নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিয়া

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৯




আমার ছিল বসবাস
চারিদিকে পাখিরদের উচ্ছ্বাস ;
কাছে দূরে মন জুড়ানো শিশির সিক্ত ঘাস
ঝিলের জলে ভেসে যেত রাজহংসী পাতিহাঁস ।

আমার এখন হাঁসফাঁস
বন্ধ হয়ে আসে নিঃশ্বাস
নেই খোলা বাতাসের আকাশ
আকাশ ছোঁয়া ইমারতে
মরে গেছে আকাশে উড়ার স্বাধ !

এখানে ফুল নেই বাগানে
উড়ে না অলি ফুলে
বসন্ত বাতাসে আসে না
মুকুলের ঘ্রাণ
হাঁটি না ঘাসের 'পর
মনের গহন চরে
জাগে না সুখের শিহরণ ।

হাওড় ভাসিয়ে উঠে না পূর্ণ চাঁদ
বাজে না বাঁশি ,
উচাটন মন বন্দি বাতায়ন
টলমল জলে ভাসে না নৌকা
শুনি না ভাটিয়ালি গান !

মন ফিরে যায় সেথা
বসন্ত আগমনে গাছেতে আদুরে পাতা
উঠোনে মাদুর পাতা
মুখোমুখি বসে মা-চাচীদের কথকতা
জীবনের সমান্তরাল সুখ দুঃখ গাঁথা ।

ছিল পুকুর পাড়ে হিজল বকুল
বনফুলে অলিদের আসা যাওয়া ।
এখন আর দেখিনা তমাল , তরু লতা
দেখি না সর্ষে ফুলে ভোমরার মাদকতা ।
মনে পড়ে সেই বাঁশির টানে আমি বনলতা
নদীর চরে কেটে গেছে কত সোনালি বেলা !

এখন আমি ব্যস্ত ভীষণ
পঁচিশ বছর হয়েছি শহর বাসি
ইট পাথরের কংক্রিটে
বন্দি খাঁচার পাখি ।
তবু ও আমি অবোধ
গ্রাম্য রয়ে গেছি
অবেলায় আজি নস্টালজিয়ায় ভুগি ;
নির্জনে তাই একলা বসে ভাবি ,
সোনার শৈশব ফিরে পাবার
আছে কি কোনো পদ্ধতি ?

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই শহরবাসী বন্দি জীবন
এমন বৃষ্টির দিনে গ্রামে কত আরাম ছিল

সুন্দর হয়েছে আপি

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৬

শরতের ছবি বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম । ভাল লাগছে আপনাকে দেখে । আশা করি ভাল আছেন । ভাল থাকুন সর্বদা এই কামনা রইল।

২| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২০

মানবী বলেছেন: চমৎকার!

মন ছুঁয়ে যাওয়া ছবি আর সুন্দর কবিতার জন্য ধন্যবাদ শরতের ছবি।

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০২

শরতের ছবি বলেছেন: অশেষ ধন্যবাদ মানবী মন ছুঁয়ে যাওয়া মন্তব্য করার জন্য । আমার ব্লগ পাতায় স্বাগতম ।

৩| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬

শরতের ছবি বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ । শুভ কামনা নিরন্তর ।

৪| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

ধ্রুবক আলো বলেছেন: সোনার শৈশব ফিরে পাবার
আছে কি কোনো পদ্ধতি ?
শৈশব তো আর ফিরে পাওয়া যাবেনা, গ্রাম্য জীবন গুলোও বদলে ডিজিটাল হয়ে যাচ্ছে।

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১০

শরতের ছবি বলেছেন: গ্রাম্য জীবন গুলোও বদলে ডিজিটাল হয়ে যাচ্ছে '---- সত্যি কথা । মন্টা কেমন করে যেন । ধন্যবাদ ধ্রুবক আলো। যা ফিরে পাওয়া যায় না তার জন্য মন কাঁদে নিভৃতে ।

৫| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি আপি। আপনি?

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৫

শরতের ছবি বলেছেন: ভাল থাকার চেষ্টা করি । কখনও ভাল থাকি কখনও মন্দ থাকি । এইভাবেই চলে যায় জীবন চক্র । ধন্যবাদ ছবি বন্ধু ।

৬| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার আকুতি খুব ভাল লেগেছে! মাটির প্রতি এই ভালবাসাই বাংলার মানুষের অহংকার!

০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৪

শরতের ছবি বলেছেন: অবশেষে ভ্রমর এলো ডানা মেলে
ভয় হয় সে যে উড়ে যাবে ;
সে কেন রে এমন করে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.