিলেন না কি করা উচিৎ! বাজেট সমস্যা, দর্শক সমস্যা, মনন আর মানসিকতার সমস্যা, দক্ষ অভিনেতা - অভিনেত্রীর ঘাটতির নানা সমস্যায় জর্জরিত দেশীয় চলচ্চিত্র।

নাটক নির্মাতাদের, অভিনয় শিল্পীদের সিনেমায় আসাটা মানসম্পন্ন সৃজনশীল সিনেমা নির্মানের স্বপ্ন দেখিয়েছে, তবে সিনেমা কিন্তু সিনেমা। নাটক নাটকই। ভালো গল্প, ভালো ফ্রেমিং , ভালো অভিনয় থাকলেও কোথায় গিয়ে যেন সেগুলোর বেশীরভাগ আর সিনেমা হয়ে উঠতে পারছিলোনা। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে অমিতাভ রেজা অনেক আগেই নিজের প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, তাই তিনি সিনেমা বানাচ্ছেন এটা নিঃসন্দেহে স্বতন্ত্রভাবেই প্রত্যাশার সীমারেখা তৈরী করে দিয়েছে।

সিনেমা শিল্পে আমরা সম্ভবত বেশ কিছু ব্যাপারে অনেক পেছনে ছিলাম। একেবারেই শুরুতেই যেটা আসে সেটা হচ্ছে প্রচারণা। প্রচারণাতেই আয়নাবাজি বাজিমাৎ করেছে, বেশ ভালো রকমের সাড়া ফেলতে সক্ষম হয়েছে। দীর্ঘদিন পরে হাউজফুল, হাউজফুল, হাউজফুল রব উঠেছে। ভালো কাজ হলে যে দর্শক লুফে নেয় সেটা আরেকবার প্রমাণিত হয়েছে।

আয়নাবাজি দেখতে হলে যাবার আগে এমন বেশ কিছু ভাবনা ঘুরাফেরা করছিলো। আয়নাবাজি অনেক কিছুরই জবাব হয়ে এসেছে। আয়নাবাজি কেমন লেগেছে, এক কথায় বলা যাবেনা। আয়নাবাজিতে কি হয়েছে সেটাও বলা সমীচিন হবেনা।

আয়নাবাজি সম্ভবত বাংলাদেশের প্রথম থ্রিলার মুভি। দর্শককে প্রচন্ডভাবে আকৃষ্ট করে রাখা যার প্রধান ধর্ম। এই দিক থেকে আয়নাবাজি শতভাগ সফল। দর্শককে পুরো তিন ঘন্টা পর্দায় বন্দী করে রাখাটা নিঃসন্দেহে সাফল্যের ব্যাপার। কিভাবে রেখেছেন সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, আমার কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে অমিতাভ রেজা সম্ভবত ক্যামেরার ফ্রেমিং দিয়েই মনোযোগ ধরে রেখেছেন, দর্শক আমাদের চিরচেনা কিছু দৃশ্য পর্দায় আকর্ষনীয় ভাবে দেখছে তাই মুগ্ধ হয়ে দেখছে, ক্ষানিকবাদেই আমি অনুভব করলাম আমি আয়না সাহেবের ভাবনার সাথে একাত্ব হয়ে গেছি। সিনেমার প্রতি পদক্ষেপে নতুন নতুন চমক ও আমাকে চোখ সরাতে দেয়নি। বিরতির সময়ে মনে হলো, ইশ! অর্ধেক শেষ!

আর নাটক কিংবা বিজ্ঞাপনের লোকজনের সিনেমা দেখার পর যেটা মনে হয় টেলিফিল্ম দেখলাম, মুভি নয়, সেই ভয় নিয়েই দেখা শুরু করেছিলাম। মিথ্যে বলবনা প্রথম আট দশ মিনিটে মনে হয়েছে আরেকটা টেলিফিল্ম দেখছি বোধহয়, কিন্তু না অমিতাভ রেজা মুভিই বানিয়েছেন, থ্রিলার মুভি। আপনাকে রোমাঞ্চ উপহার দেবেন।

চঞ্চল চৌধুরী কত বড় মানের অভিনেতা সেটার প্রমান হিসেবে এই মুভিটা ইতিহাস হয়ে থাকবে। মোট সাতটা চরিত্রের নিখুঁত বাস্তবায়ন কেবল মাত্র তাঁর পক্ষেই বাংলাদেশে সম্ভব। সিনেমার পাত্র পাত্রী নির্বাচনে অমিতাভ রেজা মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। কাহিনী বিন্যাস, সিনেমাটোগ্রাফি আর অভিনয় বের করে আনায় যে তিনি পরিশ্রম করেছেন সেটা ছবিটা না দেখলে অনুমান করা যাবেনা।

