নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

এখানে নদী জলে

২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬



এখানে নদী জলে
ভাসে প্রেম
স্থলে ভাসে সুখ
শিশিরে স্বপ্ন ভাসে
উর্বশী নীলিমায়
শুভ্র মেঘের ভাঁজে
ভাসে মায়াবী দু'চোখ ।

গোধূলীর রঙে মন
রচে স্বর্গের নীড়
সন্ধ্যার মায়াজালে
বাড়ে জোনাকের ভীড় ।

ঝরণা কন্যা চপলা
ধায় উচ্ছ্বল বেগে
নিথর পাথর জেগে ওঠে
কোন সে পরশ মেখে ;
বিহ্বল আবেগে সে নাচে
আকাশে বাতাসে
কত না সুর ভাসে !

এখানে সুখ নয় অধরা
সুখের পাখি দেয় ধরা ।
সুখ সুখ ঝরণা ধারা
নদীর বুকে স্রোতধারা
মোহনাতে ;
মিলন বাসর বাঁধে
তাথৈ তাথৈ অথৈ জলে
সূর্য নামে স্নানের ছলে
জলকেলিতে মাতে ,
রাজহংসীর সাথে ।

মিলনের বাঁশি বাজে
ঐ দূরে পলাশ বনে
প্রণয় জাগে কোকিল গানে
ত্বরিতে বসন্ত নেমে আসে
মাতাল হাওয়ায় চাঁদের দুলকি
বেসামাল আলো ঢালে জলে-স্থলে ।

প্রেমের হ্যামেলিনের বাঁশিওয়ালা
পূর্ণিমার নিশীথ রাতে
নির্জনে বসে হাসে !
গৃহত্যাগী সঙ্গে নিয়ে হারায়
কোথায় ;
কোন অচীনে
কে তা জানে !

ছবি ঃ আপন হাতে তোলা ২০১৫ সালে নিজ এলাকায় লঞ্চে বসে বাড়ি যাওয়ার সময়ে ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

বর্ষন হোমস বলেছেন:


খারাপ না

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৮

শরতের ছবি বলেছেন:




কবিতা পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ । শুভেচ্ছা রইল আপনার প্রতি ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো....,

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২১

শরতের ছবি বলেছেন:



ধন্যবাদ ধ্রুবক আলো । সব সময় পাশে পাই আপনাকে । সেই জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ । ভাল থাকুন নিরন্তর .....

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: প্রকৃতির সুন্দর গুণগান । ভাল লেগেছে ।

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৭

শরতের ছবি বলেছেন:


প্রকৃতি সুন্দর থাকলে আমি আপনি সবাই সুন্দর এবং ভাল থাকি । প্রকৃতিই জীবন । প্রকৃতই আমার প্রেম --তাই গুণগান করি তার ।
শুধু আকাশের ধ্রুব তারার দিকে তাকিয়েই আমি যেন কাটিয়ে দিয়ে পারি হাজার বছর .......।

আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে । শুভ কামনা । ভাল থাকুন সর্বদা ।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

বিলিয়ার রহমান বলেছেন:
শরতের ছবি

সুন্দর লিখেছেন!:)

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪

শরতের ছবি বলেছেন:



ধন্যবাদ বিলিয়ার রহমান । অনেকদিন পর আপনাকে সামু ব্লগে দেখলাম বোধ হয় । কোথায় ছিলেন ?
আশা করি ভাল আছেন । ভাল থাকুন সবসময় এই কামনা রইল । :)

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: গোধূলীর রঙে মন
রচে স্বর্গের নীড়
সন্ধ্যার প্রীতিডোরে
বাড়ে জোনাকের ভীড় ।


ভালো লাগলো ।

জীবন বাবুর জল প্রেমের মত .............

২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩

শরতের ছবি বলেছেন:


আপনাদের একটুখানি ভাল লাগা
আমার অনেকখানি এগিয়ে যাওয়া !

শুভেচ্ছা ,শুভ কামনা নিরন্তর পথচলায় ....

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

আহমেদ জী এস বলেছেন: শরতের ছবি ,




জীবনের নদী জলে এমনি করেই ভাসুক যাবতীয় সুখ , শিশিরের শব্দের মতোই প্রেম ।

ভালো হয়েছে ।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

শরতের ছবি বলেছেন:



আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম আজ ।বলেছেন -ভালো হয়েছে । এইটুকুই অনেক বড় মনে হয় । সময় করে কবিতার জন্য মন্তব্য লিখেছেন,সেজন্য অনেক অনেক ধন্যবাদ ।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: গোধূলীর রঙে মন
রচে স্বর্গের নীড়
সন্ধ্যার মায়াডোরে
বাড়ে জোনাকের ভীড় ।
----

ভাল লাগল আপনার প্রকৃতিপ্রেম!! অনেক শুভকামনা!!

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

শরতের ছবি বলেছেন:



আপনাকে দেখে বেশ ভাল লাগছে । আমার ব্লগে আপনাকে সু-স্বাগত । অনেক দেরী করে রিপ্লাই করলাম বলে দুঃখিত । আশা করি ভাল আছেন । ভাল থাকুন এই শুভকামনা রইল ।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
প্রেম যেন নদীর দুকুল ছাপিয়ে আমার বাড়ির আঙিনায়। দুর্দান্ত কবিতা!

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০২

শরতের ছবি বলেছেন:



অনেক সরি দেরী করে ফেলেছি । কমেন্ট টা খোঁজে পাচ্ছিলাম না । আজ খোঁজে খোঁজে বের করলাম । অসম্ভব ভাল লাগার মন্তব্য । সত্যি আপ্লুত হবার মত ! ভাল থাকুন ।শুভেচ্ছা নিরন্তর ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.