নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে স্বপ্ন দেখাই স্বপ্নময় ভবিষ্যতের ।

আমি স্বপ্নদ্রষ্টা

মানুষকে স্বপ্ন দেখাই ।

আমি স্বপ্নদ্রষ্টা › বিস্তারিত পোস্টঃ

শত্রু বন্ধুরা আমার -২

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭

ঘটনা -৩
অনার্স ৪র্থ বর্ষ । ক্লাস চলাকালে হঠাৎ শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে । আমার অস্থিরতা দেখে পাশের বন্ধুটি কপালে হাত দিয়ে দেখল জ্বরে গা পুড়ে যাচ্ছে । ক্লাস শেষে সে আমাকে নিয়ে মেডিকেল সেন্টারে গেল । ঔষধ নিয়ে হলে ফিরলাম । একদিন গত হল ,কেউ কোন খবর নেয়নি। অভিমান করে আমিও কাউকে খবর দেইনি । পরেরদিন দুপুরবেলা একবন্ধু এসে জোর করে হলের তিন তলা থেকে নিচে নিয়ে আসল । হলের সামনে ১৫-১৬ জনের একটা মিছিল , কাছে গিয়ে দেখতে পেলাম সবাই আমার বাউন্ডুলে গ্রুপের সদস্য,আমাকে দেখতে এসেছে। খুশিতে কান্না চলে আসার উপক্রম হয়েছিল । সারাদিন একসাথে আড্ডা দিলাম । রাতে হলে ফিরলাম সাথে বন্ধুদের দেয়া তিন প্যাকেট ফল ,সম্ভবত তারা চাদা তুলে কিনে এনেছে । পরদিন থেকে রিতিমত সুস্থ্য। মনে হল ঔষধ নয় ,বন্ধুদের ভালবাসাই ছিল মহৌষধ। বিঃদ্রঃ বন্ধুদের নাম উল্ল্যেখ করিনি কারণ,কেউ যদি আমার লেখা পড়ে, আমাকে গণধোলাই দিতে পারে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: সত্যিকারের বন্ধুর ভালবাসা জীবনে দরকার আছে।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৮

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: বন্ধু ছাড়া জীবন অচল আর শত্রু ছাড়া জীবন গতিহীন । ধন্যবাদ ।

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: বন্ধুদের নাম লিখলেও কিছু হতো না। তাদের আমরা চিনি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.