দর্শককে আনন্দ দেয়ার জন্য বেশ কিছু মজার আয়োজন করেছেন। মাঝে মাঝেই ছোট ছোট কিছু দৃশ্যে জনপ্রিয় কিছু মুখের উপস্থিতি নিশ্চিত করেছেন, সিনেমাটির জন্য তাদের উপস্থিতি কখনোই প্রয়োজনীয় ছিলোনা তবে দর্শকদের একগেয়েমি থেকে দূরে রাখতে এটা খুব জরুরী ছিলো।

অমিতাভ রেজা একটা বার্তা পৌছে দিয়েছেন সবার কাছে, কমার্শিয়াল ফিল্ম আর আর্ট ফিল্ম এই দুটি ধারণা আলাদা আলাদা করাটা ফিল্মের জন্য ক্ষতিকর। একটা ব্যাবসা সফল মুভিতেও আর্ট থাকতে পারে, আর সেটাই ভালো ছবি হয়।

ছবির শুরুর ১৫ মিনিট পর থেকে নির্দিষ্ট বিরতি দিয়ে ক্ষানিক বাদে বাদেই কিছু প্রশ্ন, কিছু শঙ্কা উপহার হিসেবে এসেছে, বিরতির পর এটা চূড়ান্ত ধম বন্দ অনুভতি উপহার দিয়ে তারপর হঠাৎ করে আরো কিছু প্রশ্ন সামনে রেখে শেষ হয়েছে। আয়নাবাজিকে আপনি চাইলে ছোটগল্প বলতে পারেন।

অমিতাভ রেজাকে শুভেচ্ছা, ধারাটা চালু থাকুক। দর্শক এমনিতেই হলে যাবে, সুস্থ বিনোদনের অনেক অভাব এই দেশে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লেখা। এখন পর্যন্ত ব্লগে চলচ্চিত্রটি নিয়ে যে কয়টি রিভিউ এবং অভিজ্ঞতার গল্প শুনেছি তার মধ্যে এই লেখাটা আমার বেশ ভালো লেগেছে।

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

২| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৫

অদৃশ্য বলেছেন:




অভি ফিরেছে!... আমি দেখতে পাচ্ছি, অভি ফিরেছে...

আপনার এই রিভিউ আমাকে ছবিটি দেখতে উৎসাহ দিচ্ছে... চঞ্চল ভালো অভিনয় করেন, তবে নাটক আর সিনেমা অবশ্যই আলাদা বিষয়... সেখানে চঞ্চল কেমন তা আপনার কাছ থেকে জানবার পর দেখবার ইচ্ছার পারদটুকু উপরের দিকেই উঠছে... আশাকরি দেখা হবে মুভিটি, যদিও ১ যুগের উপর হয়ে গ্যাছে হলে বাংলা কোন সিনেমা দেখা হয়নি...

নিয়মিত হোন, আমিনুর ভাইয়ের ওখানে মাঝে মাঝে আপনার ও আপনাদের ছবি দেখি... ভালো লাগে...

প্রিয় অভির জন্য
শুভকামনা...

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ফিরবো ভাইয়া, আপনাদের অনেক মিস করি।

৩| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৯

একটি পেন্সিল বলেছেন: দেখতে হবে। হুম।।।।

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: দেখে ফেলুন।

৪| ০২ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

রক্তিম দিগন্ত বলেছেন:
আয়নাবাজির রিভিউবাজি চলছেই। ব্লগে গত দুইদিন ধরেই আয়নাবাজির রিভিউ পড়ছি। সবগুলোই পড়ছি। একই রকম হলেও পড়ছি।

পড়তে ভাল্লাগে রে ভাই!

বাংলা মুভি নিয়ে এমন উন্মাদনা খুবই বিরল।

আপনার রিভিউটি বেশ লাগলো।

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: উন্মাদনাটা চলুক, নির্মাতা আর বিনিয়োগকারীরা অনুভব করুক দর্শক কি চায়!

