নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে স্বপ্ন দেখাই স্বপ্নময় ভবিষ্যতের ।

আমি স্বপ্নদ্রষ্টা

মানুষকে স্বপ্ন দেখাই ।

আমি স্বপ্নদ্রষ্টা › বিস্তারিত পোস্টঃ

আমার একটি স্বপ্ন আছে।

১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৯

আমি স্বপ্ন দেখি ময়লা- আবর্জনা মুক্ত বাংলাদেশের ।
কোন মানুষ একটি ময়লা ও নির্দিষ্ট জায়গা ছাড়া ফেলবেনা । ২০১৩ সালে আমি জাপানে গিয়েছিলাম , সুশৃংখল মানুষ ও পরিচছন্ন টোকিও শহর দেখে আমার খুব খারাপ লেগেছিল । তখন থেকে আমার স্বপ্ন বাংলাদেশকে আমি টোকিও শহরের মত পরিষ্কার- পরিচছন্ন করে ছাড়ব ইনশাহআল্লাহ । আমার স্বপ্নের কথা শুনে সবাই হাসে । হাসুক ...... আমি আমার চেষ্টা করতে করতে মরে যাব , আমার কোন দু:খ থাকবে না । আপনারা কেউ আছেন যারা আমার সাথে কাজ করতে চান ?



কীভাবে ময়লা পরিষ্কার করব
প্রথমে ঘরের ময়লা আবর্জনাকে কয়েকটি ভাগে ভাগ করতে হবে :
১। পচনশীল বা কাচা ময়লা।
২। পোড়ালে পরিবেশের তেমন বড় ধরণের ক্ষতির সম্ভবনা নেই এমন ময়লা। যেমন: কাগজ
৩। পোড়ালে পরিবেশের বড় ধরণের ক্ষতির সম্ভবনা আছে এমন ময়লা। যেমন: প্লাস্টিক জাতীয় বস্তু ।
৪। পোড়ানো যায়না এমন ময়লা। যেমন: কাচ, লোহা, টিন, ক্যান ইত্যাদি ।
যদি ও বাংলাদেশে গার্বেজ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নত দেশের মত নয়।সব ধরনের গার্বেজের রিসাইক্লিন সিস্টেম না থাকায় আপনি যদি গ্রামে থকেন তবে :
১নং ময়লা নির্দিষ্ট জায়গায় গর্ত করে ফেলবেন এবং গর্ত ভরে গেলে উপরে মাটি দিয়ে ভরাট করে দিবেন ।
২নং ময়লা জমা করে বিক্রি করতে পারেন । অথবা রাতের বেলায় খোলা জায়গায় আগুন দিয়ে পুড়ে ফেলুন । পুনরায় ব্যবহার করতে পারলে তাই করুন । চলবে....................।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.