নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীর্ঘ অন্ধরাতে গোলাপ বিষয়ক কোন কবিতার পাতায় আমি নৈঃশব্দ্য আর অনিভপ্রেত ক্লান্তির মিলন দেখিয়েছি । গোলাপের মঞ্জুরীবিন্যাসে নাকি বলা ছিল “নৈকট্য ভয়ানক” !

ভালোবাসি বাংলাদেশ !

স্বপ্নবাজ অভি

যেখানে গভীর শূন্যতা , যেখানে অন্তহীন কোন পথের শুরু সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই ! ক্লান্ত - ভ্রান্ত এক স্বপ্নচারী , নিখাদ স্বপ্নবাজ !

স্বপ্নবাজ অভি › বিস্তারিত পোস্টঃ

অমাবস্যার অন্যপ্রান্তে

২৬ শে মে, ২০১৭ রাত ১১:২৭



সেদিন খুব সম্ভবত তারার মেলা বসেছিলো কিংবা নাম না জানা কোন উৎসব। অমাবস্যার বুকে স্নিগ্ধ কোন ফুলের মতো ফুটে থাকা কোন রাত। আমি বোধহয়, আমাকে সেখানে হারিয়ে ফেলেছিলাম কিংবা সেই রাতের স্মৃতি থেকে দূরে থাকতে আমার আমিকে সেখানে রেখেই ফিরে এসেছি এই সমস্ত দিবারাত্রির ঘোর অমাবস্যায়।

তারপর কতো জোছনা এলো, আমি ভিজতে চাই, ভিজতে ভিজতে কাঁদতে চাই। কাঁদার নিয়ম নেই, তাই জোছনায় ভেজা হয়না। জোছনা রাত নিতান্তই কুৎসিত কোন রাত, অমাবস্যার অন্য প্রান্ত কেবল। অন্ধকার রাতে গুটিশুটি মেরে থাকা কালো বিড়ালের পিঠে ছড়ে হারিয়ে যেতে ইচ্ছে করতো এক সময়। একটা সময় ঘুম ভেঙ্গে গেলে দেখতে পেতাম, কার্নিশ জুড়ে ঝুলতে থাকা সমুদ্রফেরত শহর। শহরের নাগরিক ভাবনা থেকে অনেক অনেক দূরে সরতে চেয়ে চেয়ে নিজেকে রেখে এলাম যে সেখানে, যেখানে আদতে কারো অস্তিত্ব নেই।

আমি অবশ্য একটা সময় ভাবতাম, কেউ বোধহয় থাকে ওখানে। তারাদের মেলার ঠিক মাঝখানে, যত্ন করে কেউ আমাকে পড়ে এখনো। যেখানে নিজেকে ভুল করে রেখে এলাম, সেখানে আসলে কেউ থাকেনা। পরে কেউ, সে পথে হাটতেও চায়নি। দূরতম বাতিঘর ভেবে নয়, অপ্রকাশিত স্বপ্নদের বিভ্রান্তি ভেবে আমাকে আহত করে কেউ জানলো না , মৃত পাখিদের ডানা মেলা পথ ধরে গেলেই দেখা যাবে ঘুমিয়ে আছে অমলিন কেউ।

ধীরে ধীরে, হয়ে গেলাম দন্ডপ্রাপ্ত আসামী। কার্নিশে ঝুলে থাকা রোদের গায়ে আঙ্গুল ছোঁয়াতেও দ্বিধার সাগরে ভাসতে থাকি, হাহাকারের মতো শোনানো কবিতার কথাগুলো থেমে যায় অঙ্কুরেই, আমার আমিকে বলা যায়না, লিখা যায়না, ছোঁয়া যায়না। দূরের ঘুমিয়ে থাকা দেশের সেই তারার মেলার আমিকে ফিরে পাবা যেন দূরতম দূরাশা, একাকী বাতিঘরের চেয়ে ও অনেক বেশী দূরে, নক্ষত্রসম দূরত্বই বোধহয় হয়েছে আমার আর আমার মাঝে।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ সকাল ১১:৪৩

মানবী বলেছেন: ছবি আর লেখা দুটোই চমৎকার!!!

ধন্যবাদ সপ্নবাজ অভি।

২৯ শে মে, ২০১৭ রাত ৮:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা :)

২| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:১৬

সুমন কর বলেছেন: লেখা ভালো লাগল। +।

কেমন আছো?

২৯ শে মে, ২০১৭ রাত ৮:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ দাদা :)
ভালো আছি, আপনি ভালো আছেন আশা করি।

৩| ২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৩১

হাসান মাহবুব বলেছেন: সেই পুরোনো ফ্লেভার!

২৯ শে মে, ২০১৭ রাত ৮:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই :)

৪| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:০৩

বিজন রয় বলেছেন: আপনাকে মাঝে মাঝে দেখা যায়।

আগের মতো নিয়মিত নয় কেন?

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: নানা কারনে, মাঝে মাঝে আসতে আসতেই হয়তো আবার নিয়মিত আসবো। শুভেচ্ছা :)

৫| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১১:২২

কানিজ ফাতেমা বলেছেন: অসাধারন কাব্যময়তায় ভরপুর !

শুভ কামনা রইল ।

৩০ শে জুন, ২০১৭ বিকাল ৩:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ধন্যবাদ কানিজ ফাতেমা।
শুভেচ্ছা :)

৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: এত সুন্দর একটা লেখা আর এই কয়টা মন্তব্য! ব্লগে রেগুলার না থাকলে এমনই হয়! হা হা
এই লেখাটা নিতে চাই আমাদের একটা ওয়েবপেইজের জন্য, ঠিকাছে?

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: নিষ্টুর ব্লগ !
ঠিক আছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.