নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে স্বপ্ন দেখাই স্বপ্নময় ভবিষ্যতের ।

আমি স্বপ্নদ্রষ্টা

মানুষকে স্বপ্ন দেখাই ।

আমি স্বপ্নদ্রষ্টা › বিস্তারিত পোস্টঃ

সামুতে অনেকের লেখা মিস করিঃ

১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:১২


১। বুক রিভিও নাই ,কেঊ লিখেনা কেন?
২। মুভি রিভিও নাই , কেউ কি মুভি দেখেনা ?
৩। ভ্রমন কাহিনী পাচ্ছি না , কেউ ভ্রমন করেনা ? ( করোনার জন্য মনে হয় কমে গেছে ) ।
৪। সাইন্সফিকশান বিষয়ক লেখা কমে গেছে মনে হয় ।
৫। রাজনৈতিক আলোচনা /সমালোচনা কমে গেছে।
৬।ধর্ম নিয়ে কচলা-কচলি বেড়ে গেছে ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৮

নজসু বলেছেন:



এখন হয়তো সামান্য ঝিঁমুনি চলছে।
সব ঠিক হয়ে যাবে।
আগের মতো জমে উঠবে আবার।

২| ১৫ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: সঠিক পর্যবেক্ষণ!

৩| ১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও কিছু দিন থাকবে এরকম অবস্থা। তারপর হয়তো কাটবে।

৪| ১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: ভুল পর্যবেক্ষন।
সামুতে সব ধরনের লেখাই আসছে। হুটহাট একদিন এসে এরকম পোষ্ট দেওয়া ঠিক না।
নিয়মিত সামুতে চোখ রাখুন। তাহলে নিজেই সব রকম পোষ্ট দেখতে পারবেন।

১৫ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৮

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: সম্প্রতি আপনি একটি বই পড়েছেন হুর পরী নিয়ে । বইটির রিভিও দিলে ভাল উপকৃত হতাম। অন্য সবার লেখা না পড়লেও আপনার সব লেখা নিয়মিত পড়ি । গত পাঁচ বছরে আমি ভাল পাঠক বলতে পারেন । যদিও লেখা বা কমেন্ট দিই না ।

৫| ১৫ ই মার্চ, ২০২১ দুপুর ২:০২

শায়মা বলেছেন: খুব সত্যি খুব সত্যি! :(

আমরাও আজ বিজি হয়ে পড়েছি। :(

৬| ১৫ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সবাই ভয়ে আছে আবার না কেউ জেলে ঢুকায় তাই সব কম কম

৭| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

অপু তানভীর বলেছেন: সত্যিই সামুতে বই আর মুভি রিভিউ পোস্ট গুলো অনেক কমে গেছে । এর পেছনে অবশ্য কারণও রয়েছে । আগে অনেক মুভিখোর সামুতে ছিল । মুভি নিয়ে পোস্ট এলে সেখানে দারুন জমজমাট আলোচনা হত । বইয়ের ক্ষেত্রেও তাই । কিন্তু এখন এই বিষয়ক পোস্ট এলে সেখানে পাঠক দেখা যায় না একদমই । এই কারণে ব্লগাররা এই বিষয়ে পোস্ট দিয়ে আগ্রহবোধ করেন না ।
অন্য দিকে রাজনীতি নিয়ে পোস্ট দিতে গেলে কেবল এক পক্ষেই লিখতে হবে । অন্য পক্ষে লিখতে গেলে কিংবা সেই পক্ষের বিরোধীতা করতে গেলে ডিজিটাল আইনে ধরা খওয়ার সমূহ সম্ভবনা রয়েছে ।
সেই তুলনায় ধর্ম নিয়ে লেখা কিছুটা নিরাপদ । এই জন্য এটা নিয়ে চলছে ।

৮| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগ পাাঠক ধরে রাখতে পারছেনা
এটা ব্লগের ব্যর্থতা।

৯| ১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৪

স্থিতধী বলেছেন: ৪ নং; ওটা কমে গেছে কি, অন্তত গত ৪-৫ মাসে একটাও ঐরকম পোস্ট দেখেছি বলে তো মনে পড়েনা।

২নং টা কিছু কিছু হলেও আসে আর ৫ আর ৬ দিয়েই ব্লগ এখনো চলে দৃশ্যত যদি বিবিধ অনুভুতি, গল্প, কবিতা ছড়াগুলো গোনার বাইরে রাখিতো। ৫নং টা সরাসরি রাজনীতি না হলেও কারেন্ট এফেয়ারস আলোচনার আদলে চলে ঠিক ই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.