নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে স্বপ্ন দেখাই স্বপ্নময় ভবিষ্যতের ।

আমি স্বপ্নদ্রষ্টা

মানুষকে স্বপ্ন দেখাই ।

আমি স্বপ্নদ্রষ্টা › বিস্তারিত পোস্টঃ

জীবনের বাঁকে বাঁকে প্রাপ্ত কিছু অভিজ্ঞতাঃ -১

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২০

আমি নিজেকে কোন কাজের জন্য যতই perfect মনে করিনা কেন আমার অনুপস্থিতিতে শূন্যস্থান পূরণ হবেই ।
বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ছাত্র ,টিউশনি করি সেগুন বাগিচায়। শিক্ষার্থীর কোয়ালিটি F Grade ছিল । এক বছরে সে A Grade এ উন্নিত হয়েছে । এ উপলক্ষে বাসায় পার্টি দেয়া হয়েছে এবং সকল কৃতিত্ব দেয়া হল শিক্ষার্থীকে । আমি মন খারাপ করলাম। সিদ্ধান্ত নিলাম কৃতিত্ব যখন পেলাম না আমার বেতনটা বাড়িয়ে নিব । কিন্তু কর্তৃপক্ষ বেতন বাড়াতে রাজি হল না । আমি ভাবলাম, আমি হলাম Perfect ,আমি আর পড়াব না ,এতে তাদের উচিত শিক্ষা হবে ,আমার শূন্যস্থান কেউ পূরণ করতে পারবেনা ।বাস্তবতা হলঃ আমাকে ছাড়াও তাদের জীবন চলেছে ,মাঝখানে দু’মাস আমাকে টিউশনি ছাড়া কষ্ট করতে হয়েছে । সেই দিন থেকে জীবনে শিক্ষা পেলাম আমাকে ছাড়াও পৃথিবী চলবে,যোগ্য হোক বা অযোগ্য শূন্যস্থান পূরণ হয়েই যাবে ।আবেগ দিয়ে নয় ,স্থান, কাল ,পাত্র, প্রয়োজন বিবেচনায় লড়াই করেই টিকে থাকতে হবে।ময়দান ছেড়ে দিয়ে নয় ,ময়দানে থেকেই লড়াই করতে হয়। সমস্যাকে কখনো পিঠ দেখানো ঠিক না মুখোমুখি হয়ে সমাধান করতে হবে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫২

আহমেদ জী এস বলেছেন: আমি স্বপ্নদ্রষ্টা,




আবেগ দিয়ে নয় ,স্থান, কাল ,পাত্র, প্রয়োজন বিবেচনায় লড়াই করেই টিকে থাকতে হবে।
ঠিক বলেছেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৫

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এগুলো জীবনেরই অংশ। জীবন না চাইতেই কাউকে দেয় পূর্ণতা আর কেউ চেয়েও অপূর্ণ থেকে যায়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৫

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: ধন্যবাদ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ভালো লিখেছেন, শিক্ষণীয় বিষয়।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে জন্ম নেওয়াটাই অপরাধ। বিশেষ করে দরিদ্র দেশে।
কেউই অপরিহার্য নয়। শূন্যস্থান অতি দ্রুত পূরন হয়ে যায়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪১

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৪

নেওয়াজ আলি বলেছেন: চলতে গেলে হোঁচট খেতে হয়। জীবন মানে সংগ্রাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.