নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবস

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৪



মহান বিজয় দিবস
তুমি স্মৃতিতে ভাস্বর ,
প্রেরণা বাঙ্গালীর
তুমি বিজয় '৭১
১৬ ই ডিসেম্বর
একটি অঙ্গীকার ,
তুমি হৃদয়ে লেখা নাম
মুক্তিসেনার চরণে লাল সালাম ;
যাদের রক্তের দামে আমরা
এ দেশ পেলাম ।

তুমি ' উন্নত শির
ঐ শিখর হিমাদ্রীর '
তুমি পতপত উড্ডীন
বিজয় নিশান ,
বুকের গহীনে লাল সবুজ
রঙ তুলির কোমল পরশে
আঁকা স্মৃতিসৌধ ।
তুমি বাংলা গানের সুর
'সব ভুলে যাই তাও ভুলি না
বাংলা মায়ের কোল ।'


তুমি হৃদয়ে মাটির টান
তুমি লাঙল , তুমি জোয়াল
মাথায় গামছা বক্ষে বহুত জোর
আমি স্বপনে তোমার ডাকে যুদ্ধে নামি
শোষকের বুকে আঘাত হানি
ছিনিয়ে আনি লাল সবুজের রেশ
প্রিয় বাংলাদেশ ।

তুমি বোনের জ্বালা
ভাই হারানো অবিনাশী গান
মায়ের বুকে জ্বলছে আজও
'৭১-এর শ্মশান ,
এক নদী রক্তের দামে
দিকে দিকে বাজে
আজ বিজয়ের গান
আমার উল্লোসিয়া ওঠে প্রাণ
বাঁধ ভাঙে সব বাঁধার
দূর হয় সব আঁধার ;
সময় এসেছে দৃপ্তপদে
সামনে এগিয়ে যাবার ।


তুমি দীপ্ত তারুণ্যের জয়
মুখরিত কণ্ঠে জয় বাংলার জয়
'৭১ এর বিজয় ,
তুমি ১৬ ডিসেম্বর
আমি আকাশের বুকে
উড়িয়ে দিলাম সুখের কবুতর
''সারা বিশ্বের বস্ময়
তুমি আমার অহংকার ।"


তুমি অগুনতি ত্যাগ ;
তবু প্রাপ্তি অফুরান ।
তুমি শোষণ ছেঁড়া বাঁধন হারা প্রাণ
তুমি শাশ্বত , অমলিন , শিখা অনির্বাণ ।








মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
শুভেচ্ছা রইলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৭

শরতের ছবি বলেছেন:



ধন্যবাদ দাদা । আশা করি কুশলে আছেন । বিজয় দিবসের শুভেচ্ছা রইল যদি ও দেরী হয়ে গেছে । ভাল থাকুন সর্বদা ।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

অরুনি মায়া অনু বলেছেন: বিজয়ের কবিতা ভাল লেগেছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০

শরতের ছবি বলেছেন:



আপ্নার ভাল লেগেছে জেনে ভাল লাগছে । বিজয় দিবসের লেট শুভেচ্ছা । আপনার বিজয়ের নদী প্রবাহিত হউক সতত ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
দেশ নিয়ে লেখা কবিতার থেকে সুন্দর কবিতা আর হতেই পারে না। কবিতাটি ভাল লেগেছে।

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

শরতের ছবি বলেছেন:


ধন্যবাদ ।
শুভ কামনা ।
ভ্রমরের ডানা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.