নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“There is a pleasure sure in being mad which none but madmen know.”― John Dryden

স্বরব্যঞ্জ

“There is a pleasure sure in being mad which none but madmen know.”― John Dryden

স্বরব্যঞ্জ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:১৫

আমি আমার বিলাসবহুল বাগান বাড়িটা বিক্রি করে দিলাম, বিক্রি করলাম কারন পাশেই আমি একটা মস্ত বড়ো জমিদারী বাড়ি বানাব। আমি আমার বাগান বাড়িতে শেষ রাত কাটাচ্ছি আজ। বিক্রির টাকা পকেট ভর্তি উঁচু হয়ে আছে যার কারনে বেডে শুয়ে শান্তি পাচ্ছি না। এমন সময় লেন্ড লাইনে কে যেন ফোন দিচ্ছে। মানুষের কি কান্ড জ্ঞান নাই নাকি এই মাঝ রাতে ফোন দিচ্ছে। তাছাড়া বাড়িটা এখন আমার না, এই টেলিফোনটাও এখন আমার না, নিশ্চয় আমার ধরা উচিৎ হবেনা।
এমন সময় ঘুম ভাংল। আমার মোবাইলে রিং বেজেই যাচ্ছে ক্রমাগত, এখন সময় সকাল সাড়ে এগারোটা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৩:০২

ওমেরা বলেছেন: এমনি করেই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে একদিন তা জমিদার বাড়ী বানানোর মাল মসল্লা যোগার করেছেন তো ।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৫

স্বরব্যঞ্জ বলেছেন: বলেছেন: কষ্টের ব্যাপার হচ্ছে এখনো জেগে ভাবতে পারিনা জমিদার বাড়ী কী? তাই আপাতত স্বপ্নেই ভাবি এইসব। :)

২| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: আহারে সপ্ন

০৫ ই মার্চ, ২০১৭ রাত ২:০০

স্বরব্যঞ্জ বলেছেন: সোহেল ভাই ঠিক বলেছেন, স্বপ্ন শেষে আমারো মন থেকে একটা শব্দ বের হইছে "আহারে"

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

আরণ্যক রাখাল বলেছেন: এমন স্বপ্ন যার ফোনে ভাঙ্গে, তার কপালে ঠাঠা পড়ুক

০৫ ই মার্চ, ২০১৭ রাত ২:০২

স্বরব্যঞ্জ বলেছেন: কি আর করবো ভাই বলেন, ভাগ্যটা এমন।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

আহমেদ জী এস বলেছেন: স্বরব্যঞ্জ ,



মোবাইলটা ধরুন , "যদি লাইগ্গা যায় " এমন একটি মেসেজ আসতে পারে । তা হলে জমিদারী কেন তামাম দেশটাই কিনে ফেলতে পারবেন । :P

খুব সুন্দর হয়েছে এতোটুকু স্বপ্ন বয়ান ।

৫| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ২:১২

স্বরব্যঞ্জ বলেছেন: ধন্যবাদ আহমেদ ভাই লেখাটা পড়ার জন্য। ফোন পরে ধরছিলাম, এক বন্ধু টাকা ধার চাইলো, আমি গম্ভীর গলায় বললাম একটু আগে আমাক কল করলি না কেন? সে অবাক হয়ে বলল একটু আগে তোর কাছে টাকা ছিলো? আমি বললাম হ্যা। সে জানতে চাইলো এখন টাকা কই? উত্তরে বললাম, একটু আগে স্বপ্নে টাকার জন্য ভালো ভাবে বেডে শুয়ে ঘুমাতে পারছিলাম না, এখন স্বপ্নটা ভাংগে গেছে, আশা করি এখন ঘুমটা ভালো হবে।
বন্ধু আমার অবাক হয়েই ফোন রেখে দিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.