নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

বিবাগী মন

০২ রা জুন, ২০১৭ দুপুর ২:২৭



বিবাগী মন ,
তোর কী রে মেঘের উপর বাড়ি ?
তুই এত উড়ো উড়ো করিস কেন ?
দুরু দুরু কাঁপিস কেন ?
তুই কী রে মোর টুনটুনি পাখি ?

তুই মেঘে মেঘে উড়িস কেন ?
দিক্-অন্তে হারাস কেন ?
ডাকলে ফিরিস না !
যাস না ভুলে
আমি যে তোর আপন একজনা ।

তুই কী আমার ফাগুণ মাসের কোকিল ?
ক'দিন কেবল থাকিস ঘরে
বছর জুড়ে থাকিস পরে পরে !

মাঝে মাঝে আসিস ফিরে
ছটর ফটর করিস
চড়ূই পাখির মত
ধরতে চাইলে থাকিস দূরে
তোরই ইচ্ছেমত ।

তুই কী পাখনা মেলা ঘোড়া ?
শুন্যে মেলিস ডানা ?
আমি কেবল দুচোখ মেলে দেখি
আমার হৃদ-প্রকোষ্টে তোর যে বাড়ি
ভুলে গেছিস নাকি ?

মনকে আমার ভয় দেখিয়ে বলি ,
মন , তুই যতই উড়িস ,য-ত-ই উড়িস
নাটাই সুতো ছিড়তে কি আর পারিস ?

তবু বলি ,আমি তোকে দেব ছুটি
তুই আমায় সঙ্গে রাখিস যদি
আমার বড় ইচ্ছে করে
তোর দুটি ডানা ছুঁয়ে
জগত জুড়ে উড়ি !!

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +++

২| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কবিতা গড়েছেন প্রিয় কবি ভাই।
অনেক অনেক মুগ্ধতা রেখে গেলাম প্রশ্নাবলীতে। কবিতায় +++++

৩| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:১৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, মুগ্ধকর +

৪| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: কি কল্পনার সমাহা!! কি কথার পাতাবাহার!!

ফুলেল ফুলঝুরি কবিতা। ভাল লাগবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.