নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতি বিলাস

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২



এসো নিশি পূর্ণিমাতে
নব বসন্তের দিনে
বিজন বনের ধারে
কিংবা পদ্মা নদীর বাঁকে
ঢেউগুলো যবে সোনালী রঙ মাখে
মালতিরা উদাস মাধবীরা ব্যাকুল
সৌরভ ছড়ায় বাতাসে
বসো মোর পাশে ,
মোর আঁচল পেতে
সাজিয়ে দেব হৃদয় ফুলে ।

তখন শিমূলের বনে
যদি ডাকে কোকিল কুহুতানে
খোঁজ না তারে ,কানপেতে শোন সুর
বাজে বাঁশরী ,ঐ দূরে
কী মধু মাখা আবেশে উদাসে
নিশিতে ,বেলা-অবেলাতে !

চেয়ো মোর মুখপানে ইচ্ছে যদি হয়
কথা নেই কোন প্রয়োজন
যেথা নিসর্গ কথা কয় -
ফাগুণের বাতাসে পূর্ণিমার আলোতে
যে কথা আছে লুকিয়ে শিশিরে
সিক্ত ঘাসে সবুজ মায়ায় ;
বুঝে নেব দুজনে আপন মনে ।

আর কী -ই বা আছে প্রয়োজন ,
যেখানে ছড়িয়ে এত কথা এত প্রাণ
হেঁটে হেঁটে চাঁদের পানে প্রকৃতি বিলাসে
হারিয়ে যাব মহাকালের অন্তহীন পথে
গেয়ে যাব গান হৃদয় বীণায় তারে
দুজনে সুরে সুরে -----

''ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি ...''

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
মিষ্টি চাওয়ার কবিতা। হৃদয়ের সকল গ্লানি মুছে যায়, এমন কবিতায়।

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩

শরতের ছবি বলেছেন:




আপনার মন্তব্য আমার জন্য প্রেরণার এক খন্ড নীলাকাশ, যেখানে চাইতেই মন ভরে যায় । ভাল থাকুন নিরন্তর.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.