নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

শতরূপা

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০১


যখন দেখি চন্দ্র মল্লিকা ফুটেছে
বাগান জুড়ে রাজ্যের রূপ লয়ে
আমি তখন যাই ভ্রমর হয়ে
ফুল ছুঁয়ে উড়ে উড়ে বেড়াই ।
যখন দেখি থোকা থোকা শিউলি ফুল
ছড়ানো প্রভাত বেলায়
আমি তখন ফুল কুড়িতে হারাই ।

যখন প্রজাপতি উড়ে তিড়িং বিড়িং ঢঙে
আমি তখন বাতাস হয়ে মিশে যাই
সেই প্রজাপতির ডানায় ,
আমার মন ভ্রমরা নিজুত রঙে রাঙে
আনন্দে উদ্বেলিত হয়ে আমি
যাই হারিয়ে নিরুদ্দেশের দেশে ।



যখন কোকিল ডাকে প্রণয় ভরে উচ্ছ্বল-বসন্ত দিনে
আমি তখন গহীন বনের সবুজ পাতায় মিশে যাই
আনমনে ...
হেমন্তে মায়াবি ঘাসের বুকে যখন ঝরে পড়ে শিশির
আমি তখন অরুনিমার সোনালি রোদের
অপরূপ আলোরিকায় ভেসে যাই কল্প-রঙে
আলতো করে শিশির মাখি হৃদয় ভরে !

যখন তাকাই শরতের উদ্দাম নীলায়
আমি তখন মিশে যাই সাদা মেঘের ভেলায়
যখন সাগরের সুনীল জলে চোখ বুলাই
নিমিষেই শঙ্খচিল হয়ে যাই !

যখন ঝিঁঝিঁ পোকা ডাকে গুঞ্জরণে
আমি তখন মিশে যাই নিস্তব্ধ রাতের গভীরতায়
নিশিথ পূর্ণিমা রাতে
আমি জ্যোৎস্নার বিমূর্ত খেয়ায় চড়ে বসি অজানায়
সম্মোহনী রূপের অচিন কোন পাহাড় চূড়ায় !

আমি এক শতরূপা পৃথিবীতে বেঁচে থাকি শত রূপে
কেবলি বদলে যাই এক রূপ হতে অন্যরূপে
অসীম রূপের এক মানসী আমি
নিসর্গ রূপের ফাঁদে ফেঁসে গেছি !

ছবি ঃ কালেক্টেড

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল লেগেছে।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২

শরতের ছবি বলেছেন:



আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে । আশা করি ভাল আছেন ।ভাল থাকুন সর্বদা এই কামনা করছি ।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালোলেগেছে ছবিগুলা।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪

শরতের ছবি বলেছেন:



ধন্যবাদ সামিউল । ছবিগুলো সত্যিই সুন্দর ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

ভাবুক কবি বলেছেন: বাহ! ভালই লাগল

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

শরতের ছবি বলেছেন:



ভাবুক কবির কবিতা ভাল লেগেছে আমারও ভাল লাগছে । শুভেচ্ছা জানবেন ।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগা রইল ++++

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

শরতের ছবি বলেছেন:



ধন্যবাদ শাহরিয়ার । কবিতা প্লাস পেয়ে ভাল লাগছে । অন্তহীন শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.