নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

শখের খেলা

০২ রা মে, ২০১৭ বিকাল ৪:০৭




এ যেন চিত্র-যাদুকরের শিল্প-কর্ম , শিল্পের হাঁট
সবুজ ফসল , ফসলের দিগন্ত
কৃষক , কৃষকের খড়ের বেণিতে আগুন
হুক্কায় দম নেয়া , ছেড়ে দেয়া ধোঁয়ার বাতাস
এ যেন কোন ভাবুক কবির মহাকাব্য রচনা ।

ধানের ক্ষেতের পাশ মাড়িয়ে মেঠোপথ
সেই মেঠো পথে বাউলের উঁচিয়ে তোলা হাত
একতারায় গান তোলার ঢঙ ;
একটুখানি বাউল গানের সুর
যেন হৃদয়ের গহীন থেকে ওঠে আসা কোন মরমী আবেদন ;
মাটির শীতল গন্ধ কিংবা রোদে পুড়া মাটির ঘ্রাণ
যেন হৃদয়ের কোঠরে লুকানো কোন সুখের স্পন্দন ।

মাঠের এক পাশে রাখাল ,তার বাঁশির মোহময় সুর
যেন এক করে দেয় আকাশ, মাটি আর মানুষের হৃদয়
আকাশ যেন উম্মাতাল প্রেমের আবেশ ছড়ায় সেই সুরের মূর্ছনায় ।

সৃষ্টির এক অপরূপ রূপ নিয়ে কৃষাণি বধুয়া নামে
ধান শুকানোর চিত্রকর্ম নিয়ে
হেলে দুলে হাওয়ায় হাওয়ায় উড়ায় ধানের চিটা ।
সবুজ শিল্প একসময় মায়াময় সোনালি বসন অঙ্গে তোলে নেয়
সোনারোদে সোনার ধান যেন সোনায় সোহাগা ।

সোনার ধান গোলায় তোলার চিত্র-কর্ম তোলে দিয়ে সবুজ হাওর বদলে যায়
টলমল জল রাশিতে ,যেন অকুল কোন জলধি
কৃষকের সোনার হাসিতে অপার জলের অঙ্গ জুড়ে
সুখের ঢেউ ওঠে
উত্তাল সমুদ্রের মত ,
আনন্দ ঝংকারে জল তরঙ্গের উপাখ্যান সাজায় তখন রুপালি ঢেউ ,
সূর্য, জলের আরশিতে দেখে আপন মুখ ;
নিশীথ রাতে জোছনার আলো যেন ঐশ্বরিক কোন দ্যূতনা ছড়ায় ।

আপনাকে লুকিয়ে কেবল কর্মেই নিজেকে চেনান সেই চিত্রকর
আঁকেন আপন ক্যানভাসে অহর্নিশ ,

এই বুঝি তার শখের খেলা
হাজার রঙ তুলিতে ভাসে তার ভেলা
আমি দূরে বসে মুগ্ধ নয়নে দেখি তার যাদুর খেলা ।


মন্তব্য ১৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৭ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার দেশের কথা

ভাল লাগল খুব

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৫১

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ ভাই ।শুভ কামনা জানবেন ।

রিপ্লাই দিতে দেরী করাতে খুবই দুঃখিত । ভ্রমণে ছিলাম কক্স বাজার । তাই ব্যস্ততা ছিল ।

২| ০২ রা মে, ২০১৭ বিকাল ৪:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +++


ভালো লাগা রেখে গেলাম ।

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৫১

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ ভাই ।শুভ কামনা জানবেন ।

রিপ্লাই দিতে দেরী করাতে খুবই দুঃখিত । ভ্রমণে ছিলাম কক্স বাজার । তাই ব্যস্ততা ছিল ।

৩| ০২ রা মে, ২০১৭ বিকাল ৪:৫০

খায়রুল আহসান বলেছেন: কৃষকের খড়ের বেণিতে আগুন -- আহাহাহা! একেবারে শৈশব কৈশো্রের কথা মনে করিয়ে দিলেন- খড়ের বেণিতে কথাটা দিয়ে।
সৃষ্টির এক অপরূপ রূপ নিয়ে কৃষাণি বধুয়া নামে ধান শুকানোর চিত্রকর্ম নিয়ে
হেলে দুলে হাওয়ায় হাওয়ায় উড়ায় ধানের চিটা
- কৃষাণিদের কুলা দিয়ে ধানে "বাও দেওয়া" এবং হাওয়ায় উড়িয়ে ধানের চিটা আলাদা করার দৃশ্যটি আমার কাছে সে সময় খুবই শৈল্পিক মনে হতো। আমি তাকিয়ে দেখতাম তাদের বিভিন্ন শৈল্পিক ক্রিয়া কর্ম।

