নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

বাঙালি হয়ে আমি কি মানুষ নই ?

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২

(এটা আমার কবিতা নয়
আমার ছোট বোনের ছেলে ক্লাশ টেনের ছাত্র )
এ বয়সে তার যে অনুধাবন সেটাকে আমি শ্রদ্ধা জানাই ।আবেগ আপ্লুত হয়ে গেছিলাম তার উপস্থাপনা দেখে । তাই সবার সাথে শেয়ার করছি । একবার পড়ে দেখার অনুরোধ রইল । আসলে কবিতা লিখে ফেলেছে সেজন্য নয় বরং এই বয়সে তার ভাবনাকে আমি দেখাতে চেয়েছি সকল কে ।)

-------
বাঙালি বলে আমি কী মানুষ নই
--------
মাসনবী ইব্রাহিম রুমি
----
আমি তো দেখিনি সেদিন বাঙালী দিয়েছে প্রাণ
আমি তো শুনিনি হাজারো মায়ের বুক ফাটা ক্রন্দন ।
রাজপথ কেন রঞ্জিত হয়েছিল রক্তে আমি বুঝিনি
হায়েনারা বাঙালীর প্রাণ করেছিল সংহার আমিতো দেখিনি
সেই ৭ই মার্চের ভাষণ আমিতো শুনিনি
তবু কেন বাড়ে রক্তের কাঁপন ?
সালাম জানাই তাঁদের যারা দেশের তরে দিয়েছেন প্রাণ
সালাম জানাই তাঁদের তারাইতো আজ শ্রেষ্ট বাঙালী
তারাইতো ভাই মহান ।
শ্রেষ্ট মানব বঙ্গবন্ধু ,তিনি জাতির সম্মান ।

সালাম সেই মায়েদের যারা স্বাধীনতার জন্য সন্তান দিয়েছেন কুরবান
সালাম সেই ভাইয়েদের যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন বিসর্জন
আমি কি পারতাম ?
আজ ব্যথিত মনে বলি কোথায় সেই বীরদের সম্মান
যারা দেশকে বাঁচাতে করেছেন লড়াই আপ্রাণ ?

তোমরাই তো , হ্যা তোমাদেরেই বলছি -
বাংলার সাথে ইংলিশ মিশিয়ে হয়ে গেছ বাংলিশ
দেশ ছেড়ে নিজের মেধা বিকিয়ে দিয়ে
করছ সুখে বাস ।
বেশ বেশ , সাবাস ।
এই দেশেতে এখন কেন জঙ্গি জালিমের বাস
এখন ও রক্ত জড়ায় আমার ভাইয়ের
কেমন দুঃসাহস ,
ইচ্ছে করে স্টেনগানে , মেশিন গানে
করি তাদের শেষ !

এ দেশেতে জন্ম যাদের নিজেকে ভাবে হীন
তারাই নিজের মেধা পাচার করে হয়ে গেছে পণ্য ।
বাঙালি হয়ে আমি কি মানুষ নই ?
সবার কাছে প্রশ্ন আমার একটু জানতে চাই
ধৈর্য ধরে বসে আছি ,জবাব আমার চাই ।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, কবিতা লিখতে পারেে না, এমন বাংগালী আর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না।

অনুধাবন মোটামুটি ভালো; শেষ প্যারার অনুধাবন ভুল ও প্রশ্নটা অবান্তর।

ভাগিনা পড়ালেখা করুক, ছাত্র রাজনীতি যেন করতে না হয়।

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫

শরতের ছবি বলেছেন: ভুল কেন , আমার কাছে তো ভুল মনে হয়নি ? আপনি দেখা যায় এক মহা পন্ডিত । ন্যাগেটিভ মন্তব্যের ভাঁড়ার । বাজে আপ্রচ । আমাকে আপনার মন্তব্য না করলে ও চলবে । প্রয়োজন হলে রাজনীতি ও করবে , তাতে কোন বাধা নেই । অতি পন্ডিতি হল সমস্যা । আপ্নে কিছু কবিতা লিখবেন এবং কন্টিনিউ করবেন । তাহলে হয়তো নতুন কোন নজরুল অথবা রবি জুটে যেতে পারে ।

২| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন,
" ভুল কেন , আমার কাছে তো ভুল মনে হয়নি ? "

-আপনার কাছে ভুল মনে হয়নি, কারণ হতে পারে, আপনার ভাগিনার লেখা, মামা-ভাগিনা; অন্য কারণ হতে পারে, আপনি ভাগিনা থেকে আরও কম বুঝেন।

ভাগিনার জন্য শুভেচ্ছা, ভালো করুক!

