নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“There is a pleasure sure in being mad which none but madmen know.”― John Dryden

স্বরব্যঞ্জ

“There is a pleasure sure in being mad which none but madmen know.”― John Dryden

স্বরব্যঞ্জ › বিস্তারিত পোস্টঃ

ভয়নেচ পাণ্ডুলিপি Voynich manuscript

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:১৭



কোনো ভাষায় লেখার আগে সেই ভাষাটা জানা লাগবে , তাই না? একি ভাবে কোন বই পড়ার আগে, সেই বইটা কোন ভাষায় লেখা হইছে তা জানা লাগবে। "ভয়নেচ পাণ্ডুলিপি"এমন একটা যার ভাষাটা অদ্ভুত। কোন ভাষায় এই বই লেখা কেউ বলতে পারেনা। বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে রহস্যময় পান্ডুলিপি। ধারনা করা হয় উত্তর ইতালিতে লেখা হয়েছে এই বই, ১৫তম শতাব্দীর প্রথম দিকে। বই এর আকার ২৩.৫ ২৩.৫ × ১৬.২ × ৫ সেন্টিমিটার (৯.৩ × ৬.৪ × ২.০ ইঞ্চি)

১৯১২ সালে উইলফ্রিড ভয়নেচ এটি ক্রয় করেন। তার নাম অনুসারে একে ভয়নেচ পাণ্ডুলিপি নামকরণ করা হয়। তিনি একজন বই ব্যবসায়ী।

বইটিতে মোট ২৩৫টি পাতা, ৩৮,০০০ শব্দ রয়েছে, তবে বেশ কয়েকটি পাতা হারিয়ে গিয়েছে।
বইটি কি নিয়ে লেখা তা তো জানা যায়নি তবে বেশির ভাগেই ছবিতে ভরা বইটি। ধারনা করা হয় জ্যোতির্বিদ্যা-সংক্রান্ত, জীববিজ্ঞানসংক্রান্ত, মহাজাগতিক, ফার্মাকোলজিকাল এবং সেই সময়ের ভেষজ গাছ-পালা নিয়ে লেখা। তবে "STARS"শব্দটা বই এ ১০৬৮২ বার পাওয়া গেছে।



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:১৯

কেএসরথি বলেছেন: আগে পড়েছি এই বইয়ের ব্যাপারে। অনেকের ধারন বইটা কেউ ফাজলামি করে লেখেছে। আমার তা মনে হয় না।

তবে আশ্চর্য্যের ব্যাপার বইটাকে অনুবাদ করতে এত সময় কেন লাগছে!

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৫

স্বরব্যঞ্জ বলেছেন: বইটা অনুবাদ হয়নি মনে হয় তবে এই বই নিয়ে অনেকের অনেক মত আছে। আর বইটা আসলেই ফাজলামি করে কেউ লেখছে কি না তা কোথাও পড়িনি। বইটি নিয়ে অনেক বিশ্লেষণ আছে অনলাইনে।

২| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৯

সরদার হারুন বলেছেন: হয়তো কোন অজানা ভাষায় হারবালের উপর লেখা হয়েছিল।

+++++++++++++++++

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৬

স্বরব্যঞ্জ বলেছেন: হয়তো.।.।

৩| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৫

সকাল রয় বলেছেন:
এর আগে এ ব্লগেই এ বইটি নিয়ে বিশদ আলোচনা করেছিল। আপনার আলোচনাটাও মাথায় রাখলাম। এবার উন্মোচনের অপেক্ষায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.