নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

নীলাজল

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৩০


যার কথা ভেবে ভেবে কেটে গেল
জীবনের অর্ধেক কাল
দু'দিনে তারে দেখে
বল , ভরে কি পরাণ ?

সে আমার একজনই
নোনা জলে ভরে আছে তার দেহখানি ।
কেউ বলে অকূল জলধি , কেউ বলে সিন্ধু উদধি
এত নোনা জল , তবু হৃদয়ে তার নেই কোন গ্লানি
অন্যের গ্লানি সে যে নেয় বুকে টানি
সে যে মহীয়ান ,মহা ধ্রুপদি !

বালুকাবেলায় সুখের ঝিনুক হেঁটে যায়
ঢেউয়ের তালে মন হারায় কোন ঠিকানায় ;
আগুন্তুক আসে সেথা সুখ কুড়াতে বেলা অবেলায় !
সে উচ্ছ্বল নীল ঢেউয়ে করে টলমল
দূর আকাশের সাথে জনমের প্রেম ,
হৃদয়ে হৃদয় রেখে গড়ে তাজমহল ।

সে মিষ্টি খুনটুসিতে মোর সাথে মাতে
ওকে হাসায় ,তাকে ভাসায়
যেন সুখের নীলাচল ।
সে দূর হত কাছে ডাকে
কাছে গেলে বুকে টানে
এই তার খেল ।

করে কত ছল
তারে মোর ছেড়ে যেতে
চোখ ছলছল
জলের জন্য জল
ঝরে অবিরল।

জীবন যদি হত এমন
সাগরের বেলাভুমে দীর্ঘ সফর ,
তার শেষ হবে নাক ,সাগরের মত
একদিকে পাহাড় তার নীল ফুল যত !

সাগরের নীল জলে মিশে যেত 'মোর নোনা জল '
এ জলে কষ্ট নেই ,
হেসে হেসে বলে যাবো --
এ মোর প্রাপ্তির ঢল !

(নিজ চোখে সমুদ্দুর দেখলাম , ছুঁ'লাম ,সৈকতে কাটালাম, বহুক্ষণ । তাকে নিয়ে কিছু তো লেখাই যায় ।)

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ সকাল ১১:২০

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো কবিতা। +++++

১৮ ই মে, ২০১৭ দুপুর ১২:২৭

শরতের ছবি বলেছেন: আমার পাতায় আপনাকে স্বাগতম ।কবিতা পড়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা রইল ।

২| ১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৩৭

মানবী বলেছেন: সাগর প্রেম নিয়ে খুব সুন্দর কবিতা!!

কবিতা লিখতে জানিনা, দীর্ঘকাল আগে নিজের আনাড়ি লেখা দিয়ে আমিও ভালোবাসার নৈবেদ্য সাজিয়েছিলাম। চমৎকার এই কবিতাটি পড়ে লেখাতি মনে পড়লো।

মন ছুঁয়ে গেছে আপনার সমুদ্র অভিজ্ঞতা, অনেক ধন্যবাদ শরতের ছবি।
আশা করি সমুদ্র তীরে ঘরবাঁধার আপনার স্বপ্ন একদিন সফল হবে।

১৮ ই মে, ২০১৭ দুপুর ১২:২৫

শরতের ছবি বলেছেন: আপনার ভালবাসার নৈবেদ্যটি মন দিয়ে পড়েছি । মনের সকল আপনি আপনি তুলে ধরেছেন যা আমার ১০০ পারসেন্ট মিলে গিয়েছে । ধন্যবাদ আপনার লেখাটি পড়ার সুযোগ করে দেয়ার জন্য । ভাল থাকুন ।শুভ হউক আপনার পথচলা ।

৩| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না গো ভাই, পরাণ ভরতেই চায় না এত অল্প সময়ে, মনে লয় থাকি না যুগযুগান্তর এভাবেই।

কবিতাপাঠে অনুভবে মুগ্ধতা সাথে কবির ভালোবাসায় শ্রদ্ধা রেখে গেলাম।

শুভকামনা আপনার জন্য

১৮ ই মে, ২০১৭ দুপুর ১২:২০

শরতের ছবি বলেছেন: আপনি আমার মতই বুঝেছেন । অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল ।

৪| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:


জীবন যদি হত এমন
সাগরের বেলাভুমে দীর্ঘ সফর ,
তার শেষ হবে নাক ,সাগরের মত
একদিকে পাহাড় তার নীল ফুল যত !

