নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

জ্যোৎস্নার ঝড়

২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৫



যেতে যেতে বন পথে
হঠাৎ থমকে দাঁড়াই আমি
এ রূপের লহমা কত দিন দেখিনি !
অদ্ভুত আলোর উচ্ছ্বাস
নির্বাক ধরণী
আমি শুধু বলি কথা
তুমি তা শুননি !

ঝিঁঝিঁ পোকারা আমার সারথি
এই নয় মোর চেনা মর্তভূমি
এ যেন কোন কল্পলোকের সৃষ্টি
এক বিমূর্ত পৃথিবী
কোন আলোক ঝড়ে উড়ছি
যেন কোন অচেনা জোনাকি ।


নদী চরে জ্যোৎস্নার ঝড়
ভেসে যায় দূর পাহাড়
মোর খড়কুটো মন
মেঘেরা স্থির কাতর
ঘাস ফুলের মতন ।

অকৃপণ আলো ঝড়ে
ভেসে যায় তৃণ-লতা -খড়
ভেসে যায় লালদীঘি
আদিবাসি ঘর ।



আকাশটা বড় নীল
আকাশে আমাতে কত মিল
সুখতারা সুখ বিলায়
বুনো-ফুল ফুটে
আমি একা ভালবেসে
মরি হাসি মুখে ।



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০১

বিলিয়ার রহমান বলেছেন: ভালে হয়েছে!


তবে আপনার আরো কিছু লেখা পড়েছিলাম! যেগুলোর এটার থেকে ভালোছিল!:)

২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৫

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ মন্তব্য করে অনুভূতিটুকু জানানোর জন্য । সব লেখাতো সমান হয় না । একেক্টা একেক রকম অনুভূতি থেকে আসে । তবে অনুভূতিটা আসলেই এমন ছিল ,যেমন করে লিখেছি । শহর থেকে গ্রামে বেড়াতে গিয়েছিলাম আত্মীয়ের বাড়ি । ফিরতি পথে হাওর জুড়ে পূর্ণিমার চাঁদ । আহা ! কী অপরুপ ! নির্বাক হয়ে গেছিলাম । এক বছর আগের অনুভূতি । এবারে লিখলাম । যেমন করে বের হল ভেতর থেকে সেভাবেই লিখলাম ।

২| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৩

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৬

শরতের ছবি বলেছেন: আমার পাতায় আপনাকে স্বাগতম । মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম । ভাল থাকুন । নিরন্তর শুভেচ্ছা ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৩

অতঃপর হৃদয় বলেছেন: ভালো কবিতা।ভালো লাগলো।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬

মিঃ আতিক বলেছেন: কবিতা ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.