নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

তৃষিত মন

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫




আহা ! কী অপরূপ আমার দেশটি
অঙ্গ জুড়ে সবুজ-শ্যামল শাড়ি
সে যেন গো রঙের দেবী
ছয় ঋতুতে নয় রূপিণী
মন হরিণী অনিন্দ্য সুন্দরী
তবুও আমি গৃহ কোণে কপাট দিয়ে থাকি
আমি নিজের খাঁচায় নিজেই বন্দি পাখি !

বাহিরপানে ডাকে আমায়
রূপ সুধার হেমেলিনের বাঁশি
নিশিদিন বাজে কানে ....
"এমন দেশটি কোথাও খুজে পাবে নাক তুমি
সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি ।"

ইচ্ছে করে বদ্ধ দুয়ার খুলে দিয়ে
শহর ছেড়ে অনেক দূরে যাই পালিয়ে
আকাশ যেথায় নদীর বুকে ভাসে
সূর্য যেথায় জলের মাঝে হাসে
মাটির ঘরে সন্ধ্যা-প্রদীপ জ্বলে
প্রজাপতি ঘাস-ফড়িং উড়ে স্বপ্নের আড়ে
জোনাকিরা সবুজ আলো জ্বালে অরণ্য-নীড়ে
বনবাদাড়ে পাতার ফাঁকে জ্যোৎস্না হেসে ওঠে ।


হেথায় সর্ষে ফুলের হলুদ-রঙা ঢেউয়ের বুকে
সবুজের মাতাল হাওয়ায় করি ছুটাছুটি ;
রুপালী ঢেউয়ে জলসিড়ি নদীর জলে
ডুব সাঁতারে এপার অপার করি
ইচ্ছা খুশির কাদা-জলে লুটোপুটি খেলি
কিংবা পদ্ম-পাতা শাপলা জলে
পাতিহাঁসের পাখনা ছুঁয়ে ফেলি ।

মাটির গন্ধ বুকে নিয়ে
ঝরনা পায়ে ছন্দ তুলে
ভেসে যাই নদীর জলে
পালতোলা ঐ রঙিন-দিনে
মাঝির সুরের মধু মেখে
মিশে যাই ফসলের ঐকতানে
ভ্রমরের গুণগুণ সুর নিয়ে
হারিয়ে যাই চেনা হতে অচীনে ।।






মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৮

সরকার আলমগীর বলেছেন: খুব সুন্দর লাগল

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

শরতের ছবি বলেছেন: আমার ব্লগে আপনাকে দেখে ভাল লাগছে । এখানে সুস্বাগত আপনাকে । ভাল থাকবেন ।শুভ কামনা রইল ।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর হয়েছে!

সত্যি.............

"এমন দেশটি কোথাও খুজে পাবে নাক তুমি
সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি ।"


০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ সুহৃদ বন্ধু । আশা করি ভাল আছেন ।ভাল থাকুন এই শুভ কামনা জানবেন ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:
আমার দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন,
শস্য শ্যামল হরষ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন......

দেশের মাটি নিয়ে লেখা, প্রকৃতির কাছাকাছি মনের সাথে সংযোগ স্থাপনকারী কবিতার বলয়ে বারবার আসতে হবে। খুব ভাল একটি কবিতা পড়লাম! শুভকামনা কবি!

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০১

শরতের ছবি বলেছেন: আমার কবিতাগুলো আপনার পথপানে অধীর হয়ে চেয়ে থাকে । আপনি এলে যেন কবিতারা ডানা মেলে উড়ে ।
পূর্ণতা পায় কানায় কানায় ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

রানা আমান বলেছেন: এই প্রথম পড়লুম মনে হয় আপনার লেখা, ভালো লিখেছেন ।

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৯

শরতের ছবি বলেছেন:

জী ! এই প্রথম আমি আপনাকে পেলুম আমার কবিতায় । আমার ব্লগে আপনাকে সু-স্বাগতম । ভাল থাকুন -এই শুভ কামনা রইল ।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭

খায়রুল আহসান বলেছেন: দেশাত্মবোধের কবিতা। ভাল লাগলো।

০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৫

শরতের ছবি বলেছেন:



ধন্যবাদ আপনাকে কবিতা পড়ার জন্য । আপনার সু-স্বাস্থ্য কামনা করি । আশা করি ভাল আছে । শুভেচ্ছা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.