সাগরের নীল জলে মিশে যেত 'মোর নোনা জল '
এ জলে কষ্ট নেই ,
হেসে হেসে বলে যাবো --
এত মোর প্রাপ্তির ঢল !



সুন্দর! মন ছুঁয়ে গেল!

১৮ ই মে, ২০১৭ দুপুর ১২:১৯

শরতের ছবি বলেছেন: আপনাকে দেখলেই মন ভরে যায় । মন্তব্য সে তো সব সময়ই হৃদয়গ্রাহী । আশা করি কুশলে আছেন ।শুভকামনা রইল ।

৫| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

সে আমার একজনই
নোনা জলে ভরে আছে তার দেহখানি ।
কেউ বলে অকূল জলধি , কেউ সমুদ্দুর
এত নোনা জল , হৃদয়ে তবু দুঃখ নেই তার ।"-- অসাধারণ বলেছেন ভাই পুরোটা কবিতায়। আপনার এই লাইনগুলো পড়ে আমার কুমার সানুর গাওয়া সেই গানটা মনে পড়ে গেল...

ও সাগর----
তোমার মনে এত দুঃখ কেন,
কখনো যে ঝড় তুলো, কখনো অশান্ত ঢেউ
তোমার মনের কথা, জানলো না কেউ...!
ও সাগর----
তোমার মনে এত দুঃখ কেন-----

শুনেছি তুমি নাকি বড়ই উদার
তাই তো তোমার প্রশ্ন আমার...।।
তোমার লুনা জলে কষ্ট যে ধুঁয়ে ফেলে
নিজের দুঃখ কেন নাও না মুছে---
আমারও মনে আছে কষ্টের ঢেউ----
আমার মনের কথা জানলো না কেউ....
ও সাগর----
তোমার মনে এত দুঃখ কেন....

যাকে ভালোবেসে ছিলাম আপন করে
সেই তো দিল ব্যথা স-ই কি করে ...।।
কষ্টের দাবানলে জ্বলে পুড়ে তিলে তিলে
ছাই হলো এ হৃদয় বুঝলো না সে-ও
তবুও তাকেই ভালো বেসে যাবো
মানবো না হার কভু মরণ এলেও...
ও সাগর----
তোমার মনে এত দুঃখ কেন.....

১৮ ই মে, ২০১৭ দুপুর ১২:২৯

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ ।

৬| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:৪৫

কল্লোল পথিক বলেছেন: বাহ দারুণ হয়েছে!

১৮ ই মে, ২০১৭ দুপুর ১২:১৫

শরতের ছবি বলেছেন: আপনাকে অনেকদিন দেখিনি । ফিরে এসেছেন দেখে ভাল লাগছে । মন্তব্য করার জন্য ধন্যবাদ ।শুভকামনা ।

৭| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

১৮ ই মে, ২০১৭ দুপুর ১২:১৩

শরতের ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন । শুভকামনা জানবেন।

৮| ২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৩

শায়মা বলেছেন: গুড গুড সমুদ্রের মনোমুগ্ধকর অকূল জলরাশী দেখে কবিতা লেখারই কথা ভাইয়া। :)

৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:২১

শরতের ছবি বলেছেন: মনে হয় আপনাকে আমার পাতায় প্রথম পেলাম । স্বাগত আপনাকে । মন্তব্য করে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন --এই কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.