নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“There is a pleasure sure in being mad which none but madmen know.”― John Dryden

স্বরব্যঞ্জ

“There is a pleasure sure in being mad which none but madmen know.”― John Dryden

স্বরব্যঞ্জ › বিস্তারিত পোস্টঃ

তোমার নিমন্ত্রণ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১



ঝুম বৃষ্টি সেইদিন, কাক ভেজা হয়ে কড়া নেড়েছিলাম,
তোমার অন্ধকার বারান্দায়, অনেক অনেক ডেকেছিলাম।
তোমার নিমন্ত্রণে যে আমি না গিয়ে থাকতে পারবো না!
কিন্তু হায় ঝড়ের রাতে আমাকে অপেক্ষার পরীক্ষা দিতে হলো;
সব কষ্ট কেমন উড়ে গেলো, যখন আধো আলোয় তোমায় দেখলাম।

প্রিয় কবিতার বই সাথে ঘাস-ফুলের নূপুর এনেছি,
সেদিনই তোমাকে দেই প্রথম চিঠি, মনের সব অনুভূতি।
তুমি আমাকে দেখে লজ্জায় মুখ লুকিয়ে বলেছিলে অন্ধকার ভালো,
অনেক দিনের ইচ্ছে তোমায় দেখবো, রবে শুধু মোমের আলো।

জানো মাঝে মাঝে মনে হয় ওরা আমায় মিথ্যে বলছে!
তোমার হাত প্রথম ছুঁয়েছিলাম সে দিন, বলেছিলে তোমার ইচ্ছে!
সেরাতে নাকি তুমি ঘুমিয়েছ, চলে-গেছো না ফেরার দেশে।
তবে কি আমি সত্যি তোমায় ছুঁয়ে দেখিইনি?
আমিতো তোমার সাথেই ছিলাম, তুমি ছিলে প্রতিমা বেশে।
আমায় পেয়েছে মেঝেতে, জ্ঞান হারিয়ে পড়েছিলাম, ওরা বলছে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১০

মেহেদী হাসান হাসিব বলেছেন: কতিবা পাঠে ভালো লাগল। মুগ্ধকর!

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১

মেহেদী হাসান হাসিব বলেছেন: আমার লেখা শোভার মৃত্যু গল্পটি আলোচিত ব্লগে এসেছে। সময় করে পড়ার অনুরোধ রইলো।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল কবিতা।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: বৃষ্টির কৌশলে চোখের জলের ভরাডুবি!

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.