নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

শৈশবের দিনগুলি

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮



নিঃশব্দে স্বপ্নের মাঝে
আমার শৈশবের দিনগুলি ফিরে আসে
রাতভর কেটে যায় ঝোপেরে ধারে
বনপাখিদের ভিড়ে
কোলাহলে মুখর আমি
ফিরে যাই ফেলে আসা দিনে !

জোড়বিলার জলে হাঁসগুলি যায় ভেসে
আমি জলজ কলমির জলে যাই মিশে
শাপলা,শালুক প্যাঁচিয়ে ধরে আমায়
বলে কতকাল আসোনি পাশে
অবেলায় এসেছো আজিকে !

শ্রোতা রূপে নীরবে কানপেতে শুনি
সবুজ ধান ক্ষেতে কিষাণের ধ্বনি
হাঁকডাক হালের গরুগুলি
ফিরে যায় বেলা গোধুলি
অদূরে জ্বলে নিভে
ঝোপের জোনাকি !

রাখালে বাঁশি বাজে নিরবধি
হৃদয়ের ধার ঘেঁষে
বহে রুপালি নদী
দুষ্টু ছেলের দলে মিলে
করি মাছ ধরাধরি
ভুলে যাই ঘরে ফিরা
অবেলায় ফিরি তাই
পাই মায়ের বকুনি
পরক্ষণে ভুলে গিয়ে
সন্ধ্যার আঁধারে 'ভুতভুত ' খেলি !



ভালবাসার হাত বাড়িয়ে
মা এসে নিরবে ডেকে যায়
ক্ষেতের আ'লে ঘাসের শিশির
জড়িয়ে ধরে পায় ,
মাসকলাইয়ের সবুজপাতা
পিছু ডাকে , ফিরে যাই
সুখের গহন বেলায় !

অদৃশ্য এক বাঁশি বাজে হৃদয় গহনে
সেই অস্ফুট সুর আমায়
কেবলি ধাওয়া করে অবেলায়
ফিরিয়ে নিতে চায় নির্জনে
পদ্ম ফোটা কাজল দীঘির জলে ।

হারাতে চায় সন্ধ্যার মায়াজালে
কেটে গেল বেলা লুকোচুরি খেলা
কিছু না বুঝিতে !
শৈশবের দিন গুলি
যেন গোলাপের পাপড়ি
মন বলে তাই ভ্রমর হয়ে
উড়ে আমি যাই ?
আমি কেমনে রাখি ধরে ?

ধূপছায়া আঁধার নেমে এলে
কে যেন ডাকে আমারে ;
স্মৃতিপটে কী যেন বলে যায় চুপিসারে !
ভাবি আনমনে, মেঠোপথে কত দূরে হারিয়ে
কত কথা কত সুধা লয়ে ফিরে এসেছি ঘরে
রাত ঘুমে কত স্বপ্ন বুনেছি আগামীর তরে !

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
সুন্দর কবিতার জন্য শুভেচ্ছা।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

শরতের ছবি বলেছেন:



আপনাকে স্বাগতম
আপনি এলেন এই প্রথম ।
ফুল পেয়ে ধন্য হয়েছি
শুভ কামনা জানবেন দিবানিশি ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:
প্রকৃতি নিয়ে লেখুন পড়ুন দেখুন! লেখা চলুক! কবিতা ভাল লেগেছে! শুভকামনা!

২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৪

শরতের ছবি বলেছেন:



আপনার উপদেশ ফলো করছি । কবিতা ভাল লেগেছে আপনার তাই প্রেরণা পাচ্ছি । শুভেচ্ছা নিরন্তর .....

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: শরতের ছবি

কবিতা ভালো হয়েছে!:) চেষ্টা করলে আর একটু ভালো করতে পারতেন হয়তো!:)

লাইক!:)

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৪

শরতের ছবি বলেছেন:



ধন্যবাদ বিলিয়ার রহমান । এবার দেখুন কিছু এডিট করলাম আপনার কথায় । এবার ও মন্তব্য করে জানাবেন কেমন হল ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭

সাদাত তানজির বলেছেন: ভালো লাগলো...

ধন্যবাদ এত সুন্দর কবিতা লেখার জন্য...

২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭

শরতের ছবি বলেছেন:




আপনাকে প্রথম পেলাম আমার ব্লগে । আপনাকে স্বাগত । কবিতা সুন্দর হয়েছে বলে আমাকে উৎসাহিত করবার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৮

অতৃপ্তচোখ বলেছেন: ভালই লাগলো শৈশব স্মৃতি।

২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

শরতের ছবি বলেছেন:




আপনার শৈশব স্মৃতি ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে । ভাল থাকুন সব সময় । শুভেচ্ছা রইল ।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতা খানি খুব সুন্দর হয়েছে, +++
শৈশবের দিন গুলো মনে পরলে খুব কষ্ট লাগে দিন গুলি আর ফিরে আসবে না!

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

শরতের ছবি বলেছেন:




শৈশবের দিনগুলি এমনই ,কাঁদায় আবার হাসায় । যখন ছোট ছিলাম তখন চাইতাম তাড়াতাড়ি বড় হতে । বড় হয়ে এখন আবার শৈশবকে ফিরে পেতে ইচ্ছে করে । এটাই হয় সবার ক্ষেত্রে । সামনের দিন আপনার সুন্দর ও সুখময় হক--এই কামনা জানবেন ।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২১

বিলিয়ার রহমান বলেছেন: আমার কথা বিবেচনায় নিয়ে এডিট করার জন্য ধন্যবাদ!:)

তবে আমি অতৃপ্ত এবং বিশ্বাস করি আপনার দ্বারা আরো ভালো লেখা সম্ভব!:)


২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭

শরতের ছবি বলেছেন:




বিশ্বাস মানুষকে এগিয়ে নেয় । আমার এই বিশ্বাসের জন্য ধন্যবাদ ভাই । খুব তাড়াতাড়ি রেসপন্স করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই । নিরন্তর শুভেচ্ছা জানবেন .....

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: আমার মন্তব্যের উত্তর প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ শরতের ছবি!:)

আপনার পোস্টে আরো কয়েকজন মন্তব্য করেছেন! তারা নিশ্চয়ই আপনার উত্তর প্রত্যাশা করছেন!:)

২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯

শরতের ছবি বলেছেন: আপনাকে ধন্যবাদ । ব্যস্ততার ফাঁকে ফাঁকে উত্তর গুলো লিখতে হয় তাই উত্তর দিতে দেরী হয়ে যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.