নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

নারী

০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৯

আমি নারী
পাহাড়ে জ্বালাই দ্বীপ শিখা
আকাশে উড়াই ঝান্ডা
পাতালে কুড়াই স্বর্ণকনিকা
হাল ধরি হালের
দাড় টানি নৌকার
তবু যদি ভাবো দুর্বল
এই দায় কার ?
নারীকে ভাব মানুষ
এই দাবী আজ সময়ের ।

আমি নারী
থাকি অন্যের বাড়ি ,
তবে সব বাড়িকেই
আমার বাড়ি ভাবি ।
আমার এক হাতে কলম
অন্যহাতে হাড়ি ।

এক হাতে রাঁধি
অন্য হাতে বাড়ি
অবশেষে মনে মনে কাঁদি
আমি পাই না সহযোগী ।

পেটের পূজায় বেহুঁশ আমি
জনে জনে খুশি রাখি ;
এই আমি ব্রত নিয়েছি
আমি বাঙ্গালী নারী
নিজেকে দিই ফাঁকি ।
আমি চাইনা কিছু
সবই তো পেয়েছি ।

এখানে হাড়ির তলায়
প্রতিভার ছড়াছড়ি
চাল ধোয়া পানির সাথে
করে গড়াগড়ি ।

আমি বাঙালী নারী
সংসারকে ভীষণ ভালবাসি
ত্যাগ তীতিক্ষার বিনিময়ে
ফোটাই সবার মুখে হাসি ।
নিজ বিলাস ত্যাগ করে
ধূ্পের মত জ্বলি ।

বিনিময়ে কী পেয়েছি
কী পাব না তা আমি
মোটেও ন' ভাবি
আমি ত্যাগের মাঝেই
সুখ পেয়েছি ;
আমি বাঙ্গালী নারী ।

দুঃখ আমার তখনই হয়
যারে রাখি উদরে
সে রাখে মোরে দূরে বৃদ্ধাশ্রমে
তবু তারেই রাখি হৃদ-কমলে
আছে কী সে ভাল
হয়নি তো বিপদ কোনো ?
ভাবি ক্ষণে ক্ষণে !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৭

কামরুন নাহার বীথি বলেছেন:
দুঃখ আমার তখনই হয়
যারে রাখি উদরে
সে রাখে মোরে দূরে বৃদ্ধাশ্রমে
তবু তারেই রাখি হৃদ-কমলে
আছে কী সে ভাল
হয়নিতো বিপদ কোন ?
ভাবি ক্ষণে ক্ষণে !
--------

সব বঞ্চনা সইবার শক্তি থাকলেও এটা চরম কষ্টকর!!! :(
ভাল লাগল আপনার লেখা, অনেক অনেক শুভেচ্ছা!!!

১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

শরতের ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বীথি । কথাগুলো সার্বজনীন ,সত্য । কোথাগুলো কবিতার জন্য নয় । কবিতা কথাগুলো প্রকাশের মাধ্যম মাত্র । আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি । ভাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.