নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

ছ্যাকা দিবস চাই .।.।।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

শুধু যশোরের ফুল চাষি রা দু দিনে ১৩ কোটি টাকার ফুল বিক্রি করেছে !
যে জাতি টাকা খরচ করে ফুল কিনে ভালবাসার মানুষটির জন্য , বলতে হবে তাদের মন আছে ।তবে দুঃখের বিষয় হল ,আজ যাকে ভালবেসে ফুল দিচ্ছে ,কাল সে ফুল কে পদ দলিত করে অন্যের হাত ধরছে ।
ভালবাসায় আসল নকল আগে থেকে চিনে ফেলার সুযোগ নেই । তাই মনের সাথে যদি মাথাটা থাকে ,তাহলে বিপদ কম হবে ।

তবে এখানে ভুল হতে বাধ্য ,তাই মনটা কে ছ্যাকা খাবার জন্য ও তৈরি করা শিখতে হবে ।" আমি চাই একটা বিশ্ব ছ্যাকা দিবস হউক ।"যারা ছ্যাকা খায় তারা যেন দিবসটা পালন করতে পারে ।


ভালবাসা দিবসে ভাল ভালবাসুন সবাইকে - মা বাবা ,ভাই বোন এবং আরো যারা পাশে আছে ,এবং ছিন্নমূল সেই শিশুটিকে যে অনাহারে আছে ,সেই প্রতিবেশি কে যিনি অনাহারে রাত কাটাচ্ছে ন--তবেই ভালবাসায় ভরে উঠবে আমাদের চারিপাশ ।তাতেই সফল হবে" valentine day " বিশ্ব ভালবাসা দিবস "।

আমরা অবশ্য ভালবেসে যাচ্ছি দিনের পর দিন চুপিসারে কারণ আমাদের ভালোবাসার একটা স্থায়ী লাইসেন্স আছে ।আমরা ঢোল পিটাচ্ছি না ।খালি কলসী নাকি বাজে বেশি !ভালবাসার কোন দিবস নেই ।
এটির কোনো সীমাবদ্ধতা নেই । দিবস টিবস বুঝি না । যাদের ভাল লাগে তারা দিবস টিবস পালন করুক এতে আমার কোনো আপত্তি নাই।

ভালবাসা দিবস ধন্য হউক ,অন্তত একদিনের জন্য হলে !

মানুষকে ,পরিবার এবং দেশকে সবাই ভাল বাসুক এই শুভ কামনা রইলো ।
আমাকে কেউ ভুল বুইঝঝেন না প্লিজ .।.।।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

বিজন রয় বলেছেন: কেন ভাই?

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮

অগ্নি কল্লোল বলেছেন: আমিও চাই।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

মাসুদ_খান বলেছেন: লাগবে না ভাই । আপনারা যদি ছ্যাকা-খেয়ে ব্যাকা হয়ে যান, তাহলে আপনাদের জন্য ৩৬৫-দিনই ছ্যাকা দিবস।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭

শরতের ছবি বলেছেন: আমার আর ছ্যাকা খাবার সুযোগ নাই ।আমাদের ৩৬৫/৬৬ সব ই ভালবাসা দিবস ।অতো দিবস আছে একটা ছ্যাকা দিবস হইতে দোষ কী । পান থেইকা ছুন খইসা গেলে দিবস হইতে পারে একটা ছ্যাকা দিবস হইতে পারে না ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

মাসুদ_খান বলেছেন: সরি ভাই এ বছরের জন্য একটি লিপ-ইয়ার দিনও আছে। অর্থাৎ ৩৬৬-দিনই ছ্যাকা দিবস।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

মাসুদ_খান বলেছেন: " আমার আর ছ্যাকা খাবার সুযোগ নাই" তার মানে ছ্যাকা খাইয়া আগেই ব্যাকা হইয়া গেছেন । তাহলে আর কি বলা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.