নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

সুখের আরশি নগর

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮


বাংলা তুমি আমার সুখের আরশি নগর
প্রাণের গহীন গহনে তোমার ঘর
তুমি আমার শখের নকশীকাঁথা
অনন্ত প্রেমের অফুরান পথচলা ।

তুমি আমার অসমাপ্ত কবিতা
নরম পলিমাটি দিয়ে গড়া
কখনও হৃদয় ছোঁয়া মেঠোপথ
কখনও সে পথ পিছডালা
তুমি অল-গলি রাজপথ
এক মায়াবী বটছায়া।

তুমি সবুজ জমিন
সিঁথিপাতা আল-পথ
কাদা পায়ে সীমাহীন সুখে
আমার হেঁটে যাওয়া
তুমি মাঠের পরে মাঠ
দিগন্ত খোঁজে পাওয়া ।
তুমি প্রান্তরে বয়ে যাওয়া
আঁকাবাঁকা নিঃসীম নদী
এলোমেলো উদাসী হাওয়া ।


তুমি বদ্ধ-দুপুর পদ্ম-পুকুর
শত ফুলের ঘ্রাণ
হৃদয় ভরে নেওয়া
সাত সকালে পাখির কলতান
আমার হারিয়ে যাওয়া ।

তুমি হেমন্তের সোনাধান
সবুজ ফসলের ডালা
ঘাসের বুকে ঝলমলে শিশির
শিউলী ফুলের মালা
তুমি শরতের স্নিগ্ধ আকাশ
শুভ্র মেঘের ভেলা ।

তুমি শীত কুয়াশার ফুল
মিষ্টি খেজুরের রস
ধূপছায়া নীরবতা
তুমি অবারিত নীলাচলে
তিড়িবিড়ি মরিচীকা ।

তুমি বসন্ত-কোকিলের গান
মাটির সোঁদা ঘ্রাণ
রাখালের বাঁশি
কিশোরীর হাসি
তুমি উথলা দক্ষিণ হাওয়া
হৃদ- গহীনে শ্যামল প্রেমের ছোঁয়া ।

তুমি কত কবির মুগ্ধ কবিতা
ক্ষ্যাপা বাউলের একতারা
পথে পথে সুর ছড়িয়ে
হৃদয় জুড়িয়ে নেওয়া
তুমি মাঝির ভাটিয়ালী সুর
ছলছল পালতোলা নাও
অজানায় হারিয়ে যাওয়া ।

তুমি ফেলে আসা দিন
আমার দুরন্ত ছেলে বেলা
তুমি আমার মায়ের আঁচল
সকল সুখের বায়না
তুমি আমার জন্মভুমি
সাত জনমের পাওনা ।

ছবিঃ নেট

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

বিজন রয় বলেছেন: প্রসারিত হলাম, সুদূরে, দিগন্তে, দিকবিদিকে।

অনেক টাইপো আছে।

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

শরতের ছবি বলেছেন: বহুদিন পর দাদা এলেন শরতের ছবির পাতায়
কোথায় বলুনতো ,এত হারিয়ে যাওয়া হয় ?

টাইপো যতটুকু পারলাম ঠিক করে নিলাম।

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন।

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

শরতের ছবি বলেছেন:


ধন্যবাদ শাহরিয়ার। শুভেচ্ছা জানবেন।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১০

ভ্রমরের ডানা বলেছেন: ভাল হয়েছে।

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ ভ্রমর ।ফুলে ফুলে অন্তহীন উড়ে চলার জন্য শুভ কামনা।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১১

বিজন রয় বলেছেন: না না, হারিয়ে যাই নি। ছিলাম।

সামু এত স্লো যে বিরক্তি লাগত। তবু ছিলাম। লেখা পোস্ট হচ্ছে না এই যা।

তবে অনেক ব্যস্ততাও আছে।

ধন্যবাদ শরত।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৮

বিজন রয় বলেছেন: আসলে কি, সামু যত দ্রুত হবে আমাকে তত বেশি পাওয়া যাবে। কেননা সামুর জন্য সময় আমার খুব কম।
তাই সামুতে এসে বসে থাকতে পারি না।

ধন্যবাদ ও শুভকামনা।

২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০

শরতের ছবি বলেছেন:



আচ্ছা তাই । তবে আপনি ঠিকই বলেছেন । সামু কবে গতিশীল হবে আল্লাহ জানেন।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৭

মনিরা সুলতানা বলেছেন: দেশের প্রেমের আল্পনা আঁকলেন চমৎকার !
শুভ কামনা শরতের ছবি :)

২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

শরতের ছবি বলেছেন:



কবিতায় আপনার ভাল লাগার ছোঁয়া লেগেছে ,আমার খুবই ভাল লাগছে । আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা অন্তর থেকে।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

শরতের ছবি বলেছেন:



আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে সুমন দা । ধন্যবাদ ।শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.