নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

ঢেউয়ে ঢেউয়ে জলকেলি

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৩



জলেতে বসন্ত এসেছে
স্থলে ঘোর বিপদ,
জেগেছে শুকনো নদী
উচ্ছ্বাসে ভাসিয়েছে চর
ভেঙেছে বাঁধ ,ভেসেছে ফসলের জমি
কৃষকের বুকে হাহাকার ।
একেই বলে ,'কারো পৌষ মাস
কারো সর্বনাশ '।


পানি তোর কেন এত রূপ ?
আজকে ভাসাস , কালকে ডুবাস
কৃষকেরে তুই খেলনা বানাইলি !
চৈত্রে খড়ায় মারস ;
বৈশাখে ভাসাস অকারণ
হেমন্তে বড় আপন ,
বুকের ভেতর থাকিস
গ্রীষ্মে হস বড় বেঈমান ?
সবই ভুলে যাস ।

হাওরে হাওরে পানি
ঢেউয়ে ঢেউয়ে জলকেলি
মাঝখানে বসত খানি
পানির উচাটন মন ;
খেলে খেলে ভাঙে ভিটা
হাওরে ১০ নং সংকেত !

মন মাঝি ভাবিতেছে
উপায় কী এখন ?
জলে জলে বসত করি
ডুবোডুবো তরীখানি
কেমনে কূলের নাগাল পাই !
ভেবে ভেবে অকালে মারা যাই ।

পেটের তরে হয়েছিলাম কৃষক
কবি মান দিয়া কবিতায় বানাইলো সাধক ;
এখন আমার ধান গেল , মান গেল
ঘরেতে কানাকড়ি নাই
কী আশায় বেঁচে থাকি ভাই ?
ঋণে ঋণে সর্বস্বান্ত ,
জীবনের দিশা না পাই !

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫

আহমেদ জী এস বলেছেন: শরতের ছবি ,





সমকালীন দূর্ভোগের কবিতা ।
এহেন নিদান কালে এটুকুই সত্য ---
" ঘরেতে কানাকড়ি নাই
কী আশায় বেঁচে থাকি ভাই ?
ঋণে ঋণে সর্বস্বান্ত
জীবনের দিশা না পাই !"

ভালো হয়েছে কবিতা ।

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

শরতের ছবি বলেছেন: জী ভাই , সমকালীন দুর্ভোগের কবিতা । ফি বছর এমনটি হয় । তবে এবারে বেশি আগেভাগে হয়ে গেছে বন্যাটা । আমি কিন্তু এই ভাটির মানুষ ,যদি ও শহরে থাকি । মনটা পড়ে থাকে ওখানেই । দেখার যেন কেউ নেই । যারা দেখতে আসে সেটা ও যেন লোক দেখানো । ভক্ষক ও কিন্তু আমরা নিজেরাই । এলাকার চেয়ারম্যানরা সব চাইতে বড় অন্তরায় ভাটির উন্নয়নের পথে । বছরে বছরে বরাদ্দ ঠিক ই হয় কিন্তু সেই অনুযায়ী কাজ হয় না । এসব প্রায় সবারই জানা । দেশ কে সবার আগে ভালবাসা দরকার যার যার জায়গা থেকে । সেটাই সমস্যা । দুর্নীতি ই বড় সত্য । ১০০ টাকা বরাদ্দ হলে ১০ টাকার কাজ হয় । বাকি টাকা পকেটে পকেটে ।

২| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন ভাই।


প্রকৃতির কাছে আজ কৃষক অসহায় হয়ে পড়েছে।
কষ্টের ফসল যায় ভেসে। কাঁদছে দুখে ঘরে,
দুচোখের ঘুম হারাম যেন অাগামীর দিন গুলি ভেবে!

ছবিগুলোও ভালো তুলেছেন।

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

শরতের ছবি বলেছেন: প্রকৃতি এবং দুর্নীতি --- এই দুটি জায়গায় মানুষ অসহায় । মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৩

ডার্ক ম্যান বলেছেন: ঋণে ঋণে সর্বস্বান্ত
জীবনের দিশা খুঁজে না পাই

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২০

শরতের ছবি বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম । মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২২

শরতের ছবি বলেছেন: আপনার ভাল লাগাই আমার আনন্দ । ধন্যবাদ ,ছবি । অনেকদিন পর আপনাকে দেখলাম ।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩

হাফিজ রাহমান বলেছেন: ছবি তিনটি বেশ চমৎকার হয়েছে। অনেক ভাল লাগল। ধন্যবাদ।

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

শরতের ছবি বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম । মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে কবিতা । প্লাস দিলাম।


কিন্তু আজকে এমন দশা হওয়ার কথা কিন্তু ছিল না। নদী মাতৃক দেশ অথচ নদী শুকিয়ে চর। বর্ষা মৌসুমে প্লাবন। আরেকদিকে নদী দখলদার রা কখন দখল করবে সেই পায়তারা। অনেক কথা বলা যায় কিন্তু কে শুনবে??!!

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

শরতের ছবি বলেছেন: আপ্নার কথা সম্পূর্ণ সত্য । আসলে কবিতা নয় ভাটির দুঃখগাঁথা । সুখ আর দুঃখ মিলে সাহিত্য , গল্প কবিতা ,উপন্যাস । ভাটির এই বিপর্যয় আর যেন সইতে পারি না । মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.