নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

আজ কালকের ছেলে কিংবা মেয়ে

২৬ শে জুন, ২০১৬ সকাল ১০:০৪

এই ছেলে ,ভুলে গেছো !
তুমি জন্মেছ কোন মায়ের কোলে ?
মায়ের কত স্বপ্ন ছিল ,
সব -ই গেলো জলে ?

প্রেয়সী নারীর হাত ধরেছ
পড়েছ নেশার ফাঁদে ,
পড়াশোনা গোল্লায় গেল
দিন কাটছে মৌজ ,মাস্তি করে ।
ভাবছ, এখন এনজয় না করলে ,
আর করব কবে ।

এইদিন দিন নয়
আরো দিন আছে
সময় গেলে সাধন হয়না
সব লোকে তা জানে ।

রবি ঠাকুর বলেছিলেন - "রাস্তা পার হলে
কিংবা ক্যারিয়ারের কালে
তাকাবে না কোন নারী পানে" ।

তোমার পথো পানে চেয়ে চেয়ে
দুখিনী মায়ের দিন কাটে
ছেলে একদিন বড় হবে -অনেক বড়
কেউ হবে না তোমার সমান
এই তল্লাটে যত আছে !

কিন্তু তুমি কি করছ হে !
প্রেম ?
একে প্রেম বলে ?
আজ ধরছ এর হাত ,
কাল আবার অন্যের !
এভাবে প্রেম করে ?
প্রেমের নামে কালিমা লেপে দিলে ?

প্রেমের নামে চলছে ফ্যাশন ,
প্রেম না থাকলে স্মার্ট হয়না বলে
প্রেম যেন সিগারেট ;
ফুঁকে ফুঁকে পুড়ে গেলে উচ্ছিষ্ট টুকু
রাস্তার ধারে ফেলে চলে গেলে !

সেমিস্টার বাই টাকা নিলে
পড়ে থাকলে পুরনো সেমিস্টারে
শেষ হবে কি পড়াশোনা ?
আল্লাহ-ই তা জানে !


দুখিনী মায়ের সুখের স্বপ্ন
পাথর চাপা পড়ে !
মায়ের মন বুঝে না যে
আজ-কালের ছেলে কিংবা মেয়ে
তারা নিজের কথা-ই চিন্তা করে
মা-বাবাকে ভুলে ।
একবার ভাবো তুমি , কি করতে এসেছিলে
ধরায় ,কি-ই -বা করে গেলে ?


(আজ-কালের সব ছেলে মেয়ে কিন্তু এক রকম নয়
যারা ভাল আছে তাদের কথা বলিনি কিন্তু ।কেউ যেন আবার আমার উপর খেপে না ওঠে ) ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৬ সকাল ১০:৪২

বিপরীত বাক বলেছেন: ভুল

২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৩

শরতের ছবি বলেছেন: তাহলে আপনি আপনার মায়ের লক্ষী ছেলে !
ভাল ছেলে থাকবেন সব সময় -এমন ই তো চাই ।
যেন বৃদ্ধাশ্রম না হয় একটি ও ।

২| ২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৮

ইকরাম উল হক বলেছেন: দারুন

২৬ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৯

শরতের ছবি বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লাগলো ।ধন্যবাদ । শুভ কামনা থাকলো ।

৩| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:১৯

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৫

শরতের ছবি বলেছেন: এই বিষয়গুলো আমাকে ভাবাচ্ছিল । ইমোশনালী সত্য কথা গুলো লিখে ফেললাম । লিখে ভাল লেগেছিল । সত্য কথা গুলো অব্যক্ত নয় মনের গভীরে । আশপাশে এখন এমন ই দেখছি । এখানে কবিতা হয়ে ওঠার চেয়ে সত্য কথা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ।

দাদা ভাল আছেন তো ? ভাল থাকুন -এই কামনা করছি । মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

৪| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:২০

বিপরীত বাক বলেছেন: প্রেয়সী নারীর হাত ধরেছ

দিন কাটছে মৌজ ,মাস্তি করে
ভাবছ, এখন এনজয় না করলে ,
আর করব কবে ।


ঠিক। এই বয়সে কোন বিধি নিষেধ থাকবে না। যা কিছু নিয়মকানুন সব তিরিশের পর।

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৩০

শরতের ছবি বলেছেন: তাই ! তবে গোল্লায় যাই । আর এই সব কথা আমি কিন্তু লিখেছি । এই সব ভুল ভ্রান্তি ছাড়াতো গোল্লায় যাওয়া যায় না । গোল্লা মানে স্বর্গ । ওখানে গেলে স্বর্গের সুধা মিলে ।

৫| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৪

বিপরীত বাক বলেছেন: রাইট।
নিষেধের বেড়াজাল
বেঙে দাও
গুড়িয়ে দাও।

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৮

শরতের ছবি বলেছেন: ও---কে .....যান এগিয়ে যান
এ কবিতা আপনার জন্য
উৎসর্গ করলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.