নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

বসন্ত

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

বসন্ত আসিয়াছে দ্বারে
বহিতেছে বাতাস দখিন ধারে
ফুটিতেছে কলি
নাচিতেছে অলি
কাননে আম্র মঞ্জুরী
পাখিরা উঠিছে গুঞ্জরী
গাছের সবুজ পাতায় কী আছে মায়া
কি যেন বলিতে চায় ,
আমার মন কী জানি ,কেন যে আকুলায়
নির্বাক চোখে শুধু পাতাদের দিকে চায় !
শিমূল ,পলাশ, মহুয়ার বনে
এতো রূপ কে তুমি ছড়ালে ?
উচাটন মন থাকে না যে ঘরে !

বসন্ত আসিয়াছে জিয়ন কাঠি নিয়া
তাই মরা গাছে ফুল গেল ফুটিয়া ,
আর -
১০ মাসের বিরহ ভুলিয়া
বোকা কোকিল উঠিল ডাকিয়া
কুহু কুহু রব শুনিয়া
কোকিলার হিয়া উঠিল কাঁপিয়া
দুজনের প্রেমে এ ধরা
হয়ে গেলো প্রেমের দরিয়া


এ বসুধা হইল প্রেমরো মঞ্চ
তোমার তরে আমার এ মালঞ্চ
তুমি লও হে প্রিয় ,
মোরে আপন করিয়া
সময় যে যায় বহিয়া !
কোকিলার আকুল আবেদন বসন্তের দ্বারে
থাকো এ ধরায় চিরতরে ,চির আপন হইয়া !


আকাশে বাতাসে সুখেরো রেনু
রাখাল তাই বাজাইলো ধেনু ।
উত্তরের দুয়ার বন্ধ করিয়া
দখিনের দুয়ার দিলাম খুলিয়া,
ফাগুনের আগুনে জাগিল হিয়া
দখিনা পবন আমার দুঃখ দিল মুছিয়া।

শীতের দাপট যাহারে নিঃস্ব করিলো
বসন্তের পরশে তাহার দুহাত ভরিলো !
কে সাজালে বন কুঞ্জ ;
ধরার রুপে যেন আগুন লাগিল
এই আগুনে সকলে পুড়িল
হায় ,কেউ নিভাতে না গেল !






মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

ক্যাফেইন বলেছেন: বাধেন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

শরতের ছবি বলেছেন: ব্লগে পড়লেন ,কমেন্ট করলেন তাই ধন্যবাদ জানবেন ।
বাধার কথা বলেছেন তো ?
একদম খসে বেধেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.