৫| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩২

তামান্না তাবাসসুম বলেছেন: মুভিটা অবশ্যই দেখব। রিভিউটা পড়ে ভাল লাগলো। :)

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: দ্রুত দেখে ফেলুন।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার রিভিউ অভি ভাই । সুলিখিত । অনেক দিন পর ব্লগে , অভি ভাইকে স্বাগতম :)

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্লগে লগইন করার সাথে সাথেই কেনো জানি আনন্দ লাগছিলো :)

৭| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৫

মাদিহা মৌ বলেছেন: চমৎকার রিভিউ। এম্নিতেই আয়নাবাজি দেখার আগ্রহ ছিল, এখন আরো বাড়লো।

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকাজে দেরী করতে নেই।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৩

হাসান মাহবুব বলেছেন: "অমিতাভ রেজা একটা বার্তা পৌছে দিয়েছেন সবার কাছে, কমার্শিয়াল ফিল্ম আর আর্ট ফিল্ম এই দুটি ধারণা আলাদা আলাদা করাটা ফিল্মের জন্য ক্ষতিকর। একটা ব্যাবসা সফল মুভিতেও আর্ট থাকতে পারে, আর সেটাই ভালো ছবি হয়।"

খুবই মূল্যবান একটা কথা। কিন্তু বেশিরভাগ নির্মাতাই এটা ধরতে পারে না।

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আয়নাবাজির সাফল্যে এবার বোধদয় না হলে আর কিছু করার নেই ভাইয়া।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৭

বৃতি বলেছেন: খুব গোছালো লেখা, অভি :) পড়তে বেশ ভালো লেগেছে। সুস্থ বিনোদনের এই ধারা অব্যাহত থাকুক। আয়নাবাজি দেখার আগ্রহ থাকলো।

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ আপু :)

১০| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আগ্রহ তুঙ্গে।
আর রিভিউটাও দারুণ লাগল।
বেশ ভালো আয়োজন বোঝা যাচ্ছে।

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগবে আশা করি, দেখে ফেলুন!

১১| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আগ্রহ তুঙ্গে।
আর রিভিউটাও দারুণ লাগল।
বেশ ভালো আয়োজন বোঝা যাচ্ছে।

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগবে আশা করি, দেখে ফেলুন!

১২| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩০

সুমন কর বলেছেন: অনেক দিন পর, তোমার লেখা পড়লাম। আশা করি, ভালো আছো।

দারুণ লিখেছো। +।

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো আছি আপনাদের দোয়ায়।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩২

মেহেদী রবিন বলেছেন: দেখে এসেছি। চেনা বাংলার চেনা গল্প নতুন আঙ্গিকে সম্পূর্ণ নতুন চোখে দেখে আসলাম। বাংলা সিনেমার পথিকৃৎ হিসেবে আয়নাবাজিকে আমি আদর্শ মনে করি

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো বলেছেন।

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৮

আলোরিকা বলেছেন: আয়নাবাজির রিভিউ গুলোও দারুণ হচ্ছে :)

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: আয়নাবাজির কেরামতি!

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আয়নাবাজিতো মনে হচ্ছে একেবারে মাত করে দিল !! :)

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: করেই দিলো!

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৭

মেহেরুন বলেছেন: আয়নাবাজি দেখার অপেক্ষায় আছি।। রিভিউ পড়ে দেখার ইচ্ছা বেড়ে গেলো।

০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আরো বেড়ে কমে যাবার আগেই দেখে ফেলুন।

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৭

সোহাগ সকাল বলেছেন: দেশে নেই তাই দেখবার সুযোগ হচ্ছে না।

২৬ শে মে, ২০১৭ রাত ১০:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: এখন সম্ভবত ইউটিউবে পাবেন।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৬

একজন আরমান বলেছেন:
অমিতাভ রেজা একটা বার্তা পৌছে দিয়েছেন সবার কাছে, কমার্শিয়াল ফিল্ম আর আর্ট ফিল্ম এই দুটি ধারণা আলাদা আলাদা করাটা ফিল্মের জন্য ক্ষতিকর। একটা ব্যাবসা সফল মুভিতেও আর্ট থাকতে পারে, আর সেটাই ভালো ছবি হয়।

সহমত।

চমৎকার রিভিউ।

কেমন আছিস?

২৬ শে মে, ২০১৭ রাত ১০:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: নিজের কাছে ফিরে যাবার চিন্তা করছি, তাই ভালো আছি বলা যায় :)

১৯| ২৬ শে মে, ২০১৭ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কয়েকদিন ধরে আপনার মনে পরছিল খুব। ব্লগে আপনাকে পেয়ে খুব ভালো লাগলো । আয়নাবাজি দেখেছি..........না বুঝি দুনিয়া না বুঝি তোমায় ......শুধু পাপ জমাই। মুভি রিভিও পড়িনি। আপনার সঙ্গে কথা বলতে আসা । আপনার কবিতা চর্চার কি হলো ?

২৬ শে মে, ২০১৭ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা চর্চা থেমে আছে। কলমের মাথায় কেমন জানি শেকল বাধা মনে হচ্ছে। ব্লগে একটু একটু করে আসার চেস্টা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.