নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Still, I don\'t know myself Perfectly!

শরতের ছবি

...

শরতের ছবি › বিস্তারিত পোস্টঃ

কিছু কবিতা

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮



রবি ঠাকুর ,অনুরাগে কিছু কবিতা ছড়িয়ে দিয়েছিলেন বাতাসে
এখন কবিতা গুলো পৃথিবীর কার্বনডাই অক্সাইড শুষে নিয়েছে
প্রকৃতি তাই বিশুদ্ধ , নির্মল ।
কবিতা খেকো মানুষ গুলো ভাবছে তারা আর অকালে মরবে না
কবিতা শুষে নিয়ে বেঁচে থাকবে দিনের পর দিন !

তাঁর কিছু কবিতা আকাশে চঞ্চল ঘন কালো মেঘে মিশে গেছে
তাই এখন প্রকৃতিতে শ্রাবণ ঝরছে ,
ঝরছে অবিরাম প্রশান্তি !
নদীর বুক ফেঁপে ওঠেছে ভালবাসার নব জোয়ারে
সেই নতুন জলে মানুষ সাঁতরে খুঁজছে সুখের নোঙর ।

কিছু কবিতা ভাসছে প্রকৃতির আনাছে কানাছে
সুখের উপমা জড়িয়ে ;
আকাশের বুক ছুঁয়ে গহীন হতে গহীনে
কেবল ভাসছে ,
যা থেকে এক অদ্ভুত মায়া ঝরছে মাটির বুকে ।

কিছু কবিতা গোধুলির আকাশে রঙ ছড়িয়ে
নিঝুম রাতে জোনাকির আলোরিকা হয়ে ,
তাড়িয়ে দিয়েছে পৃথিবীর এক অদ্ভুত আঁধার
তাই রাতের গাঁয়ে রুপের এমন বাহার !

অবশিষ্ট কবিতারা সাগরের জলে মিশে নীল হয়ে গেছে
তাই সাগরে এত উচ্ছ্বাস
কখন ও ঢেউ হয়ে হয়ে গর্জে ওঠে
কখনও প্রশান্ত হয়ে সুন্দরের উপাখ্যান সাজায় ।।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:১৩

ভ্রমরের ডানা বলেছেন:

খুব সুন্দর কাব্য! ভাল লাগা!

১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১১

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন ।

২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:২১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +

১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১২

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা রইল ।

৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতার ভেদবিচ্ছেদ তুলে ধরেছেন, ভালো লাগগলো ছবি ভাই।

শুভকামনা রইল।

১০ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৩

শরতের ছবি বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.