নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

২১ আমার ভাইয়ের রক্তে স্নাত

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৩



সালাম রফিক বরকত জব্বার
লহ হাজার সালাম ;
বুকে নিয়ে এক বৃক্ষ পলাশ
শহিদ বেদী ছুঁয়ে দাড়ালাম !

হাত উঁচিয়ে কপালে ঠেকাই
বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই
তোমাদের ক্ষয় নাই !
অশ্রু জলে বলে যাই
তোমাদের বুকে দিয়েছি ঠাই
ভুলি নাই ,তোমাদের ভুলি নাই !

আজি ঝরাপাতারা মর্মরে ওঠে বেদনায়
পলাশ শিমুল ক্রোধে দাঁড়িয়ে রয়েছে ঠায়
কোকিল ২১ এলে মুখ খোলে
বাংলায় কথা বলে ;
শহিদের নাম ধরে দোয়েল
শোক-সারি গান ধরে ।

আমার বর্ণমালায় তোমাদের মুখায়ব হাসে
'২১ এলে তোমাদের স্মৃতি
এখানে ওখানে ভাসে
রক্তের দাগ জেগে ওঠে মাটিতে
আমি কেবল দাঁড়িয়ে দেখি নীরবে ।

বর্ণমালার বয়স যত
আমার বয়স তত
আমার জন্ম ;বর্ণমালার মত
ভাইয়ের রক্তে স্নাত !

আমার ভাষা ভাইয়ের রক্তে ভেজা
কেন বা '২১ রক্তে ভেজালে তোরা
কেন বা কেড়ে নিলে
আমার ভাইয়ের তাজা প্রাণ ?
সেই রক্তের দাম
কেমনে দিই প্রতিদান ?
আমার হৃদয়ে কেবল অনুরণিত হয়
সেই শ্বাশত গান --

''আমার ভাইয়ের রক্তে রাঙানো
২১ শে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি ?''
তোমাদের নাম জপে
যেন বাংলার বুকে মরি ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ++
:)
একুশে ফেব্রুয়ারী ১৯৫২ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা...

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:২০

শরতের ছবি বলেছেন: ব্যস্ততার জন্য উত্তর দিতে দেরী করে ফেলেছি । আশা করি ক্ষমা করবেন । ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি !!

সুন্দর লিখেছেন ।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:২০

শরতের ছবি বলেছেন: ব্যস্ততার জন্য উত্তর দিতে দেরী করে ফেলেছি । আশা করি ক্ষমা করবেন । ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.