নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

আবার ফিরে আসব তোর কাছে, হয়ত কোন এক অশরীরী আত্মার বেশে........!!

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

প্রতিটা রাত আমার কাছে গোটা দশেক দিনের সমান। মস্তিস্কের প্রতিটা নিউরন খালি পূর্ণ কয়েক বছরের স্মৃতি ঘাটাঘাটি করে।
কত-শত পন্থায় চেষ্টা করেও এ অবস্খা থেকে দূরে সরে আসতে পারিনি।পারবই বা কিভাবে??
বিগত কিছুদিনেই সাজিয়ে ফেলেছিলাম গোটা জীবনের স্বপ্ন!! এখন জীবনটাই খালি অবশিষ্ট,আর স্বপ্ন!!
আরে লুলায়িত স্বার্থপর,আমিতো ঘুমাতেই পারিনা তো স্বপ্ন দেখবো কিভাবে??

অনেক সুযোগ আছে তোকে ভুলে থাকার।অনেকের সাথে মিলেমিশে একাকার হয়ে তোর সাথে কাটানো প্রতিটা নষ্ট স্মৃতিকে পুড়িয়ে ভস্ম করে দিতে পারি।কিন্তু কি জানিস....?? মন সায় দেয়না।
বারবার মনে করিয়ে দেয় সেই প্রথম তোকে দেখা,সেই প্রথম তোর নষ্টা হাতের প্রতিটা আঙুলের ফাঁকে আমার আঙুল দিয়ে পূরণ করার কথা। ইদানিং খুব বেশি পোড়াচ্ছে তোর শেষের দিকের আচরণ আর কথাগুলো।মাঝে মাঝে নিরেট কালো রাতের আকাশে বিলীন হয়ে যেতে ইচ্ছে করে।
আর এই রাতে খুব ভাবলেশহীন অবস্থায় ঘুমিয়ে আছিস হয়তো!! কিন্তু উদিত সূর্যের বিরক্তিকর অধো আলোও আমার চোখে ঘুম আনতে পারেনা!! ভোরের আলোর সমানুপাতে আমি ক্লান্ত হয়ে পড়ি!!
তবুও প্রতিটা রাতেই ভোরের আলোর সাথে বিদ্ধস্ত অবস্থায় বিছানা ছাড়তে হয়। রাত থেকে ভোর অবধি স্মৃতিগুলো চোখের পাতাদুটোকে দুদিকে টেনে পেরেক লাগিয়ে দেয়।
ঘুম আসবেই বা কোথা থেকে বল..!! আমার ঘুম নষ্ট করেছি বলেই তুই ঘুমিয়ে স্বপ্নাচারণ করছিস। আমি যেদিন পুনরায় নিদ্রা সাগরে মগ্ন হতে পারবো,সেদিন থেকেই তোর নিদ্রা বাস্তব নয় স্বপ্নেরও অতলে হারিয়ে যাবে।

হেঁসেখেলে হেলায় হেঁলিয়া পড়েছিস বর্তমানের মোহে! ভবীষ্যতের ভাবনায় ভাবুক তুই, তাইতো মোহনীয় বর্তমানেই তুই থিতু হবি বলে ভেবেছিস। কিন্তু প্রকৃতি তোকে কখন-ও সফল হতে দেবেনা। তোর সুশৃঙ্খল ভাবনা বিন্যাস অনায়াসেই উল্টিয়ে যাবে।
আর প্রকৃতি একবার তা করলে নিজের কুটিল ভাবনায় অঙ্কিত সুন্দরম কহ্মপথে আর ফিরে যেতে পারবি তো....?

পাবিতো তখন কাউকে পাশে....??
নাকি নিশিগন্ধা ফুলের মত নিশিতে বিছানা থেকে বিছানায় মোহ ছাড়াবি?শেষের কোঠায় কি করবি..?
নিজেকে নিজেই ছিঁড়ে ফেলবি....!!

ধিক_তোকে!!

ধিক তোর ছায়া,কায়াকে-ও....!!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫২

পৃথীবি টাকার গোলাম বলেছেন: :( :(

২| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২১

বিজন রয় বলেছেন: অসাম লেখা।
খুব ভাল লেগেছে।
+++

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩২

শরীফ বিন ঈসমাইল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া...!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.