নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

বিমূর্ত পথিক

২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬



এক বিমূর্ত পৃথিবী
ঝিঁঝিঁ ডাকা নিস্তরঙ্গ রাত ।
একলা আমি
জারুলের গাছ পাশ ঘেঁষে
নিথর-স্পন্দনহীন ।

সম্মুখে দৃষ্টি, রুপালী চাঁদ
নীলাভ আলোয় মৃয়মান
অকুল পাথার,কুলহীন নদী
বুকে তরী ,ধীরগতি
পালে পবন গতিহীন
জলে বিচ্ছুরিত আলো
ঝাপসা অস্পষ্ট কিছু দূরে কালো ।

মর্মরে ওঠে পাতার ধ্বনি
নিস্তব্ধ প্রকৃতি
জীবম্মৃত আমি
অপেক্ষারত নিরন্তর পথ চলার ।
এক প্রত্যাশার ভেলায়
চেপে বসে আছি
কোথায় আছি ,কোথায় যাবো ?
ঠিকানা ? জানা নাই
শুধু জানি যেতে চাই !
চাওয়া -এতো শুধু-ই চেয়ে যাওয়া
পাওয়া-সেতো অনন্ত পথে এগিয়ে যাওয়া ।

এক স্তব্ধ-গতিহীন পৃথিবীর
এক বিমূর্ত পথিক আমি !
নাকি
কোন পরাবাস্তব পথে এগিয়ে চলেছি
আমার জানা নেই ।।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১২

সাদা মনের মানুষ বলেছেন: আপনার নামটার প্রতিই আমার অন্য রকম আকর্ষণ আছে :)

২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪

শরতের ছবি বলেছেন:


নামের সাথে ই কিছু একটা হয়ে গেল । লেখার সাথে আকর্ষণ হলে সার্থক হব। তবে আপনার নামটা ও পরিচ্ছন্ন ইমেজ নিয়ে চলে। আপনার নামটা প্রতি ও একটা কেয়ারনেস আছে বৈকি !
ভাল লেখতে চেস্টা করে যাচ্ছি । হয়ত একদিন লেখার প্রতিও আকর্ষণ হতেও পারে। ভাল থাকুন সাদা মনের মানুষ ।

২| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগল ,ছবিটা অসাধারণ । (জলসে ) ঠিক আছে কি ? এগিয়ে যান, শুভ কামনা রইল :)

২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬

শরতের ছবি বলেছেন:


ধন্যবাদ দৃষ্টিসীমানা। আপনাকে ভালই পাশে পাচ্ছি ।ভাল লাগছে। ভাল থাকুন ।ধন্যবাদ।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:
পৃথিবী প্রান্তরে যে রহস্যজলা,
বিছিয়েছে সুনিপুণ ছলাকলা,
পবনে পবনে গতিহীন,
চৈতের রাত ফুরিয়ে দিন,

তখনি মন-পবন বলে

এক স্তব্ধ-গতিহীন পৃথিবীর
এক বিমূর্ত পথিক আমি !




অসাধারণ লাগল। শুভকামনা!

২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০১

শরতের ছবি বলেছেন:


আপনার এক একটা মন্তব্য যেন....।

এগিয়ে যাওয়া্র রথ
আমার পথ চলা তাই হয়না শ্লথ ।
নিরন্তর শুভেচ্ছা ,শুভ কামনা সর্বদা ।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: প্রত্যাশার জয় হোক

সুন্দর লিখেছেন।

২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

শরতের ছবি বলেছেন:

আপনাদের পাশে পেয়েছি । ভাল মন্দে আপনার উপস্থিতি সত্যি উৎসাহ যোগায় । ভাল থাকুন ,সুস্থ থাকুন -সহজ হউক পথ চলা ।
এই কামনায় .......

৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

নীলপরি বলেছেন: এক স্তব্ধ-গতিহীন পৃথিবীর
এক বিমূর্ত পথিক আমি !
নাকি
কোন পরাবাস্তব পথে এগিয়ে চলেছি
আমার জানা নেই ।।


খুব ভালো লাগলো ।

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৬

শরতের ছবি বলেছেন:


আপনার প্রথম পদার্পণ আমার ব্লগে । স্বাগত নিরন্তর ।আমার কবিতা লেখার চেষ্টা সার্থক হল। আশা করি সর্বদা পাশে পাবো।
ভাল থাকুন , সুস্থ থাকুন -এই কামনা রইল।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: শরতের ছবি ,



একজন কবি যেখানে যেতে চেয়েছেন , শেষতক সেখানেই যাওয়া হবে হয়তো তার !

মোটামুটি লাগলো কবিতাটি ।
শুভেচ্ছান্তে ।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

শরতের ছবি বলেছেন:


জী এস ভাই , আপনি মোটামুটি বললেই ভাল । ভাল করার জীদ ধরে যায় । চেষ্টা অব্যাহত আছে । আপনার সুস্বাস্থ্য কামনা করি।
মাঝে মাঝে সময় করে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: নিঃসঙ্গ কবিতা।
নিস্তব্ধ কবিতা।
বিমূর্ত কবিতা।

ছবিটাও মানানসই।

নীলাভ আলোয় মৃয়মান........... ম্রিয়মান হবে।

শুভকামনা শরত।

০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১

শরতের ছবি বলেছেন:

বিজন রয় বলেছেন: নিঃসঙ্গ কবিতা।
নিস্তব্ধ কবিতা।
বিমূর্ত কবিতা।
একদম পারফেক্ট বলেছেন দাদা ।

ম্রিয়মান ঠিক করে নিলাম ।ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.