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩

শরতের ছবি বলেছেন: জ্ঞাজি সাব আপ্নে বড় ' .. 'জি । সোব কিচুটে ভুল ডোরেন । কিচুই পারফেক্ট না আপ্নে বাদে । এক মহা পন্দিত । থাকে কার বাড়িত । আমি কম বুঝি , আপ্নে বেশি বুঝেন । কি করছেন ? কয়টা গাজি ভাড় লেখছেন ? দেখে ,পড়ে পন্ডিত হইয়া যাইতাম ?

৩| ২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১১

সোহানখুলনা বলেছেন: উপরের লেখা গুলা ঠিক ছিল কিন্তু নিচের লেখা গুলা ,এই কবিতার সাথে ছিমছাম আছে । তাই আমার ব্যাক্ত এখানে ,এই যে, যে বিষয় নিয়ে লিখবে সে বিষয়ে সত ভাগ থাকতে হবে তাহলে আর সুন্দর হবে ।
তোমরাই তো , হ্যা তোমাদেরেই বলছি -
বাংলার সাথে ইংলিশ মিশিয়ে হয়ে গেছ বাংলিশ
দেশ ছেড়ে নিজের মেধা বিকিয়ে দিয়ে
করছ সুখে বাস ।
বেশ বেশ , সাবাস ।
এই দেশেতে এখন কেন জঙ্গি জালিমের বাস
এখন ও রক্ত জড়ায় আমার ভাইয়ের
কেমন দুঃসাহস ,
ইচ্ছে করে স্টেনগানে , মেশিন গানে
করি তাদের শেষ !

এ দেশেতে জন্ম যাদের নিজেকে ভাবে হীন
তারাই নিজের মেধা পাচার করে হয়ে গেছে পণ্য ।
বাঙালি হয়ে আমি কি মানুষ নই ?
সবার কাছে প্রশ্ন আমার একটু জানতে চাই
ধৈর্য ধরে বসে আছি ,জবাব আমার চাই ।

২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

শরতের ছবি বলেছেন: কি বোঝাতে চাইলেন ? কিছুই বোঝা গেল না ।

৪| ২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনোযোগ দিয়ে পড়েছি। খুব ভাল লেগেছে। ওরা নিজের দেশ ও জাতিকে যত ভাল বুঝবে ততই মঙ্গল।

১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ কবিতাটি মন দিয়ে পড়ার জন্য । আমি দুঃখিত সময় মত উত্তর না দেয়ার জন্য । ভাল থাকুন , সুস্থ থাকুন --এই কামনা রইল ।

৫| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৭

সোহানখুলনা বলেছেন: উপরের লেখা গুলা ঠিক ছিল কিন্তু নিচের লেখা গুলা ,এই কবিতার সাথে ছিমছাম আছে । তাই আমার ব্যাক্ত এখানে ,এই যে, যে বিষয় নিয়ে লিখবে সে বিষয়ে সত ভাগ থাকতে হবে তাহলে আর সুন্দর হবে ।

৬| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩০

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো +।
আপনার ভাগিনার জন্য শুভ কামনা।

১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৬

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ । সময়মত উত্তর দিতে পারিনি তাই দুঃখিত । আশা ভাল আছেন । শুভ কামনা রইল ।

৭| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: শরতের ছবি ,




খুব ভালো লাগলো জেনে যে , এতো ইতিহাস বিকৃতির মাঝেও "মাসনবী ইব্রাহিম রুমি"র মতো এই প্রজন্মের কিশোররা বিভ্রান্ত হয়নি । মিথ্যেটাকে বুঝতে পেরে সত্যটাকে আকড়ে ধরেছে বুকে ।

রুমি ধৈর্য ধরে বসে থাকতে হবেনা তোমাকে । তোমার জবাব পেয়ে যাবে তোমার মতো হাযারো রুমির রক্তের কাঁপনের মাঝেই ।

স্বাধীনতার দিনটিতে রুমির এই অনুধাবনটুকু শেয়ার করে যেন স্বাধীনতার অনন্য এক উপহার দিয়ে গেলেন।

১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬

শরতের ছবি বলেছেন: আপনার মন্তব্য সব সময় হৃদয় গ্রাহী ,পজিটিভ । মন ভাল হয় । কিন্তু সময় করে উত্তর দিতে পারিনি ,ব্যস্ততার জন্য । বাড়িতে তিন তিনটি বিয়ে হয়ে গেল । ফুরসৎ পাইনি । আশা করি কিছু মনে করবেন না । আশা করি ভাল আছেন । শুভ কামনা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.