নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

রবির বিজ্ঞাপন নিয়ে আমার প্রশ্ন

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৬

প্রতিটা দেশের মিডিয়া কাজ করে তাদের দেশকে বিশ্বের দরবারে নিজের সংস্কৃতি তুলে ধরার জন্য, কারন এটা সবচেয়ে বড় একটা মাধ্যম। কিন্তু আমাদের দেশে এমন কিছু দেখি মাঝে মাঝে যা দেশের সংস্কৃতি তুলে ধরা তো দূরের কখা বরং অনেক সময় জাতীয়তা নিয়ে - ও প্রশ্ন ওঠে :( আসলে বিজ্ঞাপনের কাজ কোন নিদৃষ্ট জিনিষকে জনগনের কাছে তুলেধরা কিন্তু এমন কিছু কিছু বিজ্ঞাপন তৈরী করে আমাদের দেশের মিডিয়ার লোক যার সঙ্গে মূল বিষয় বস্তুর কোন সম্পর্ক আছে কিনা তা বোঝা খুবই মুশকিল।
তারা তাদের বিজ্ঞাপনে দেখাচ্ছে জাতীয় পতাকা দিয়ে জানালার গ্রীল পরিষ্কার করা হচ্ছে ..!
আচ্ছা
জাতিয় পতাকা জানালার গ্রিলের ময়লা পরিষ্কার এর জন্য ???
আমাদের দেশে তো আইন আছে আইনের ব্যবহার-ও আছে সেই দিক থেকে জাতীয় পতাকা পতাকা ব্যবহারের একটা নিতিমালা আছে
আর জাতিয় পতাকা ব্যবহারের নিতিমালা গুলো কি?? এটা কি শুধু রাজনিতি??? নাকি জনসভায়, বা মিছিলে ব্যবহারের জন্য .......??? সাধারনত আমি টিভি দেখিনা কারন সময় হয়ে ওঠেনা কাল খেলা দেখার সময় বার বার রবির বিজ্ঞাপন এর সময় দেখেছি আর ভেবেছি আজ যদি বেচে থাকত সেই লোক গুলো যারা তাদের সর্বশক্তি দিয়ে এটা মাথার উপরে তুলে ধরেছিল সেই সকল মানুষ গুলো যদি আজ দেখতো যারা তাদের পরিবার সন্তান ভাই মা বোন সবাইকে হারিয়ে এই পতাকা অর্জন করছে..! যদি তারা বেচে থাকত আর দেখতো যারা নিজের চোখের সামনে নিজের বাবা, ভাইদের খুন হতে দেখেছে শুধু এই পতাকা অর্জনের তাহলে তাদের অনুভূতি কি হত .....???
আমাদের সামনে যদি প্রশ্ন নিয়ে দাড়াত কি উত্তর দিতাম আমরা .....??
জানা আছে কি তাদের কাঝে জবাব দেওয়ার মত কোন উত্তর আপনার .....???
কিছু কিছু বিজ্ঞাপন আমাদের সাথে খুব বেশী বিদ্রুপ করে, বিষয় বস্তুর সাথে যার বিন্দু পরিমান মিল থাকেনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪০

রায়হান চৌঃ বলেছেন: ভাই গিয়ে দেখেন..... ঐ খানকার ম্যনেজমেন্টে কোনো ইন্ডিয়ান চুদির ভাই আছে, যাদের কাজ ই হলো ই বাংলাদেশ কে ছোট করা আর বাংলাদেশের ব্যবসা গুলো কে বিশ্ববাজারে নষ্ট করা...... ভালো করে তাকালে বুঝতে পারবেন বাংলাদেশের গার্মেন্টস এর কি অবস্থা করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.