নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

আমি পদ্ম পাতার মত ভিজব

৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৪



অঝোরে ক্লানিহীন বৃষ্টি-ধারা নামুক না
আমি পদ্ম পাতার মত ভিজব !
কদম বৃক্ষের ডালে যবুথবু কাকের মত ঠায় দাঁড়িয়ে
ফোটা কদমের মোহনীয় রূপটি অবলোকন করব !

নির্জন নীল সমুদ্রের বুকে বর্ষণ মুখরতায় আমি বিলীন হব
কর্ম-চঞ্চলতাহীন অলস কোন ক্ষণে
বৃষ্টির রোমাঞ্চকর আবহে স্মৃতির অতলে হারিয়ে যাব
ফিরব না সহসা , শুনব না কোন বারণে !

কিন্তু বৃষ্টি কী বুঝে আমার আকুতি !
সে কেবলি ভেসে ভেসে দূরে হতে সুদূরে সরে যায়
কে বা ডাকে সেথায় , দিগন্তের ওপাড়ায় ?
সে কী আমার চেয়ে বেশি হৃদয়ের কথা তারে শোনায় ?
কি সে ভাষা , সে ভাষা কোথায় , কে বা শিখায় ?

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন আপি দারুন

ভাল লাগায় ভরপুর কবিতা

৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৬

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ আপি ধন্যবাদ । দিলেনতো আমার পরিচয় ফাঁস করে ।

২| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর কবিতা +

৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৭

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন ।

৩| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৩

বিজন রয় বলেছেন: কবিতার ভিতরে কাব্যিক আবহ দেয়া, এবং সেটার জন্য ক্রমাগত চেষ্টা করা আপনার একটি অন্যতম বৈশিষ্ঠ্য।
সে সাথে শব্দের আক্ষরিক উপস্থাপনা!! দারুন!

সে কী আমার চেয়ে বেশি হৃদয়ের কথা তারে শোনায় ? অনন্য উপলব্ধি!

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন আপি দারুন

আমি মনে করতাম আপনি ভাইয়ু।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৫০

শরতের ছবি বলেছেন: অনেক অনেক দিন আপনার দেখা পেলুম ।
এসেই খুব মারাত্মক বিশেষণ দিয়ে দিলেন !
আমি তো ভেবেছিলাম আপনি হয়ত আমাকে ভুলেই গেছেন !
আমি আপি না ভাইয়ু সেই সত্য চেয়ে কত রাখা যায় ,বলুন ।
সত্যতো মুখ ফসকে বেরিয়ে পড়ে ।

আশা করি ভাল আছেন । ভাল থাকুন । শুভেচ্ছা রইল ।

৪| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:০৩

বিজন রয় বলেছেন: নির্জন নীল সমুদ্রের বুকে বর্ষণ মুখরতায় আমি বিলীন হব

ভুলিনি! হয়তো ভুলবো না।
মাঝে মাঝে কাজের চাপে বিলীন হয়ে যাই।

অনেক অনেক শুভকামনা রইল।

৫| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই। ভালো লাগা জানিয়ে গেলাম। +++++

৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:২৩

শরতের ছবি বলেছেন: আপনাকে শুভেচ্ছা , ধন্যবাদ জানিয়ে দিলাম । ভাল থাকবেন আশা করি ।

৬| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
নির্জন নীল সমুদ্রের বুকে বর্ষণ মুখরতায় আমি বিলীন হব
কর্ম-চঞ্চলতাহীন অলস কোন ক্ষণে
বৃষ্টির রোমাঞ্চকর আবহে স্মৃতির অতলে হারিয়ে যাব
ফিরব না সহসা , শুনব না কোন বারণে !" - অসাধারণ অনুভূতি প্রকাশ। সত্যানুরক্তি।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৭

শরতের ছবি বলেছেন: আপনাকে আবার ও ধন্যবাদ ।

৭| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:১৯

মনিরা সুলতানা বলেছেন: সত্যি ই বৃষ্টি কী করে হৃদয়ের আকুতি বুঝবে ; বিষণ্ণ খোলা চুলের আঁধার তাকে ঝরতে শিখিয়েছে !
বৃষ্টি প্রিয়ার চোখের বর্ষণে নিজেকে তুমুল ঝরিয়েছে ।

০২ রা জুন, ২০১৭ দুপুর ১২:১৩

শরতের ছবি বলেছেন: জী ,আপনি ঠিকই বলেছেন ,'' বৃষ্টি কী করে বুঝবে মনের আকুতি --বিষণ্ণ খোলা চুলের আধার তাকে ঝরতে শিখিয়েছে ।"
ধন্যবাদ আপু কবিতায় মন্তব্য করে সঙ্গত দেবার জন্য । শুভেচ্ছা নিরন্তর ।

৮| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৭

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: বৃষ্টির জন্য তৃষিত প্রাণের কাব্যিক চিত্র।
কবিতা পাঠে একরাশ মুগ্ধতা!

৯| ৩১ শে মে, ২০১৭ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সে কী আমার চেয়ে বেশি হৃদয়ের কথা তারে শোনায় ?
কি সে ভাষা , সে ভাষা কোথায় , কে বা শিখায় ?

আমিও অমন ভাষা খুজেছি । দারুন আকুলতা প্রকাশ পেল । সুন্দর +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.