নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

নীল প্রেম

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০১



পাহাড় ডাকে দূর নীলিমায়
মেঘের দলে হারিয়ে যাওয়ার তরে
ডাকে ইশারায় ক্লান্ত দুপুরে
অবেলায় হৃদয়ের নিভৃত নিরালায় ;
কে জ্বালায় নীলাভ বাতি
রূপা রঙের জ্যোৎস্নায়
ভেসে যায় নিশুতি রাতি ।

নীলগিরির ঐ মেঘের বুকে মম নাম
কে নিখে গেছে যতনে ?
ছোঁয়া ছোঁয়া মেঘের পরশে
হৃদয় ভেসে গেছে !
মেঘ যেন কোমল পরশ মেখে
প্রাণের মাঝে কবিতা লেখে
উড়ে উড়ে দূরে গিয়ে
ক্ষণে ক্ষণে ফিরে আসে !

কে গায় নিশিদিন নীরব আবেশে
মম মায়াবন বিহারিনী মন
খোঁজে তারে অভিলাসে
উদাসীন অনুক্ষণ
এ সুর অচীন
কল্পলোকের বীণ
বেলা অবেলায় বাজে বাঁধাহীন
বাড়ে হৃদয়ের গহন ব্যথা চিনচিন ।


মেঘে ভেজা হৃদয়ের গহনে
নিভৃতে কার যেন নাম লিখে গেছে
সে কি পলাশ , তমাল-তরুর বনে ;
ফেলে আসা হৃদয়টা পেয়ে গেছে ?
পাখিদের কলতানে ;
হৃদয় মম আনমনে ফুড়ুৎ করে উড়ে গেছে
উথলা মালতি , ব্যাকুল পাখির ভিড়ে
নিজে কে হারিয়ে শেষে
শূন্য খোলসে ফিরেছিলাম ঘরে !!

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯

ধ্রুবক আলো বলেছেন: মেঘে ভেজা হৃদয় গহনে
নিভৃতে কে নাম লিখে গেছে
সে কি পলাশের বনে ;
ফেলে আসা হৃদয়টাকে পেয়ে গেছে ?
+++
খুব ভালো লাগছে

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২০

শরতের ছবি বলেছেন:



ধন্যবাদ মন্তব্য করে পাশে এলেন বলে । ভাল লাগছে কবিতা আপনার ভাল লেগেছে জেনে । ভাল থাকুন -কামনা রইল।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
নীল প্রেম ! কেন?

লালবাতি দিয়ে তো বিপদ সংকেত বোঝায় ।

চিন্তা করেন না, শূন্যতার মাঝে আছে পূরিপূরর্নতা !!!

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

শরতের ছবি বলেছেন:




প্রেমের রঙটাকে আমার কাছে নীল ই মনে হয় ।মানুষ বলে বেদনার রঙ নীল । বেদনা এত সুন্দর হয় নাকি !
তাইতো আমি আকাশের প্রেমে বুঁদ
,নীল যমুনা কিংবা সাগরের নামে অজ্ঞান।
নীল রঙটা সত্যি অনন্য ,শরতের আকাশে তাকালে তা বোঝা যায়।
প্রেমে পড়ে প্রেমিকেরা তার প্রেয়সীর কাছে নীল শাড়ি কিংবা নীল টিপ পরে আসার বায়না ধরে ।

আমি হৃদয়ে প্রেমের নীম রঙ এর আলো দেখেছি
নীলগিরির নৈসর্গিক প্রেমে পড়েছি
তাই --কবিতার নাম নীল প্রেম।
বোঝাতে পারলাম ?
লালবাতি ভয় পাই ,এ ব্যাপারে কিছু বলব না ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

সাহসী সন্তান বলেছেন: ঠিক সময়ে ঠিক কবিতা পড়তে পারলে মনের মধ্যে একটা দূর্দান্ত ফিলিংস কাজ করে! খুব ভাল লাগলো!

শুভ কামনা জানবেন!

০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০

শরতের ছবি বলেছেন:




ওয়াও ! দুর্দান্ত মন্তব্য । পাহাড়ে ঘুরতে গেছেন মনে হয় ?
যেখানেই থাকেন , আপনার অনুভূতিকে স্পর্শ করতে পেরেছি বলে দুর্দান্ত লাগছে আমার ও ।
সর্বদা আনন্দে থাকুন ,সুস্থ থাকুন -কামনা রইল।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি অত্যন্ত চমৎকার হয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

শরতের ছবি বলেছেন:




ধন্যবাদ ভ্রমর । ভাল থাকুন ,সুস্থ থাকুন আর লেখতে থাকুন --এই কামনা জানবেন নিরন্তর ।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬

বিজন রয় বলেছেন: প্রেমে নীল হতে হলে বুঝি শূন্য হতেই হবে কিংবা ফলাফল শূন্যতাই নীল প্রেম!!

পুরানো ঢঙে কবিতাটি লিখেছেন, তা শেষ পর্যন্ত বজায় রেখেছেন দেখে ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৬

শরতের ছবি বলেছেন:




অনেক ধন্যবাদ দাদা --আপনাকে দেখতে পাচ্ছি সামুতে নিয়মিত ।ভাল লেগেছে আপনার মন্তব্য। ভাল থাকুন ,দাদা।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর ভাবনার সুন্দর প্রকাশ । ভাল লেগেছে কবিতা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯

শরতের ছবি বলেছেন:




আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগছে । কবিতা ভাল লেগেছে জেনে উৎসাহিত হলাম । ধন্যবাদ ।শুভেচ্ছা রইল।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ! স্রেফ অসাধারণ।
বেশ ভালো লেগেছে।

১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

শরতের ছবি বলেছেন:




বহুত উদার মন্তব্য পেলাম । আপনাকে আমার ব্লগেও প্রথম পেলাম তাই স্বাগত জানাই । জানাই শুভ কামনা নিরন্তর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.