নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

আমার একটা গল্প ছিল

১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯



আমার একটা গল্প ছিল
এ এক দেশের গল্প ,
এ এক গোধূলি শেষে পাখিদের নীড়ে ফেরার দেশ
এ এক সন্ধ্যা সাজে বনের ধারে
জোনাক জ্বলা দেশ ,
এ এক পাল তোলা নাও
অচিন দেশে হারিয়ে যাওয়া দেশ ।

এ এক নিশি রাতে পূর্ণিমা চাঁদ
জ্যোৎস্না খেয়ায় ভেসে যাওয়া দেশ
এ এক বট বৃক্ষ , পথের বাঁকে
মায়া ছড়ানো দেশ ।

এ এক ভর দুপুরে কাদা জলে
ভাই বন্ধু সবে মিলে মাছ ধরিবার দেশ
সাঁতরে সাঁতরে ওপারটিকে আগে ছোঁয়ার দেশ ।

এ যে রূপসী এক নদীর ঘাটে
আঁকা বাঁকা পথ বেয়ে কলসী কাঁকে
জল আনিবার দেশ
এ যে এক মায়ের হাতের চচ্ছরী মাছ ,
পিঠা- পুলির দেশ ।

এ যে মোর মদন মাঝি ,ভাইটায়ালী গান
রাখাল বাঁশি ,সুরে সুখের আবেশ
এ এক কোমল আকাশ ,
দূরের পাহাড় ,হাজার তারা
এক নীল সাগরের দেশ ।

এ যে এক পদ্ম , শালুক,কাজলা দীঘি দেশ
ডিঙ্গি নৌকায় কুড়িয়ে শাপলা বোনের হাতে বেশ ।
এ যে এক ধূলিমাখা পথের শেষে হৃদয় দানি
একটুখানি শীতল ছায়ায় জুড়িয়ে নেয়া দেশ ।

এ এক দোয়েল রাজার অবারিত মাঠ
রাজার মত মনের সুখে শিষ বাজানোর দেশ ।
এ যে আমার সোনালি ধান ,অকাল বানের দেশ ।

এ যেন ঘাস ফড়িঙের দেশ
নৈশব্দে ঘাসের উপর শিশির পড়ার দেশ
আহা ! এ যেন শীতল সুখের আমেজ !
এখানে সুখের নেই যে কোন শেষ !


সে যে আমার প্রাণের ভূমি,সোনার বাংলাদেশ
যত ই বলি তাহার কথা হয় না যেন শেষ ।

সে যে অপ্সরী এক
হৃদ- মাঝারে সুখের আবেশ
কী যে ভালবাসি ,
অবারিত সবুজ মাঠে হু- হু বাতাস
ধানের ক্ষেতের হাসি ,
সে যে আমার অসমাপ্ত গল্প বলা
চলবে দিবানিশি ।।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


ভাবছিলাম, কোন দেশের কথা বলছেন? মাঝখানে বাংলাদেশের নাম বলাতে বুঝলাম, বাংলাদেশ নিয়ে বলছেন! না হলে, কিন্তু ধাঁ ধাঁ হয়ে যেতো!

১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২

শরতের ছবি বলেছেন: বাংলাদেশ না লেখা থাকলেও এখানে যে বাংলাদেশের কথা বলছি তা বাঙালি মাত্র ই বুঝবে । আপনার কেবল বুঝতে অসুবিধা হবে ।

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৩

মোস্তফা সোহেল বলেছেন: দেশ নিয়ে সুন্দর কবিতা।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা। দেশপ্রেম টিকে থাকুক এভাবেই।

শুভকামনা রইল।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগলো।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ভালো লাগলো +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.