নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

তুমি না এসে দেখ

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:৫১



তুমি না এসে দেখ - আসবে না ফাগুন
কৃষ্ণচূড়ার ডালে লাগবে না রূপের আগুণ ;
গোধূলি আস্তাবলে লাগবে না রঙধনু আবির
শিউলি প্রভাতে আর কভু ঝরবে না সুখের শিশির !

তুমি না এসে দেখ -থেমে যাবে সাগরের ঢেউ
নিশীথ রাতে চাঁদের ভেলা দেখবে না কেউ !
নদীর বুকে আসবে না উচ্ছ্বাসের জোয়ার ,
কলকল ধ্বনিতে জাগবে না হৃদয় আমার ।

তুমি না এসে দেখ -
থেমে যাবে ঝর্ণার শ্বাশত চঞ্চলতা
ফুল হারাবে কোমলতা ;
ভোমরের হৃদয়ে জাগবে না প্রেমের আকুলতা ,
অকূল জলের আরশিতে হবে না সূর্যের মুখ দেখা !

তুমি আছো বলেই -
মৃত্তিকা দিগন্তে মেশে ,
আঁধারে জোনাক জ্বলে
পাখিরা গান ধরে ,সুরে সুরে
প্রভাতে আকাশ তার ললাটে লাল টিপ পরে
ঘাস ফড়িঙেরা নৈঃশব্দে নাচে ঘাসের 'পরে !

তুমি আছো বলে
হৃদয় বীনা তারে বাজে
স্বপনেরা ঘুরে মোর ধারে ;
কল্পলোকে মন কেবল উড়ে
তুমি আছো বলে - সবই মোর আছে !

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে না এসে থাকতেই পারবে না । এত সুন্দর ভালবাসার কবিতা


অনেক ভাল লাগল আপি। প্রথম প্যারার শেষ লাইনে কভু হবে
েআর নৈঃশব্দে হবে।

২| ২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: সে না থাকলে ফাগুন আসবেনা, কৃষ্ণচূড়ার ডালে লাল লাগবেনা....
রঙধনুরাও উঠবেনা তাইনা ভাইয়া! :)

৩| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:১১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

৪| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:৩১

বিজন রয় বলেছেন: আপনি আছেন বলেই ব্লগে আমরা এমন হৃদয়দোলা দেওয়া কবিতা পাই। পড়তে পারি।

অনেক অনেক সুন্দর।

৫| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৪

বিজন রয় বলেছেন: ও হ্যাঁ, এটা একটি ভাল গান হতে পারে।

৬| ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসম্ভব ভালো লাগলো কবিতা। খুব সুন্দর কথামালা আর ভাবে সৃষ্টি কবিতা।
মুগ্ধতা জানিয়ে গেলাম কবি ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

৭| ২১ শে জুন, ২০১৭ রাত ৮:০৫

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতায় প্রেম ঝ রে পড়ছে ঝিরিঝিরি!! মিষ্টি কবিতায় অনেক ভাল লাগা!

৮| ২১ শে জুন, ২০১৭ রাত ৯:৫৯

আহমেদ জী এস বলেছেন: শরতের ছবি ,




তুমি নেই তাই কিছু নেই । অথচ ---

শূন্যতাই যদি না থাকবে
তবে তো থাকো নাকো তুমি,
তুমি আছো বলেই তো আছে
চিরকাল -
ভরে দেয়ার পালা; শূন্যতার ভুমি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.