নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“There is a pleasure sure in being mad which none but madmen know.”― John Dryden

স্বরব্যঞ্জ

“There is a pleasure sure in being mad which none but madmen know.”― John Dryden

স্বরব্যঞ্জ › বিস্তারিত পোস্টঃ

আবার কচ্ছপ- খরগোশের দৌড় - ছোট গল্প

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১১


মাথার উপর খা-খাঁ রোদ। অলস দুপুর। গভীর বনে এক বিশাল বট গাছের নিচে আড্ডা বসেছে বানর, বাঘ, খরগোশ, কচ্ছপ, হাতি, শেয়ালের।
বাঘ- ভাতিজা তুমি এইটা একটা কাজ করলা? কচ্ছপের কাছে দৌড়ে তুমি হেরে গেলা!!!!
খরগোশ- চাচা সমস্যাটা আমার না, দৌড় শুরু করার আগে কচ্ছপ আমাকে এক গ্লাস শরবত দিয়ে বলল "এই শরবত টা খাও শক্তি পাবা" আপনি বলেন সেই শরবতে যদি ঘুমের ঔষধ মেশানো থাকে, আমি তো ঘুমে পড়বোই!!!!
বাঘ-কি ব্যাপার কচ্ছপ ভাই ঘটনা কি সত্য?
কচ্ছপ- ভাই আপনি হের কতা হুনলেন!!!! এইটা ভাই ডাহা মিছা কতা।
খরগোশ- আমি মোটেও মিথ্যা কথা বলছি না। এতোই যদি তুমি সত্য কথা বলো, চলো এখন আর একবার দৌড়াই।
কচ্ছপ- তোমার কি মাথা খারাপ? এই রোদে কি দৌড়া যায়?
হাতি-যেহেতু এখানে সত্য-মিথ্যার প্রশ্ন এসেছে, রোদটা একটু কমে যাক তুমি খরগোশের কথা ভূল প্রমান করে দাও।
বানর-হাতি ভাই কিন্তু খারাপ বলেনি হয়ে যাক আর একবার দৌড়।
খরগোশ- আমি রাজি আছি।
বাঘ-কচ্ছপ ভাই তাহলে দেখায় দাও খরগোশ ভাতিজা মিথ্যা কথা বলেছে।
কচ্ছপ- ঠিক আছে কি আর করার সবাই যখান এতো করে কচ্ছে।
দুপুরে সবাই একসাথে খেলো। অনেক দিন পর সবাই একসাথে জম্পেস একটা আড্ডা দিলো।রোদ ততোখনে কমে গেছে। কচ্ছপ, খরগোশ রেডি হচ্ছে দৌড়ের জন্য।
দৌড় শুরু হয়ে গেলো খরগোশ চোখের পলকেই দৌড়ে চলে গেলো আর কচ্ছপ সবে স্টার্ট লাইন থেকে একহাত দূরে।
দুপুরে খাওয়ার পর শরীর টা ভারি হয়ে গেছে বাঘ বট গাছে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। যখন চোখ খুললো চারদিক অন্ধকার সামনে কচ্ছপ বসে হাপাচ্ছে। বানর, হাতি, শেয়াল নাক ডাকে ঘুমাচ্ছে। আর দূরে খরগোশ দৌড়ে আসতেছে।
বাঘ- ভাই তুমিতো আবারো জিতে গেলা।
কচ্ছপ- কইছিলাম খরগোশ আমার সাথে দৌড়ে পারবে না।
ঐ দিকে খরগোশ দৌড়চ্ছে আর কচ্ছপকে গালি দিতেছে, শালা দুপুরের খাবারে আবার ঘুমের ঔষধ মেশাইছে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৮

কাবিল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ খুব মজা পাইলাম।

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২০

স্বরব্যঞ্জ বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই

২| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:

নতুন ভার্সন; প্রাইভেট ইউনিভার্সিটি ভার্সন?

০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

স্বরব্যঞ্জ বলেছেন: হুম, চাঁদগাজী ভাই

৩| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

নাসীমুল বারী বলেছেন: ধন্যবাদ, চমৎকার রূপকথা গল্পের জন্যে।
রূপকথা মূলত মানব চেতনাকে সজাগ করে। গল্পের আবহে শিক্ষণীয় বিষয়টি পরিস্ফুটন করাই রূপকথার বৈশিষ্ট্য। আপনি যে গল্পটি বলেছেন, চিরচেনা এ গল্পের ভেতন নতুন একটি দিক নির্দেশনা আছে। আমরা প্রবাদের মতো 'যত দোষ নন্দঘ ঘোষ'-এর মত চালাই, তেমনি এখানে খরগোশ ঘুমের অউষদের অজুহাতই দিচ্ছে। তার যোগ্যতার বা কর্মের ভুলের কথা বলছে না। আমরাও বার বার কর্ম আর দিকনির্দেশনায় ভুল দিয়ে দেশকে আজ রসাতলে নিয়ে গেছি। মাননীয় অর্থমন্ত্রীর কথা অনুযায়ি ব্যাংকলুটেরা দলীয় লোকই, কিন্তু তাদের বিচার করা যাবে না। অথচ বিএনপি-জামাত দেশ ধ্বংস করে দিয়েছে, লুটপাট করে টাকা পাচার করেছে- এসব বলে প্রকারান্তরে ওই খরগোশের মতই ঘুমের অউষদের দোহাই দিচ্ছি। আয়নায় নিজেদের চেহারা দেখি না।
ধন্যবাদ আবারও।

০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

স্বরব্যঞ্জ বলেছেন: ধন্যবাদ নাসীমুল বারী ভাই আপনার মন্তব্যের জন্য। গল্পটি নিছক রূপকথার গল্প।

৪| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

দর্পণ বলেছেন: খড়গোস বেটা দেখি বেক্কল

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৬

স্বরব্যঞ্জ বলেছেন: হ্যা ভাই, খরগোশ বেচারা

৫| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৮

সুমন কর বলেছেন: =p~

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৭

স্বরব্যঞ্জ বলেছেন: :D

৬| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৩:০২

নিয়েল হিমু বলেছেন: মজা পেয়েছি

০৭ ই জুলাই, ২০১৫ সকাল ৮:১০

স্বরব্যঞ্জ বলেছেন: ধন্যবাদ নিয়েল হিমু ভাই

৭| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ৯:২০

শাহাদাত হোসেন বলেছেন: আরেক বার দৌড় আয়োজন করা হোক একদম খালি পেটে ।

০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২৭

স্বরব্যঞ্জ বলেছেন: আচ্ছা ভাই তাহলে আজকে আয়োজন করা হোক আর একবার.।

৮| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪

প্লাবন২০০৩ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো ।
+++

০৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১০

স্বরব্যঞ্জ বলেছেন: ধন্যবাদ প্লাবন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.