নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গতায় আবিষ্ট সমুদ্র

২৬ শে মে, ২০১৭ দুপুর ১:১০



পূর্ণিমার রাত , নিঃসঙ্গতায় আবিষ্ট সমুদ্র
এমন নিঃসঙ্গতাই যেন সৌন্দর্যের আসল সংজ্ঞা !
এক মোহমুগ্ধতায় ছেয়ে গেছে পৃথিবীটা
সেই মোহ্মুগ্ধতার টানে আমি ঘর ছেড়ে যাই
দাঁড়াই তার সৈকতে ;
সমুদ্র আর চাঁদের নিঃসঙ্গতার উদরে ভর করেছে
পৃথিবীর সকল রুপ মাধুরী !

কী জানি কী কারণে
থেমে গেছে আমার সকল বাকচাপল্য আজি
আমি যেন নির্বাক , মৃগমায়া ,বিহারিনী ।
যত যা কথার মালা তা নিঃশব্দে
বুকের গহীনে চেপে গেছে ।
বিভোর হয়ে ভাবতে থাকি ---

এমনতর ভালবাসার নৈবেদ্য কে সাজালো ?

তখনই সমুদ্রের ঢেউ এসে আমায় ছুঁয়ে দেয়
যেন কদম ডালে বরষার প্রথম বারিধারা
তার আছড়ে পড়া ঢেউ যেন প্রথম প্রেমের স্পন্দন !
আমি নির্বাক লাজুক কোন প্রেমিকা
নির্জনে অন্তরে ,বাহিরে সিক্ত হতে থাকি প্রেমের বরিষণে ।

বাতাস যেন আশ্চর্য মাদকতা নিয়ে আসে
ছড়িয়ে দেয় ভেলাভুমে ,
বালুকারা রেখে দেয় নুড়ী ঢেউয়ের তলদেশ থেকে
বুঝি প্রেমের মালা গাঁথবে কেউ কারো তরে
তার নীলজলের গভীর থেকে ওঠে আসে প্রবাল
যেন অবমুক্ত নীল খামে খোলা চিঠি
প্রেমের প্রাণবন্ত কথার ঢালি
ঢেউ এসে ফোটায় প্রেম কলি ।

আমি ছুঁয়ে দিলে ঢেউ লাজে হাসে
ঝিনুকেরা দোলে ওঠে আপনমনে ;
আমি আপনভোলা , তাদের চিরচেনা
বালুকারা যেন এলিয়ে নাচে আমার স্পর্শে
প্রাণস্পন্দনে জেগে ওঠে জলধি ,বালুকা ,আকাশ !
আমায় আষ্টেপৃষ্ট্রে বেঁধে নেয় তারা
আমি নিঃসঙ্গ স্বপ্নচারীর মত মোহাচ্ছন্ন হয়ে
মিশে যাই সমুদ্রের ঢেউ আর পূর্ণিমার ভেলায় !

//// সমুদ্র দেখার ঘোর আমার কাটছে ই না .........////

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।+++++
শুভকামনা আপনার জন্য।

২| ২৭ শে মে, ২০১৭ রাত ১২:১৪

ধ্রুবক আলো বলেছেন: আমি উদ্বেলিত হয়ে যাই তার উম্মাতাল বাতাসের স্পর্শে
বালুকারা রেখে দেয় নুড়ী ঢেউয়ের তল থেকে

সুন্দর লিখেছেন।

৩| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:১৫

ভ্রমরের ডানা বলেছেন:



পূর্ণিমার রাত , নিঃসঙ্গতায় আবিষ্ট সমুদ্র
এমন নিঃসঙ্গতাই যেন সৌন্দর্যের আসল সংজ্ঞা !
এক মোহমুগ্ধতায় ছেয়ে গেছে পৃথিবীটা
সেই দুর্নিবার টানে
এসে দাঁড়াই তার সৈকতে
সমুদ্র আর চাঁদের নিঃসঙ্গতার উদরে ভর করেছে
পৃথিবীর সকল রুপ মাধুরী !
--- অনুভবনীয় প্রকাশ দিয়ে শুরুটা অত্যন্ত ভাল হয়েছে, ভাল লেগেছে। তবে এরপরের চরণ গুলো আরো বহুদূর টেনে নিয়েছে জোয়ারের বানের মতই। সমুদ্র গভীরের এই প্রেম হৃদয়ে দোলা দিয়ে গেল! আপনার জন্য শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.