নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

আমার নিঃশ্বাসে জীবনানন্দ দাশ

২৪ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৪

আমার নিঃশ্বাসে জীবনানন্দ দাশ
প্রশ্বাসে জসিমুদ্দিন ,
আমার বিশ্বাসে কবি আল মাহমুদ
আশ্বাসে শামসুর রাহমান ,
আমার হিয়ার মাঝে লুকিয়ে রবি ঠাকুর
মম চিত্তে যেজন -কাজি নিজরুল !

আমি এক ক্ষুদ্র বিন্দু কোমল চন্দ্রের
আমার সকল দিকে বাস শত নক্ষত্রের ,
আমি তাদের- ই উত্তরসূরি
তাদের সঞ্চিত সম্পদে আমার অংশীদারি।

আমি পথ চলার পাথেয় পেয়েছি তাদের পদমূলে
নিগুঢ় ভালোবাসার বালিয়াড়ি বেঁধেছি কুঁড়েঘরে ,
স্বপ্ন দেখার নীল কুঠি বেঁধেছি নীলাদ্রের বুকে
উচ্ছকিত কণ্ঠ আমার মধু ভরা গানে ;
মনের ভেতর সুখের আলপনা ভাসে ।

আমি মুক্তির স্বাদ আস্বাদন করি কবিতার ভাঁজে ভাঁজে
শিরদাঁড়া উঁচু করে ব্জ্রহানার সাহস আমার বক্ষে জোরে
ঝঞ্ঝাটকে আমি পদাঘাত করি নির্বিঘ্নে ,
প্রেমের আলোয় উদ্ভাসিত হই নিঃসঙ্কোচে
তবে আমি নষ্ট প্রেমে হই না পথভ্রষ্ট ।

আমি কল্পতরুর সারথি
কল্পনার ভেলায় ভেসে বেড়াই ,
যখন যেথায় খুশি ;
আমার ঝরনার ছন্দে পথ চলা
নদীর সাথে মিলন হয় মোহনায় ,
আমার মন সাজে রবির আবিরে
সবুজ আমার রক্তে মিশে আছে !

চোখ মুদিলে আমি জীবনানন্দের ধানসিঁড়ির তীরে
কিংবা কার্তিকের নবান্নের দেশে হারিয়ে যাই
অদ্ভুত কল্পনার আবেশে ,
এমন ই এক আঁতুড় ঘরে জন্ম আমার ;
যেথায় ধানসিঁড়ির মত নদী বয়ে গেছে
আছে কার্তিকের নতুন ধানের সোনালি ঝংকার
আমি তাই ভালোলাগার গভীর আবিরে রঙিন হই ;
বিদগ্ধ কবিদের কবিতা পাঠে ।

এই রূপসী বাংলার সবুজ ঘাসের সাথে আমার চিরকালের প্রেম
সুনীল আকাশ ,কাজল দীঘির কাছে আমার জন্মান্তরের ঋণ ,
সোনার বাংলার কাদাজলে আমার গভীর আলিঙ্গন ।।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:১২

বিজন রয় বলেছেন: কখনো স্মরণ, কখনো উত্তরসুরি, কখনো বিদ্রোহী, কখনো দেশপ্রেম, অনেক কিছুই দেখতে পেলাম কবিতায়।

২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৭

শরতের ছবি বলেছেন: আপনি ঠিক ধরেছেন বিজন দা । আর এসব মূলত পূর্বসুরীদের কবিতা আর গানের ই প্রভাব ।
ছেলেবেলা থেকে তাদের কবিতা আর গানের ভিতর দিয়ে বেড়ে ওঠেছি ।
ধন্যবাদ আপনাকে ব্লগে আসার জন্য । :)

২| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৯

বিজন রয় বলেছেন: তারা কারা? আমি তো তাদের কোন কবিতা, গান, লেখা পড়িনাই!!
শুধু আপনি পড়ছেন!!!

২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৭

শরতের ছবি বলেছেন: সকলে ই যারা কবিতা ভালবাসি -এর ভেতর দিয়ে ই এসেছি । আপনার লেখার মধ্যে ও উনাদের প্রভাব স্পষ্ট হয়ে আছে । আমাদেরকে তাঁরা দুহাত উপছে দিয়ে গেছেন ।

৩| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৬

কালপুরুষ কালপুরুষ বলেছেন: চমত্কার একটি সৃষ্টি। অসাধরণ। এ যেন এক অনন্য গুরুদক্ষিণা এক কবির কাছে আর এক কবির। আপনাকে অনেক শুভেচ্ছা। আর ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা কবিতার জন্য।।।

২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪২

শরতের ছবি বলেছেন: কবিতা টা কবিতা হয়ে ওঠল আপনার মন্তব্যে । উচ্ছসিত হয়েছি আপনার অনবদ্য কথা মালায় ।শুভ কামনা আপনাকে ।

৪| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৬

বিজন রয় বলেছেন: হে হে হে হেম..............

মজাইসি............

২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৯

শরতের ছবি বলেছেন: বুঝতে পারছি -আপনি মজা করেছেন । আমি ও মজা পাইছি ।

৫| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ২:৩০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ, এই না হলে কবিতা!!
সব কবির রস একসাথে পেলাম।।

ভাল্লাগলো খুব!! ++

২৪ শে জুন, ২০১৬ দুপুর ২:৫০

শরতের ছবি বলেছেন: আপনার মন্তব্যে আমি এবং আমার কবিতা ধন্য হল ।শুভাশিস জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.