নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

উদাসী নদী

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৭



আমার হৃদয় যেন এক উদাসী নদী
নদীর তীরে এক বাউলের বাড়ি ।
সে নদী বরষায় জল দেখে জেগে ওঠে
অথৈ জল থই থই করে
উপছায়ে ভাসায় মন চর ।

সীমাহীন এক সীমান্ত আছে
তাকে হৃদয়ের মেঘেরা ও ছুঁতে পারে না
সেখানে জলেরা মিশে থাকে
আকাশের হৃদয় ছুঁয়ে ;
যেন এক অসীম নীলাদ্র ।
নীলাম্বরী চেয়ে থাকে পুলকিত চোখে,
সুখের জলোচ্ছ্বাস উঠে হৃদয়ে,
সব অভিমান ভেসে যায়
নিভৃত নোনাজল ছুঁয়ে ।

সেখানে নিদেনপক্ষে দুটো ঋতু আছে
একটা বর্ষা আরেকটা হেমন্ত ।
হেমন্তে নদীটা হৃদয়ের গহীনে লুকিয়ে পড়ে
বর্ষা এলে আর পারে না ; মেঘের গুড়গুড় শব্দে জেগে ওঠে
তখন হৃদয়ের পাড় ভাঙে অবিরাম ;
এই ভেঙে পড়ার মাঝে অসীম সুখ খেলা করে


বর্ষার বরষণে মুখরিত হৃদয়ে আমি দেখি
আকাশ ,বনছায়ে সবুজ সুখেরা উড়ে উচ্ছ্বাসে
নয়নে নীল অঞ্জন আঁকি ।
বর্ষায় আকাশে মেঘেরা উথলা হয় আমার মত
হৃদয় সরোবরে শ্রাবণ ধারায়
আমি উচ্ছ্বল পদ্ম পাতার মত স্নান করি ,
কিছু গায়ে রাখি শিশির বিন্দুর মত ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৩

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ সাবলীল লেখা। খুব ভালো লাগলো।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর বর্ষণমূখর কবিতা । ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.