নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে স্বপ্ন দেখাই স্বপ্নময় ভবিষ্যতের ।

আমি স্বপ্নদ্রষ্টা

মানুষকে স্বপ্ন দেখাই ।

আমি স্বপ্নদ্রষ্টা › বিস্তারিত পোস্টঃ

আমি

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৮

গ্রামের একটি ছেলে । একসাথে দুটি চরিত্র ধারণ করেঃ সবাই জানে প্রচন্ড দুরন্ত,একঘেয়ে, স্কুল ফাঁকি দিয়ে যত নিয়মহীন কাজ( মাছ ধরা,নৌকা চালানো,সিনেমা দেখা,ফল চুরি, সুন্দরী মেয়ে দেখতে অন্য গ্রামে যাওয়া,পথে-ঘাটে,বনে-জঙ্গলে সাইকেল চালানো ,পাখি ধরা ) অন্যদিকে মনের ভিতর লালন করা স্বপ্নের ঢালি,গোপনে একাগ্রচিত্তে স্বপ্ন সাধনা (সবাই যাই বলুক একদিন সবাইকে দেখিয়ে দিবে ,আমাকে বা আমার ভবিষ্যত নিয়ে তোমরা যা অনুমান করেছ সবি মিথ্যে ) ।
যথারীতি সবাইকে অবাক করে এস এস সি তে জেলায় প্রথম। সবাই বলে ছেলেটার ভাগ্য ভাল , মেধা ভাল , অল্প পড়েও ভাল রেজাল্ট করেছে । ছেলেটি গোপনে বিজয়ের অশ্রু মুছে ।
বয়স বাড়ার সাথে সাথে,বায়োলজিক্যাল পরিবর্তন ছেলেটার মনেও পরিবর্তন এনে দেয়।
তারপর একজনকে ভাললাগা, ভালবাসা, কথাদেয়া, উচ্চ শিক্ষার জন্য গ্রামছাড়ে রাজধানিতে আসা , ভালবাসা হারানো, অতিকষ্টে লেখাপড়া শেষ করা , নতুন কেউ প্রেমে পড়ে ,চাকুরি পেয়ে তাকেই বিয়ে করা ,সন্তানের বাবা হওয়া, স্বপ্নে চুড়ান্ত সিড়িতে চড়তে না পারা। ........................কষ্ট।
অফিসের ব্যস্ততা, সংসারের কাজ , বাবা-মার দায়িত্ব, গৃহিনীর অভিযোগ, আত্নীয়সজনের অভিমান,বন্ধু-বান্ধবের দোষারোপ, সব কিছু নিয়ে যেমন আছি তাকে কি বলে ?
How are you? Are you happy ?
My answer is “Sometimes” . ( Happy)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা !!!!

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৩

নেওয়াজ আলি বলেছেন: দারুণ, শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.