নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“There is a pleasure sure in being mad which none but madmen know.”― John Dryden

স্বরব্যঞ্জ

“There is a pleasure sure in being mad which none but madmen know.”― John Dryden

স্বরব্যঞ্জ › বিস্তারিত পোস্টঃ

মেঘফুল

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২



যদি কখনো মেঘফুল এসে ধরা দেয়,
আমি নির্বাক অন্ধ দৃষ্টিতে দেখব।
বোবা কণ্ঠে চিৎকার করে বলবো,

বলবো আমি চিৎকার করে, এনে দাও তারার দল। রূপকথার পরী মন খারাপ করে বসে ছবির এক কোণে, যে ছবি আঁকছেন অন্ধ কবি। মেঘ ফুল হয়ে যায় বিষাক্ত রঙ। এখানে শৈশবের স্মৃতি ধূসর হয়ে আছড়ে পড়ে বাস্তবতায়। তবুও যদি কখনো মেঘ ফুল এসে ধরা দেয় আমি বোবা কণ্ঠে চিৎকার করে বলবো ধূসর হয়ে যাচ্ছে আমার কল্পনা, তুমি নির্বাক অন্ধ দৃষ্টিতে চেয়ে থেকো, আবার আসবে আলো। ঘুম ভেঙে যাওয়ার আগে একবার চলো ফিরে যাই শৈশবে

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছবি'টি দারুণ।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিটির সাথে জুড়ে দেয়া কাব্যিক কথাগুলো বড়ই হৃদয় ছোঁয়া, ভরে গেল ভাই আমার অন্তর মন কাব্যের কথামালায়।
দারুণ বলেছেন কবি।

শুভকামনা জানবেন সবসময়

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

অনির্ণেয় অন্তরক বলেছেন: খুব সুন্দর।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

শুভকামনা

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: একদা এমনই বাদল শেষের রাতে-
মনে হয় যেন শত জনমের আগে
সে এসে, সহসা হাত রেখেছিল হাতে,
চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে ।



বলুন তো এটা কার কবিতা?

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮

স্বরব্যঞ্জ বলেছেন: সুধীন্দ্রনাথ দত্ত :)

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: তবুও সুন্দর আগামীর কবি, শৈশবের ছবি লুকিয়ে রেখে আঁচলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.