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৪৮

শরতের ছবি বলেছেন: ''কৃষকের খড়ের বেণিতে আগুন -- আহাহাহা! একেবারে শৈশব কৈশো্রের কথা মনে করিয়ে দিলেন- খড়ের বেণিতে কথাটা দিয়ে ।''

আপ্নার এই মন্তব্য আমায় উদ্বেলিত করেছে । আমি যেন এমন কিছুই শুনতে চাইছিলাম ।
এসব আমার হৃদয়ের কথা । হৃদয়ের গহীন থেকে ওঠে আসে ।

আপনার শৈশবে ফিরিয়ে নিতে পেরে আমি ধন্য ।

রিপ্লাই দিতে দেরী করাতে খুবই দুঃখিত । ভ্রমণে ছিলাম কক্স বাজার । তাই ব্যস্ততা ছিল । সর্বদা খুশ আমদেদ থাকুন -এটাই চাই ।

৪| ০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাংলার রূপ বৈচিত্র্যময় কবিতা পড়ে ভালো লাগলো। আপনার বাংলা প্রেম দেখে মুগ্ধ। সুন্দর কবিতা উপহার দিয়েছেন।

শুভকামনা আপনার জন্য।

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৫১

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ ভাই ।শুভ কামনা জানবেন ।

রিপ্লাই দিতে দেরী করাতে খুবই দুঃখিত । ভ্রমণে ছিলাম কক্স বাজার । তাই ব্যস্ততা ছিল ।

৫| ০২ রা মে, ২০১৭ রাত ১১:৩৩

ধ্রুবক আলো বলেছেন: ধানের ক্ষেতের পাশ মাড়িয়ে মেঠোপথ
সেই মেঠো পথে বাউলের হাত উঁচিয়ে
একতারায় গান তোলার ঢঙ ;
একটুখানি বাউল গানের সুর

এখন আর দেখা যায় না এমন!!

কবিতায় +

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৫৮

শরতের ছবি বলেছেন: আপনার কথা ঠিক - বাউলের দেখা তেমন একটা মেলে না । তবে এখনও এমন সবুজ কিংবা সোনালি ধান ক্ষেত মাড়িয়ে বহুদূর পথে হারিয়ে যাওয়া যায় । কোথাও ধানের ক্ষেতগুলো ভরাট হয়ে যাচ্ছে । বড় কষ্ট হয় তখন ।

ধন্যবাদ ভাই ।শুভ কামনা জানবেন ।

রিপ্লাই দিতে দেরী করাতে খুবই দুঃখিত । ভ্রমণে ছিলাম কক্স বাজার । তাই ব্যস্ততা ছিল ।

৬| ০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৪৬

নাগরিক কবি বলেছেন: খুব সুন্দর কবিতা। :)

১৪ ই মে, ২০১৭ সকাল ১১:০০

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ ভাই ।শুভ কামনা জানবেন ।

রিপ্লাই দিতে দেরী করাতে খুবই দুঃখিত । ভ্রমণে ছিলাম কক্স বাজার । তাই ব্যস্ততা ছিল । :)

৭| ০৫ ই মে, ২০১৭ ভোর ৪:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতা ও প্রচ্ছদ ছবিটা
শুভেচ্ছা রইল

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৫০

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ ভাই ।শুভ কামনা জানবেন ।

রিপ্লাই দিতে দেরী করাতে খুবই দুঃখিত । ভ্রমণে ছিলাম কক্স বাজার । তাই ব্যস্ততা ছিল ।

৮| ১৭ ই মে, ২০১৭ রাত ১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

পল্লী গাঁয়ের অনিন্দ্য অনবদ্য নান্দনিক চিত্রণ! অসাধারণ মন মাতানো কবিতায় হারিয়ে গেলাম শেকড়ের পানে!

০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:২৩

শরতের ছবি বলেছেন: আমি ধন্য , আপনাকে শিকড়ের পানে ছুটাতে পেরেছি বলে । এটাই আমার লেখার সার্থকতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.