নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিয়া

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

আমার ছিল বসবাস
চারিদিকে পাখিরদের উচ্ছ্বাস ;
কাছে দূরে মন জুড়ানো শিশির সিক্ত ঘাস
ঝিলের জলে ভেসে যেত রাজহংসী পাতিহাঁস ।

আমার এখন হাঁসফাঁস
বন্ধ হয়ে আসে নিঃশ্বাস
নেই খোলা বাতাসের আকাশ
আকাশ ছোঁয়া ইমারতে
মরে গেছে আকাশে উড়ার স্বাধ ।


এখানে বসন্ত বাতাসে ভাসে না
মুকুলের ঘ্রাণ
হাওড় ভাসিয়ে উঠে না পূর্ণ চাঁদ
বাজে না বাঁশি ,
উচাটন মন বন্দি বাতায়ন।
টলমল জলে ভাসে না নৌকা
শুনি না মাঝি গান ।

মন ফিরে যায় সেথা
বসন্ত আগমনে গাছেতে আদুরে পাতা
উঠোনে মাদুর পাতা
গোল হয়ে মুখোমুখি বসে
মা-চাচীদের কথকতা
জীবনের সুখ দুঃখ গাঁথা ।

পুকুর পাড়ে হিজল বকুল
বনফুলে অলিদের আসা যাওয়া
এখন আর দেখিনা বৃক্ষে সবুজ পাতা
দেখি না সর্ষে ফুলে ভোমরার মাদকতা ।
মনে আসে সেই বাঁশির টানে আমি বনলতা
নদীর চরে কেটে গেছে সেই দুরন্ত ছেলা বেলা ।

আজ-কাল আমি ব্যস্ত ভীষণ
২৫ হয়েছি শহর বাসি
ইট পাথরের কংক্রিটে
বন্দি খাঁচার পাখি ।
তবু ও আমি অবোধ
গ্রাম্য রয়ে গেছি ।
তাই আজি নস্টালজিয়ায় ভুগি ;
নির্জনে তাই একলা বসে ভাবি ,
সোনার শৈশব ফিরে পাবার
আছে কি কোনো পদ্ধতি ?

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫১

শরতের ছবি বলেছেন: ব্লগে এলেন ,উৎসাহ ব্যঞ্জক মন্তব্য করলেন তাই আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০

সুমন কর বলেছেন: না, আপনি আর সেই জীবন ফিরে পাবেন না !!!!

কবিতা চমৎকার হয়েছে। ২য় লাইক।

** আপনি যখন অন্য কারো'র মন্তব্যের প্রতি উত্তর দিবেন। তখন নিচের ছবির মতো সর্ববাম পাশের এ্যারোতে ক্লিক করে জবাবটির উত্তর দিবেন। তাহলে উনি জানতে পারবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯

শরতের ছবি বলেছেন: সেইজীবন আর ফিরে পাব না ' এই রুঢ় বাস্তবতা মেনে নেয়া ছাড়া কোন উপায় দেখছি না ।আপনাকে ধন্যবাদ যে সত্যিকথাটা সোজা করে বলে দিলেন ।কবিতা চমৎকার হয়েছে ' বললেন ,তাই উৎসাহ বোধ করছি ।২য় লাইক দিয়েছেন , আবার মন্তব্যের উত্তর দেবার পদ্ধতি টা শিখিয়ে দিইয়েছেন তাই অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি । আপনার মত মানুষদের দীর্ঘায়ু কামনা করছি ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

সুমন কর বলেছেন: আপনি প্রতিদিন আমার প্রতিউত্তর মুছে, আবার আমাকে প্রতিউত্তর দিচ্ছেন !!! ব্যাপারটা কি !!!! X(( X( X(( X((

এটা কি পোস্ট হিট করার জন্য .... X(( X( এমনটি করবেন না !!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

শরতের ছবি বলেছেন: চোখে ভুল ধরা পড়লে তো এডিট করা ছাড়া কোন পথ নেই ,আমি ভুল টাকে ঠিক করেছি মাত্র । ফেইস বুকে তো বার বার এডিট করলে কারো সমস্যা হতে শুনি নি । এতে কারো প্রব্লেম হয় বা অন্য কেউ এটা জানতে পারে এটা বুঝিনি ।এখানে তাহলে বিষয় টা ভিন্ন । তবে ভুল করে ই মানুষ শিখে ।আমি ব্লগে কিন্তু নতুন । প্রতি উত্তর মুছে আবার উত্তর দিলে হিট হওয়া যায় ? বিষয় টা বোধ হয় এমন না ।আমি যা ব্লগে লিখেছি এগুলো ও বারবার এডিট করছি ,লেখার ব্যাপারে খুঁতখুঁতে ।হিট হওয়ার বিষয় টি এখন ও বুঝিনি ।হিট হলে কি হয় ।আমাকে সবাই চিনবে ? এখান তো ছদ্ম নাম দিয়েছি । এই নামের প্রভাব কি সমাজে পড়বে ।লেখা ভাল না হলে হিট হবার সুযোগ নেই ।।যাই হউক, সরি বলে নিচ্ছি ।

৪| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

শরতের ছবি,

নির্মল আশা নির্মল প্রেম। গ্রামকে বাঁচিয়ে রাখতে হবে নয়ত শহর মরে যাবে! কবিতা খুব ভাল লেগেছে। ভাল থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.